আসসালামু আলাইকুম

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

ফেসবুক এর নতুন জালা থেকে একটু মুক্তি হন

দুই দিন পর পর ফেসবুক এর নতুন নতুন জ্বালা নতুন নতুন রুপ । আর এই রুপ গুলো দেখে মন মেজাজ যা খারাপ হচ্ছে বলার বাইরে । আরে বাবা কে কার সাথে ফ্রেন্ড করলো, কে কাকে লাইক দিল , কে ট্যাগ দিল, কে কমেন্ট দিল এগুলো দিয়ে হোম পেজ একদম ভর্তি । ফেসবুক এ ঢুকলেই এগুলো দেকতে কি আর ভাল লাগে । আবার কিছু দিন আগে চ্যাঁট পাল্টালো ।
তাই আপনারা যদি চান তাহলে আপনি আপনার ফেসবুক এর অনেক কিছু হাইড করে রাখতে পারবেন এই অ্যাড- অন এর মাধ্যমে । আরও অনেক কিছু পাল্টাতে পারবেন ।



আপনি অ্যাড-অন টি ডাউনলোড করলে দেখবেন প্রথমে উপরের দিকে নতুন এক অপশন এসেছে । ওখানে চাপ দিলেই আপনি যা যা চান তা করতে পারবেন সুধু টিক দিবেন আর কিছুই করতে হবে না ।

* ফেসবুক এডিট করার অ্যাড অন ডাউনলোড করতে এখানে চাপ দিন

( মজিলা, অপেরা, গুগল ক্রম সব গুলো তেই করতে পারবেন )



* ফেসবুক এর চ্যাঁট আগের মত আনতে চাইলে এখানে চাপ দিন

নতুন নতুন কিছু অ্যাড করে ফেসবুক মনে করছে সবাই ফেসবুক কেই ভাল ভালবাসবে কিন্তু না সে আরও ভুল করছে আমার মতে । আর এর মধ্যেই গুগল+ উপড়ে চলে যাচ্ছে ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More