ফেসবুক এর নতুন জালা থেকে একটু মুক্তি হন
দুই দিন পর পর ফেসবুক এর নতুন নতুন জ্বালা নতুন নতুন রুপ । আর এই রুপ গুলো দেখে মন মেজাজ যা খারাপ হচ্ছে বলার বাইরে । আরে বাবা কে কার সাথে ফ্রেন্ড করলো, কে কাকে লাইক দিল , কে ট্যাগ দিল, কে কমেন্ট দিল এগুলো দিয়ে হোম পেজ একদম ভর্তি । ফেসবুক এ ঢুকলেই এগুলো দেকতে কি আর ভাল লাগে । আবার কিছু দিন আগে চ্যাঁট পাল্টালো ।
তাই আপনারা যদি চান তাহলে আপনি আপনার ফেসবুক এর অনেক কিছু হাইড করে রাখতে পারবেন এই অ্যাড- অন এর মাধ্যমে । আরও অনেক কিছু পাল্টাতে পারবেন ।
আপনি অ্যাড-অন টি ডাউনলোড করলে দেখবেন প্রথমে উপরের দিকে নতুন এক অপশন এসেছে । ওখানে চাপ দিলেই আপনি যা যা চান তা করতে পারবেন সুধু টিক দিবেন আর কিছুই করতে হবে না ।
* ফেসবুক এডিট করার অ্যাড অন ডাউনলোড করতে এখানে চাপ দিন ।
( মজিলা, অপেরা, গুগল ক্রম সব গুলো তেই করতে পারবেন )
* ফেসবুক এর চ্যাঁট আগের মত আনতে চাইলে এখানে চাপ দিন ।
নতুন নতুন কিছু অ্যাড করে ফেসবুক মনে করছে সবাই ফেসবুক কেই ভাল ভালবাসবে কিন্তু না সে আরও ভুল করছে আমার মতে । আর এর মধ্যেই গুগল+ উপড়ে চলে যাচ্ছে ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন