সময় বাঁচাতে দ্রুত কম্পিউটার সাট ডাউন সহ অন্যান্য কাজ করতে পারেন নিমিষে
কম্পিউটার দ্রুত সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, স্ট্যান্ড বাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্ট করতে চান? তাহলে এখান থেকে এই QSD নামের মাত্র 508 KB এর সফটওয়্যারটি ডাউনলোড করে Extract করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ইন্সটল শেষে ডান দিকে নিচে Quick Shut Down নামের আইকন পাবেন। তাতে ডাবল ক্লিক করলে দ্রুত আপনার কম্পিউটার সাট ডাউন হয়ে যাবে। আর আপনি যদি সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, স্ট্যান্ড বাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্ট করতে চান, তাহলে আইকনের উপর রাইট বাটন ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন
এখান থেকেও আপনি উপরোক্ত কাজ গুলি করতে পারেন। তাছাড়া আপনি যদি সর্ট কার্ট কি তৈরি করে দ্রুত এ অপশন গুলির কাজ সমাধা করতে চান। তবে উপরের চিত্রের Option এ ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন। এখানে আপনি সর্ট কার্ট কি তৈরি করে নিতে পারেন।
যেমন সাট ডাউন দেয়ার জন্য রেডিও বাটনে ক্লিক করুন এবং কারসার রেখে Crtl চেপে S দিয়ে সাট ডাউনের জন্য সর্ট কার্ট কি তৈরি করে নিন। দেখুন Crtl+S চাপলেই আপনার কম্পিউটার দ্রুত সাট ডাউন হয়ে যাবে। এভাবে আপনি সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, স্ট্যান্ড বাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্ট এর সর্ট কার্ট কি তৈরি করে দ্রুত আপনি আপনার কাজ সমাধা করতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন