আসসালামু আলাইকুম

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

জেনে নিন ফেসবুকে আপনার ক্রমিক নম্বর!

আস্সালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন।আশা করছি ভাল আছেন।
আজ যে বিষয়ে লিখছি তা খুবই সাধারণ বিষয়।অনেকেই জানেন।আবার কেউ জানেন না।যারা জানেন না তাদের জন্যই লেখা।আমরা সাধারনত নতুন স্কুলে ভর্তি হলেই ক্রমিক নং পাই।তেমনি আপনি ফেসবুকে ভর্তির (!) পর ক্রমিক নম্বর পেয়েছেন।সেই ক্রমিক নম্বর টি কত?আমাদের প্রত্যেকের প্রোফাইল লিংক এমন “www.facebook.com/username” থাকে সাধারনত।আপনার ইউজার নেমটি সেট করার আগে ইউজার নেম এর জায়গায় একটি সিরিয়াল নম্বর ছিল।এবং প্রোফাইল লিংক ছিল এমন “http://www.facebook.com/pr​ofile.php?id=xxxxxxxx” (অনেকের এখনো এমনই আছে ইউজার নেমটি সেট না করায়)এটাই আপনার ফেসবুকের ক্রমিক নং।যেমন আমার ক্রমিক নম্বর হচ্ছে 1335493871 (লিংক: http://www.facebook.com/profile.php?id=1335493871 )।এবং আপনার আগে অথবা পর পরই ফেসবুকে কে ভর্তি হল তাও জানতে আপনার সম্পূর্ণ নাম্বার এর সামনের অথবা শেষের একটি সংখ্যা কমিয়ে/বাড়িয়ে নিন।প্রোফাইল দেখতে পারবেন।যদি Error বা Not found আসে,বুঝবেন প্রোফাইল টি Deactive/Hidden/Blocked করা আছে।যেমন আমার পরের জন যিনি আছেন তার আইডি Deactive/Hidden/Blocked থাকায় দেখা যায়না।কিন্তু আগের জন হচ্ছেন Laetitia Jost Sillis নামের একজন ড্যানিশ নারী।
আপনার ক্রমিক নম্বর টি যেভাবে পাবেন:আপনার প্রোফাইল পিকচার এর এ্যালবাম এ যান।Address বার এ লিংক এ দেখুন এমন Address লিখা আছে https://www.facebook.com/media/set/?set=a.1607059859807.119517.1335493871&type=1 (এটা আমার প্রোফাইল পিকচার এর এ্যালবাম Address )
এখানে শেষের “1335493871&type=1″ এ “1335493871″ হচ্ছে আমার ক্রমিক নম্বর।
একইভাবে আপনি বের করতে পারবেন আপনার ক্রমিক নম্বরটি।
তাহলে দেরি না করে এখনই জেনে নিন ফেসবুকে আপনার ক্রমিক নম্বর!
ধন্যবাদ সবাইকে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More