ছবির ফাইল হোক হালকা
ইন্টারনেটে বিভিন্ন প্রয়োজনে ছবি আদান-প্রদান করা হয়। অনেক সময় ভারী ছবি পাঠাতে সমস্যা হয়। ইচ্ছে করলে আপনি যেকোনো ছবির আকার সহজেই কমিয়ে নিতে পারেন। এর ফলে ইন্টারনেটে ছবি পাঠাতে মেগাবাইট/কিলোবাইট খরচ হবে কম। এ জন্য ‘ইমেজ রিসাইজার’ নামে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ১.২৮ মেগাবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://mediafire.com/?r2jc5yz06g1i4gp ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি খুলুন। সফটওয়্যারটি ইনস্টল করুন। এখন যেকোনো ছবিতে মাউস রেখে ডান ক্লিক করলেই Resize picture নামে নতুন একটি কনটেক্সট মেনু পাবেন। ছবির আকার (মেমোরি) কমাতে চাইলে Resize Picture অপশনে ক্লিক করুন। ছবির আকার সর্বনিম্ন পর্যায়ে নামাতে চাইলে small ক্লিক করুন, মাঝারি আকারের জন্য Medium ক্লিক করুন, বড় আকারের জন্য Large ক্লিক করুন, মোবাইল ফোনের উপযোগী করার জন্য Mobile Device ক্লিক করুন। নির্ধারিত আকার নির্বাচিত করে Ok দিলেই দেখবেন, ওই আকারের একটি আলাদা ছবি তৈরি হয়েছে। ছবির আকার কমালেও ছবির গুণগত মান ঠিকই থাকবে।
আল্লাহ হাফেজ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন