আপনার পিসির কুয়াশার মতো ঘোলাটে যে কোন ফন্ট সমস্যার সমধান করুন। (উইন্ডোজ এক্সপি জন্য )
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।
আজকে উইন্ডোজ ৮ এর থিম ইন্সটল করার পর আমি আবার থিম টা আনইনন্সটল করি বিশেষ কারনে তারপর আমারা পিসি তে ফন্ট কালার হয়ে যায় এই রকম অনেক সময় অনেকের পিসি তে ফন্ট কালার এই ভাবে ঘোলাটে হয়ে যায়
আজ আপনারা অনেকেই আমাদের ব্লগ এর ফন্ট কালার এমনি দেখেন কি ???? এমন কি মাজে মাজে ডিস্কটপও ঘোলাটে দেখা যায়
ভাঙ্গা ভাঙ্গা ফন্ট ইত্যাদি দেখা যায় ।
এমন কি ফেসবুকের সব লেখা এই রকম হয়ে যায়
বুজতেই পেরেছেন কতো বড় মারাক্তক ফন্ট প্রবলেম নিয়ে এই পোস্টটি
আসুন আমরা প্রবলেম টা সমাধান করি ।
অভ্র ৫ তা ইন্সটল করুন Go to Avro Keyboard Page>>
তারপর ইন্সটল করুন iComplex-Bangla
ডিস্কটপ এর Properties যান তারপর Appearance যান Effect click করুন
Use that following method to smooth Edges fonts;
Clear type এর জায়গায় standard click করুন । তারপর OK ক্লিক করেন ।
Apply okay click করুন কাজ তো শেষ
তারপর ঝকঝকে নিউ লাইট এর মতো ঝিকিমিকি ফন্ট উপভোগ করুন , লিখবো বাংলাই , বলবো বাংলায় ।
এখন দেখুন কি সুন্দর ভাবে ফেসবুকের বাংলা ফন্ট দেখা যাচ্ছে ।
ভালো লাগে তাহলে মন্তব্য করতে ভুলবেন না। ধন্ন্যবাদ সবাইকে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন