Windos xp welcome logo change !!!
Windows XP চালু হবার সময় শুধু Welcome লেখা আসে। সে খানে আপনি চাইলে আপনার মনের মত কিছু লিখতে পারেন। আপনি যা লিখে দিবেন তাই আপনাকে Welcome স্ক্রিণে দেখাবে।
এজন্য এই পদ্ধতি গুলো অনুসরণ করুন:
- Start Menu তে গিয়ে Run এ ক্লিক করুন।
- Regedit টাইপ করে OK করুন, রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
- রেজিস্ট্রি এডিটর থেকে এই লাইনটি খুজে বের করুন HKEY_LOCAL_MACHINE / SOFTWARE /Microsoft / Windows NT / Current Version / Winlogon ।
- ডান পাশ থেকে Legal Notice Caption এ ডাবল ক্লিক করুন।
- এবার আপনি যে লেখাটি Welcome স্ক্রিনের ক্যাপশন হিসেবে ব্যাবহার করতে চান সেই লেখাটি Value Data Box এ টাইপ করুন। যেমন: Allah-Hu-Akbar অথবা Bismillah অথবা আপনার নাম।
- দেখুন এর ঠিক নিচে লেখা আছে Legal Notice Text।
- ওখানে ডাবল ক্লিক করুন।
- এবার আপনি যে লেখাটি ওয়েলকাম স্ক্রিন ব্যাবহার করতে চান তা Value Data Box এ টাইপ করুন। যেমন:- Techno’s Workshop
আপনার কাজ শেষ। এখন আপনার কম্পিউটারকে একটা রিস্টার্ট দিন আর দেখুন মজা। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন