আপনার CD বা DVD রি-রাইটেবল না হলেও সেটিতে পরে আরো ডাটা বারবার যোগ করতে পারবেন।
এর জন্য Nero software দিয়ে CD বা DVD রাইট করার সময় CD বা DVD তে Data Add করার পর
Finished বাটনে click করে Next বাটনে click করুন ।
তারপর Allow files to be added later box এ টিক চিহ্ন দিয়ে burn এ click করুন।
CD বা DVD টি রাইট হবে। পরে আরো ডাটা যোগ করতে চাইলে CD বা DVD তে ফাকা যায়গা থাবক সেই ফাকা জায়গাতে একই পদ্ধতিতে আরো ডাটা যোগ করতে পারবেন।
Screenshot সহ দেখুন এখানে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন