আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

এখন আর কি পাসওয়ার্ড মনে রাখার সময় আছে? ভুলে গেলেও সমস্যা নেই

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টুইট শুরু করতেছি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকবেন ও আপনার পাশের লোকটিতেও ভাল রাখবেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট সফটওয়্যার নিয়ে।

বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উইন্ডোজ। নিরাপত্তা জনিত কারণে আমরা উইন্ডোজে বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে থাকি। উইন্ডোজ পাসওয়ার্ড রিমুভ একটি শক্তিশালি পাসওয়ার্ড রিমুভ টুলস। আপনি যদি কখনও আপনার ব্যবহৃত উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এটি ব্যবহার করে দেখুন আপনার জন্য এ্টি কতটা উপকারী। এটি সাপোর্ট করবে উইন্ডোজের সকল ভার্সন। প্রথমে ফাইলটি ডাউনলোড করে একটি খালি সিডিতে বুটেবল হিসেবে রাইট করুন। এটি দিয়ে আপনি উইন্ডোজের যেকোন পাসওয়ার্ড ভাঙ্গতে পারবেন।



বৈশিষ্ট্যগুলো দেখুনঃ
1. 100% recovery rate
2. All passwords are reset instantly
3. Windows 7 New!, Vista, Vista SP1 supported
4. All Windows Workstations supported
5. Resets secure boot options: startup password or startup key disk
6. Displays account properties
7. Resets local Administrator passwords
8. Resets Domain Administrator passwords
এখন আপনার উইন্ডোজের পাসওয়ার্ড যদি হারিয়ে যায়। তাহলে, প্রখমে রাইট করা সিডিটি আপনার সিডি রমে প্রবেশ করিয়ে বুট করান। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। এটি আপনার উইন্ডোজের পাসওয়ার্ড কিছুক্ষণের মধ্যেই রিমুভ করে দিবে। এটি ইন্টারফেইস একদম সহজ করে তোলা হয়েছে।

ডাউনলোড লিংক

সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ…..

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More