সম্প্রতি আমার মাউসের একটা সমস্যা দেখা দিয়েছিল। আমার পরিচিত আরো অনেকেরই এই সমস্যা হয়েছিল। সমস্যাটা হলে মাউস দিয়ে single click করা যায় না।করতে চাইলেও double click হয়ে যায়। অথচ একই মাউস অন্য পিসিতে লাগালে ঠিকই চলে। Control Panel থেকে বিভিন্নভাবে mouse property change করেও কোন লাভ হয় নি। Googling করে আমি এর সমাধান পেয়েছি।সবার জন্য তা শেয়ার করলাম।
১. প্রথমে MouseFix zip জিপ ফাইলটি ডাউনলোড করুন।(২৬কি.বা.)
২. C:\Program Files\ ফোল্ডার-এ MouseFix নামে একটা ফোল্ডার তৈরি করে MouseFix.exe এবং MouseFixDll.dll ফাইল দুটি সেখানে extract করুন
৩. MouseFix.exe ফাইল-এর একটি shortcut তৈরি করুন
৪. C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup\ ফোল্ডার-এ shortcut-টা paste করুন
৫. পিসি Restart করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন