আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

ফটো কে কার্টুন বানিয়ে ফেলুন! মাত্র এক মিনিট-এ !!

সবাই কে সালাম দিয়ে শুরু করালাম,কেমন আছেন সবাই ।আশা করি সবাই ভালো আছেন।আজ একটা মজার জিনিস শেয়ার করবো,আশা করি সবার ভালো লাগবে।আপনারা যারা ফটো নিয়ে খেলতে লাইক করেন,তাদের জন্য আমার এই ছোট পোষ্ট।

প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিনঃ

তারপর ডাউনলোড করা হয়ে গেলে,নরমাল ভাবে সফটওয়্যার টা ইন্সটল করেন। ফোল্ডার এর ভিতরে কীজেন আছে। তারপর ফুল ভার্সন করে নিন। মনে রাখবেন ফোল্ডারটি জিপফাইল।আপনার পিসি তে যদি জিপ না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন।

মনে করলাম ইতিমধ্যে আপনি সফটওয়্যারটি ইন্সটল করে ফেলেছেন,এবার দেখে নেন কিভাবে কাজ করবেন।

এখন প্রথমে একটা ফটো সেলেক্ট করেন,File>Load Photo> এইবার ফটোটা লোড হয়ে গেলে,তারপর নিজের ইচ্ছা মতো customizing করে নেন। ফটোটি সেভ করতে হলে,File>Save Image…JPEG তে সেভ করে নেন।

এই পোষ্টটি সর্বপ্রথম আমি এখানে লিখেছিলাম.

সবাই কে ধন্যবাদ ,কষ্ট করে আমার পোষ্ট তা পড়ার জন্য। যদি ভালো লাগে,লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না । ভালো থাকবেন । আল্লাহ হাফেয ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More