আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

আমার পছন্দের একটি Video Cutter iFilmEdit(Full)

আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা?ভিডিও কাটার সফটওয়্যার নিয়ে আনেকেই পোস্ট করেছেন।তবে iFilmEdit সফটওয়্যার নিয়ে কেউ পোস্ট করেছে কিনা আমি জানি না।কারণ আমার চোখে পড়েনি।আপনাদের কারো চোখে যদি পড়ে থাকে তাহলে দয়া করে কমেন্টে লিন্কটি দিয়ে দেবেন।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে iFilmEdit সফটওয়্যারের মাধ্যমে ভিডিও ফাইল কাটা যায়।প্রথমে এখান থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন


যে ভাবে করবেনঃ-

#১নং চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ভিডিও ফাইল পছন্দ করে নিয়ে আসুন।।

#আপনার পছন্দ করা ভিডিও ফাইলটি ২নং চিহ্নিত স্থানে চলে আসবে।সেখান থেকে ভিডিও ফাইলটি মাউসের মাধম্যে ড্রাগ করে বাম দিকের Player লেখা উন্ডোটিতে ছেড়ে দিন।

#৩নং চিহ্ন হল Slider এবং ৪নং চিহ্ন হল Mark in ও Mark out বাটন।এগুলোর মাধ্যমে আপনার যতটটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করুন।

#সিলেক্ট করা হয়ে গেলে ৫নং চিহ্নিত রেকর্ড বাটনে ক্লিক করুন।রেকর্ডিং হতে থাকবে।

#এবার Save করার জন্যে ৬নং চিহ্নিত Make Movie বাঁটনে ক্লিক করুন এবং সেভ হওয়ার জন্য একটু অপেক্ষা করুন।সেভ হয়ে গেলে ২নং চিহ্নিত স্থানে আপনার ফাইলটির পাশে সেটি দেখা যাবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More