আমরা অনেক সময় নিজের ছবি নিজের ইচ্ছা মতো সাজাই..এক এক জন এক এক রকম কাজ করে তা বেশি ভাই ফটোসফ দিয়ে কাজ করে কিন্তু তাতে অনেক সময় লাগে..আর এই অনলাইনে কাজ করা খুব সহজ..প্রথমে এই লিংকে যান..এর পর
স্টাইল পছন্দ করুন..তার পর যেটা আপনার পছন্দ হবে সেটিতে কিল্ক করুন.Browser এ কিল্ক করুন..আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করুন,এর পর কত টুকু রাখবেন তা সিলেক্ট করুন,সিলেক্ট হয়েছে গেলে Next এ কিল্কি করুন,এর পর আপনাকে ছবিটি দেখাবে কেমন হয়েছে যদি ভাল লাগে ডাউনলোড করুন।
এই পোষ্ট যদি কেহ আগে করে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিতেছি…যারা জানেন তাদের কাজে না আসলেও যারা যানে না নতুন ইউজার তাদের কাজে আসবে। ধন্যবাদ সবাই ভাল থাকেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন