আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

কিভাবে কোনো mp3 গানে details যোগ করবেন কোনো সফটওয়্যার ছাড়াই।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ সেভেন ব্যবহার করে কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার details যোগ করবেন।

প্রথমে আপনি যে গানগুলোতে details যোগ করতে চান সে গানগুলো windows media player এ যোগ করুন। এরপর চিত্রের দেখানো জায়গায় ক্লিক করুন ও Details ক্লিক করুন,

এবার Ctrl+A চাপুন, এবার এখানে যেকোনো একটি গানের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Edit চাপুন যেখানে যা লিখতে চান। নিচের ছবিটা খেয়াল করুন।

এবার নিজেই এডিট করুন আর মজা নিন মজা

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More