আমরা অনেক সময় অনেক ধরনের ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করি, এমন অনেক ফাইল আছে যা ডাউনলোড করে পড়ার জন্য আলাদাভাবে আবার একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয় কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি addons যা দিয়ে আপনি আপনার ব্রাউজারেই বসেই PDF, DOC, PPT, XLS সহ অন্যান্য Google Docs পরতে পারবেন কোনো ডাউনলোড ছাড়াই। তাহলে কথা না বারিয়ে https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-docs-viewer-pdf-doc-doc এই লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনার ব্রাউজারে ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট দিন আর মজা নিন মজা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন