আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়াই লক করুন ফোল্ডার।।

আজ আপনাদের জানাবো কিভাবে  কোন সফটওয়্যার  ব্যবহার  বাদে ফোল্ডার লক করা যাই । এখন আসুন চেষ্টা করি সবাই।

  • প্রথমে আপনাকে একটি ফোল্ডার তৈরি করতে হবে। আপনার ইচ্ছা মত নাম দিতে পারেন তৈরি কৃত ফোল্ডারটির।
1
  • এখন ফোল্ডারটি খুলুন এবং আপনার মাউস এর রাইট বাটুন ক্লিক করুন। এবার New -> Text Document ক্লিক করুন।
2
  • এরপর Text Document খুলে নিচের টেক্সট অংশটি কপি করে Text Documentpaste করুন।

cls
@ECHO OFF
title Folder Private
if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p “cho=>”
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p “pass=>”
if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL
attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End


  • এখন টেক্সট এর  if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL, এর PASSWORD_GOES_HERE  – অংশে আপনার PASSWORD টি দিয়েদিন। যেমন ধরুন আপনার PASSWORD টি ১২৩৪৫৬৭ তখন if NOT %pass%== 1234567  goto FAIL এমন হবে ।

  • এখন সংরক্ষণ করুন locker.bat নামে। এটি করতে আপনাকে Save as type: এ  All Files (*.*). তে প্রথেমে পরিবর্তন করতে হবে।
3
  • এখন আপনার locker.bat ফাইলটি ওপেন করলে PASSWORD চাইবে। PASSWORD টি দিলে এটি ওপেন হবে  Private একটি ফোল্ডার নিয়ে । এখন আপনি ওই Private এর মধ্যে আপনার যেকোনো কিছুসংরক্ষণ করতে পারবেন ।  এটি আবার লক করতে  locker.bat ক্লিক করুন ও  Y চাপুন । ফোল্ডার টি আবার লক হয়ে গেছে।
4
  • এই ছিল সফটওয়্যার এর সাহায্য ছাড়াই ফোল্ডার লক করার পদ্ধতি ।।
5
  • যদি এটা আপনাদার উপকারে আসে তবে জানাবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More