আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

আপনার পিসির USB পোর্টের সব কিছুর খুঁটিনাঁটি দেখুন এবং জানুন….

আসসালামু আলাইকুম,
আশা করি সকলেই ভালো আছেন। সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো। এখন কিছু দিন পর পর পোস্ট করছি। নেট প্যাকেজ জটিলতা থাকায় বিস্তারিত পোস্ট করতে পারছি না। এজন্য মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু তাই বলে পোস্ট করবো না, এটা কি হতে পারে! আমার পক্ষ থেকে যত দূর সম্ভব, অনেক কষ্টে টাকা যোগার করে নেট প্যাকেজ তুলে আপনাদের জন্য ছোট-খাটো পোস্ট করে চলেছি। এবং আগামীতেও করে যাবো। ইনশাল্লাহ।

পোস্ট: USB পোর্টের সব কিছুর খুঁটিনাঁটি দেখুন ( USB view-60KB )
USBPort

আজকে আপনাদের কাছে খুব ছোট কিন্তু কাজের একটি সফটওয়্যার নিয়ে এসেছি, USB view- শুধুমাত্র ৬০ KB. আপনার নানা কাজে খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার।আপনি ব্যাবহার করলেই এর সিস্টেম বোঝতে পারবেন। আজ হোক কাল হোক এটি আপনার অনেক কাজে লাগবে।

কার্যক্ষমতা–
*ইউএসবি পোর্টে কোন ডিভাইস লাগানো, কোনটির কি কাজ, সেটা চলছে কিনা এবং তার সকল history দেখতে পারবেন।
*আপনার usb পোর্ট বন্ধ-ওপেন করা। লাগানো ডিভাইস ইনেবল/ ডিসেবল করা।
*ইউএসবি ডিভাইস ভালো মত কাজ না করলে তা, fixing করা।
*আর অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে। যার প্রয়োজনীয়তা আপনি নিজেই বুঝবেন।

তাই দেরি না করে তাড়াতাড়ি DOWNLOAD করে নিন। (only 60KB)
index-2
http://www.mediafire.com/?w8032qhkwqmhsbq

ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করুন এবং আপনি নিচের ছবির মত দেখতে পাবেন—-
usbdeview
Capture

উপরের ছবির মত সকল কিছু জানতে এবং দেখতে পারবেন। আমার মনে হয় আজ অনেক বিস্তারিত লেখার প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই ডাউনলোড করার পর ওপেন করলেই বুঝতে পারবেন।

তবুও একতা গুরুত্বপূর্ণ information দিয়ে রাখলাম- আপনাদের বুঝতে উপকার হবে…

এক নজরে USB-view Icons এর সংকেত

The device is not connected.
The device is connected. It’s safe to physically unplug the device without disconnecting it.
The device is connected. You must disconnect the device from USBDeviewor from Windows “Safely Remove Hardware” option before you physically unplug it.
The device is disabled.

পাঠকগণদের আরেকটা কথাও বলে রাখি- ইউএসবি ৩.০(usb 3.0) নতুন ভার্সন পোর্টে এটি সাপোর্ট করে। তথা আপনারা ইউএসবি ৩.০ এ লাগানো ডিভাইস গুলো সহজেই দেখতে পারবেন।
ডাউনলোড লিঙ্কটা আবার দিলাম .:: মিস করলেই পস্তাবেন ::.
http://www.mediafire.com/?w8032qhkwqmhsbq

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More