আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

Windows 7 and Windows 8 ডুয়াল বুটিং

আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ এক পোস্ট। কিছুদিন আগে বাজারে এসেছে Windows 8. ইতোমধ্যে আমরা অনেকেই Windows 8 ব্যবহার করা শুরু করে দিয়েছি।তারপরও Windows 7 ব্যবহার করার প্রয়োজন হয়।তখন অগত্যা Windows 8 ফেলে দিয়ে আবার Windows 7 ইনস্টল দিতে হয়।এই ঝামেলা থেকে আপনাদের মুক্তি দিতে নিয়ে এসেছি কিভাবে দুটি উইন্ডোজ একই কম্পিউটারে ব্যবহার করবেন।
যা যা প্রয়োজনঃ
*১GHz প্রসেসর
*১জিবি র‌্যাম
*২০জিবি হার্ডডিস্ক।
প্রথম ধাপঃ Windows 8 এর জন্য নতুন ভলিউম/ড্রাইভ তৈরি করা
Start menu>right-click Computer> Manage> Disk Management
কয়েক সেকেন্ডের মধ্যে নিচের চিত্রের মত একটি উইন্ডো হাজির হবে।
Screenshot_3
এরপর Right Click Hard Disk>Shrink Volume
Screenshot_1
কিছুক্ষণের মধ্যে নিচের চিত্রের মত Shrink Volume একটি উইন্ডো হাজির হবে।
Screenshot_2
এখানেEnter the amount of space to shrink  in MB এর পরিমাণ ২০৪৮০MB বা ২০GB এর বেশি হতে হবে।
এরপর shrink এ ক্লিক করুন। এখন দেখুন একটি ড্রাইভ unallocated দেখাচ্ছে।
Screenshot_4
unallocated এর উপর Right Click >New Simple Volume>next>next
এরপর নিচের চিত্রের মত আসবে।
Screenshot_6
এখানে New label পরিবর্তন করে Windows 8 দিতে পারেন। এরপরNext> Finish এ ক্লিক করে ফরম্যাট করুন।ব্যস হয়ে গেল Windows 8 সেটআপ দেওয়ার জন্য নতুন ড্রাইভ।
দ্বিতীয় ধাপঃ
এবার কম্পিউটারে Windows 8 এর DVD প্রবেশ করান এবং Computer Restart দিন। এরপর DVD বুট করান এবং  নতুন Windows 8 ড্রাইভে Windows 8 ইনস্টল দিন।ইনস্টলেশন শেষ হলে কম্পিউটার রিস্টার্ট নিবে এবং নিচের চিত্র দেখতে পাবেন।
Screenshot_8
এখন আপনার ইচ্ছামত Windows 7 বা Windows 8 ব্যবহার করুন।
বিঃদ্রঃ যারা উইন্ডোজ ইনস্টল দিতে পারেন এই পোস্ট তাদের জন্য প্রযোজ্য।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More