২০১১ সালে আমি একটি ফোল্ডার লকার সফটওয়্যার বানিয়েছিলাম। এতদিন ভাবতাম
মানুষ মনে হয় হাসাহাসি করবে, তাই কাউকে বলি নি। আজ ভাবলাম যেহেতু আমি আর
আপু এতদিন ধরে ইউজ করে আসছি কোন সমস্যা ছাড়া তাহলে অন্যদের সাথেও শেয়ার
করি। আসুন দেখি সফটওয়্যার টি।
২) যতগুলো ফোল্ডার লক করবেন সবগুলোতে আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে পারবেন (অন্যান্য সফটওয়্যারগুলোতে সাধারণত একটি মাস্টার পাসওয়ার্ড থাকে যেটি দিয়ে সব ফোল্ডার লক করা লাগে)। একটি মাস্টার পাসওয়ার্ডও থাকবে, কোন ফোল্ডারের ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড ভুলে গেলে এই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারের মেইন ইন্টারফেস থেকে ফোল্ডারটি আনলক করতে পারবেন। অর্থাৎ কোন ফোল্ডারের পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নাই।
৩) কোন ফোল্ডার লক করার পর যদি আপনি নতুন করে উইন্ডোজ সেটআপ করেন তাও ফল্ডার লক করা থাকবে এবং নতুন করে Folder Locker ইন্সটল করে আনলক করতে পারবেন।
৪) লক করা ফোল্ডার অন্য কোন কম্পিউটারে বা অন্য কোন অপারেটিং সিস্টেমে (লিনাক্স বা ম্যাক) নিয়ে গেলেও খুলবে না।
৫) সম্পূর্ণ বিনা মুল্যের।
৬) উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ ৮ পর্যন্ত সব উইন্ডোজ সংস্করণ সমর্থন করে।
৭) এখন পর্যন্ত কোন বাগ পাই নি।
৮) আরো মেলা কিছু এই মুহূর্তে মনে পড়ছে না।
মাত্র ১এমবি একবার ট্রাই তো করে দেখুন, ভাল লাগতেও তো পারে। নিচের লিংক থেকে নামিয়ে নিন সেটআপ সফটওয়্যারটি
Folder Locker 1.0_by_shovik_chowdhury.zip
নামিয়ে ইন্সটল করে নিন। প্রথমবার অন করলে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড হিসেবে “Admin” লিখুন। এবার User Settings থেকে পাসওয়ার্ড বদলাতে পারবেন। কোন সমস্যা বা মন্তব্য কমেন্টে লিখবেন প্লিজ…
Folder Locker 1.0 – Tiny but Xtremely powerful privacy software
এতে নতুন কি আছেঃ
১) মাত্র ১ এমবি সফটওয়্যার যা আপনার হার্ডডিস্কের একটুখানি যায়গা নিবে।২) যতগুলো ফোল্ডার লক করবেন সবগুলোতে আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে পারবেন (অন্যান্য সফটওয়্যারগুলোতে সাধারণত একটি মাস্টার পাসওয়ার্ড থাকে যেটি দিয়ে সব ফোল্ডার লক করা লাগে)। একটি মাস্টার পাসওয়ার্ডও থাকবে, কোন ফোল্ডারের ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড ভুলে গেলে এই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারের মেইন ইন্টারফেস থেকে ফোল্ডারটি আনলক করতে পারবেন। অর্থাৎ কোন ফোল্ডারের পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নাই।
৩) কোন ফোল্ডার লক করার পর যদি আপনি নতুন করে উইন্ডোজ সেটআপ করেন তাও ফল্ডার লক করা থাকবে এবং নতুন করে Folder Locker ইন্সটল করে আনলক করতে পারবেন।
৪) লক করা ফোল্ডার অন্য কোন কম্পিউটারে বা অন্য কোন অপারেটিং সিস্টেমে (লিনাক্স বা ম্যাক) নিয়ে গেলেও খুলবে না।
৫) সম্পূর্ণ বিনা মুল্যের।
৬) উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ ৮ পর্যন্ত সব উইন্ডোজ সংস্করণ সমর্থন করে।
৭) এখন পর্যন্ত কোন বাগ পাই নি।
৮) আরো মেলা কিছু এই মুহূর্তে মনে পড়ছে না।
মাত্র ১এমবি একবার ট্রাই তো করে দেখুন, ভাল লাগতেও তো পারে। নিচের লিংক থেকে নামিয়ে নিন সেটআপ সফটওয়্যারটি
Folder Locker 1.0_by_shovik_chowdhury.zip
নামিয়ে ইন্সটল করে নিন। প্রথমবার অন করলে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড হিসেবে “Admin” লিখুন। এবার User Settings থেকে পাসওয়ার্ড বদলাতে পারবেন। কোন সমস্যা বা মন্তব্য কমেন্টে লিখবেন প্লিজ…
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন