আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

DCE Tools ফটোশপের একটি গুরুত্বপূর্ণ প্লাগ-ইন {A-Z}

বাই আমার সালাম/নমস্কার নিবেন। আশা করি সবাই ভালো আসেন!! আজ আমি আপনাদের সাথে একটি ফটোশপের প্লাগ-ইন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্লাগ-ইন টি প্রফোশনাল ফটোগ্রাফাররা ব্যবহার করে থাকেন। ছবিকে উজ্জ্বল, অটো কালার সেটিং, ছবিতে লাইটিং সেটিং, ছবি অটো ফিনিশিং, ছবি হতে দাগ অপসারন করা সহ ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ কাজ এই প্লাগ-ইন টি দ্বারা করা যায়।

প্রথমে এই লিংঙ্ক থেকে প্লাগ-ইন টি ডাউনলোড করে নিন।
আর হ্যাঁ প্লাগ-ইনটির সাথে সিরিয়াল কি সহ দেওয়া আছে।
সম্পূর্ণ ফাইলে সাইজ মাত্র ১.৭৯ এমবি।

ইনস্টল করার পদ্ধতি

ডাউনলোড করা ফাইলটি প্রথমে আনরার করুন। তারপর Setup ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করি।
তারপর Yes এ ক্লিক করতে হবে।
 দীপ্ত


তারপর Next এ ক্লিক করুন।
দীপ্ত (1)

পরবর্তী চার্ট আসলে উপর থেকে Adobe Photoshop সিলেক্ট করে Install এ ক্লিক করুন।
দীপ্ত (2)

সবশেষে Finish এ ক্লিক করুন।
দীপ্ত (3)

কিভাবে প্লাগ-ইন টি রান করবেন ?


ফটোশপ ওপেন করে মেনু থেকে Fitter এ ক্লিক করে DCE Tools থেকে ইচ্ছা মত অপশন নির্বাচন করে কাজ শুরু করে দিন।


এবার চলুন DCE Tools প্লাগ-ইন দিয়ে করা কিছু কাজ দেখি
tutorial (2)
tutorial (10) tutorial (8)
তাও যদি প্লাগ-ইন টি কিভাবে ব্যবহার করতে হবে তা যদি না বুঝতে পারেন তাহলে এখানে ক্লিক করুন অথবা ইউটিউব এ DCE Tools লিখে সার্চ দিন আশা করি পারবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More