আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

অল ইন ওয়ান মোবাইল ভিডিও কনভার্টার।

আমরা অনেকেই মোবাইলে বিভিন্ন গান/মুভি/ভিডিও ফাইল লোড করি। এর জন্য বিভিন্ন ধরণের ভিডিও কনভার্টার সফটওয়্যার ব্যবহার করি। এদের মধ্যে আমার মতে সবচেয়ে ভাল একটি কনভার্টার সফটওয়্যার হল “অল ইন ওয়ান মোবাইল ভিডিও কনভার্টার ’’। এই সফটওয়্যারটির বৈশিষ্ট্য এতে বিভিন্ন রকম মোবাইলের ভিডিও (যেমন, এম.পি ৪, থ্রি.জি.পি, এ.ভি.আই ইত্যাদি) ফরমেটের সুবিধা অটোমেটিক্যালি যুক্ত আছে। এর মানে আপনি শুধু আপনার মোবাইল মডেল টি নির্বাচন করবেন তারপর সফটওয়্যারটি নিজে নিজেই আপনার সেটের জন্য ভিডিও ফরমেটে কনভার্ট করে নিবে।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৪.৫০ এম.বি। এর সাথে একটি রেজিষ্টেশন ফাইল দেওয়া আছে। সফটওয়্যারটি ইনষ্টল এর পর রেজিষ্টেশন ফাইলে ক্লিক করে ফুল ভার্সনটি একটিভ করে নিবেন।
এখন আমি দেখাচ্ছি যে কিভাবে সফটওয়্যারটি ইনষ্টল থেকে কনভার্ট করবেন।
ডাউনলোড এবং ইনষ্টলেশনঃ
১। প্রথমে উল্লেখিত লিংক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
২। জিপ ফাইল টি আনজিপ করুন।
৩। স্বাভাবিক নিয়মে সফটওয়্যারটি পিসিতে ইনষ্টল করুন।
৪। এবার ডাউনলোড কৃত ফোল্ডারে Reg.File এ ডাবল ক্লিক করে ওকে বাটনে চেপে ফুল ভার্সনটি একটিভ করুন।
ভিডিও কনভার্টঃ
১। প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন।
1
২। সবার বামে ইনপুট ডায়ালগ বক্সে এড বাটনে ক্লিক করে আপনার পছন্দের ভিডিও ফাইলটি সিলেক্ট করুন যেটি আপনি কনভার্ট করতে চান।
2
৩। এখন আউটপুট ডায়ালগ বক্স থেকে মোবাইল>মেনুফেকচার থেকে আপনার মোবাইল কোম্পানির নাম (যেমন নোকিয়া)> মডেল থেকে আপনার সেটের মডেল সিলেক্ট করুন
3
৪। এখন ভিডিও এবং অডিও কোয়ালিটি অপশনে আপনার পছন্দ মত অপশন সিলেক্ট করুন।
44444
৫। এখন Save Files to folder অপশন থেকে ব্রাউজ করে আপনার কনভার্ট কৃত ফাইলটি কোথায় সেভ হবে তা সিলেক্ট করে দিন। এবার সবার নিচে কনভার্ট বাটনে ক্লিক করুন।
5
৬। এখন ফাইলটি কনভার্ট হওয়া পযর্ন্ত অপেক্ষা করুন।
66
৭। সবশেষে আপনি যেখানে ফাইলটি সেভ করেছেন সেখানে দেখুন আপনার ফাইলটি আপনার মোবাইলের জন্য উপযুক্ত হয়ে সেভ হয়ে আছে।
উল্লেখিত পদ্ধতিতে যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টর মাধ্যমে আমাকে জানান।
ধন্যবাদ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More