আসসালামু আলাইকুম

বুধবার, ৮ মে, ২০১৩

শর্টকাটে CSS শিখুন প্রেক্টিকেল ক্লাস ১৪ (CSS দিয়ে calendar তৈরি)


কিছুদিন লিখা হয়নি ব্যস্ততার কারনে আসা করি সকলে ভালো আছেন? সিএসএস টিউটোরিয়াল এর ১৪ তম পর্বে আপনাকে স্বাগতম। আসা করি নিয়মিত আমার সাথে ক্লাস করছেন এবং প্রতিদিন প্র্যাকটিস করছেন নিয়মিত? আজকে আমি একটি মারাত্মক সুন্দর ক্যালেন্ডার তৈরি করা শিখাবো আপনাদের। এই সিএসএস টিউটোরিয়াল টি দেখে দেখে আপনি আপনার নিজের ওয়েবসাইট এর জন্য চমৎকার এই ক্যালেন্ডার টি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন এটির কোডিং গুলো শিখে নেয়া যাক আর দেরি না করে এখুনি। চমৎকার এই ক্যালেন্ডার টীতে ক্লিক করলেই দেখবেন সুন্দর করে ওপেন হচ্ছে তারিখ অনুযায়ী পোস্ট বা ইভেন্ট গুলো দেখতে পারবেন। অবশ্যই ভালো লাগবে। ডাউনলোড করেই দেখুন কোডিং মানে সোর্স ফাইল টি।
calender শর্টকাটে CSS শিখুন প্রেক্টিকেল ক্লাস ১৪ (CSS দিয়ে calendar তৈরি)
দুঃখিত আজকে কোডিং গুলো এখনে দেয়া যাচ্ছে না কাজ করছে না কোডিং সম্পূর্ণ ভেঙ্গে যাচ্ছে। তাই আমি ফাইল আপলোড করে দিয়েছি সম্পূর্ণ কোডিং সহ ডাউনলোড করে নিন। এখনে ২টি ফাইল আছে একটির নাম index.html এটি ওপেন করলেই আপনি সম্পূর্ণ ক্যালেন্ডার টি ব্যবহার করতে পারবেন এবং লাইভ দেখে নিতে পারবেন। তার পর ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করলেই সমস্ত কোডিং গুলো দেখে নিতে পারছেন। আরেকটি ফাইল আছে স্টাইল নামে সেখনে সমস্ত সিএসএস কোডিং গুলো আছে।
ডাউনলোড করুন এখনে। calendar

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More