আসসালামু আলাইকুম

বুধবার, ৮ মে, ২০১৩

আপনার পিসির হার্ডওয়্যার কনফিগারেশন জানুন ছোট একটি সফটওয়্যার দিয়ে

পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি ।
আপনার পিসির হার্ডওয়্যার এর বিবরণ পি সি কেনার সময় প্যাকেটের গাইয়ে লেখা থাকে । অনেক সময় এক জাইগা থেকে হার্ডডিস্ক এক জাইগা থেকে মাদারবোর্ড কিনে থাকি ফলে সবগুলোর কনফিগারেশন সঠিক ভাবে জানা তাকে না জানা থাকলে আমার ভুলে জাই । আজ আমি আপনাদের এমন একটি ছোট সফটওয়ারের সাথে পরিচয় করে দিব জার মাধমে আপনারা আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের সকল তথ্য পাবেন একসাতে। সফটওয়্যার টির নাম cpu –Z
ডাউনলোড লিঙ্ক
সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনি আপানার পিসিতে ইন্সটল করুন এবার সফটওয়্যার টি রান করুন এবার দেখুন আপনার কম্পিউটার এর ফুল কনফিগারেশন একসাতে ।
এর মাধ্যমে আপনি জানতে পারবেন
প্রসেসর এর মডেল, টেকনোলজি, ক্লক স্পীড , ক্যাশ মেমোরি , মাদারবোর্ড ফুল বর্ণনা , মেমোরি , মেমোরি টাইপ, গ্রাফিচস, রাম এর বর্ণনা এবং আর ও অনেক কিছু।
ভাল লাগলে ধন্যবাদ দিয়া আবার লেখার উৎসাহ দিবেন ।

2 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More