আসসালামু আলাইকুম

বুধবার, ৮ মে, ২০১৩

Facebook Unfriend Alerts Free Add-ons


ফেইসবুক এখন পৃথিবীর ১ নম্বর সোশ্যাল মিডিয়া সাইট প্রায় সব ইন্টারনেট ইউসার ফেইসবুক এর মাধ্যমে ফ্রেন্ডএর সাথে কানেক্ট রয়েছে ইটা আমরা জানি যে কোনো ফ্রেন্ড যদি আমাদের আনফ্রেন্ড করে সেটা আমরা জানতে পারিনা এবং সেটা ফেইসবুক notify এর মাধ্যমে জানায় না তাই আমরা জানতে পারিনা যে কোন ফ্রেন্ড আমাদের ছেড়ে চলে গেছে আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা আপনাদের কে জানিয়ে দিবে যে কোন ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড করেছে
The all features according to developer:
Unfriend Notifications!
যখন কেউ আপনাকে আনফ্রেন্ড করবে আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন যে কত জন আপনাকে আনফ্রেন্ড করেছে

Account Deletion Notices!
আনফ্রেন্ড নোটিফিকেশন ছাড়াও এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে, কেউ যদি তার ফেইসবুক এর প্রোফাইল delete করে বা ফেইসবুক এর প্রোফাইল কোনো রকমের পরিবর্তন আনে তাহলেও আপনি নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন
Facebook
এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন –




এটি ডাউনলোড করার পর ইনস্টল করার পর আপনি যেই ভাবে ফেইসবুক চালান সেই ভাবেই চালাবেন শুধু মেনু বারে একটি মেনু অতিরিক্ত যোগ হবে

এটি 100% Safe & Secure!


করলাম। যদি আপনাদের সারা পাই তাহলে ভবিষ্যতে আরো টিউন লিখব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।
যদি ভালো লাগে তাহলে আমার এই সাইট থেকে একবার ঘুরে আসতে পারেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More