আসসালামু আলাইকুম

বুধবার, ৮ মে, ২০১৩

PC restart timer সেট করুন(দ্রুত computer restart করুন)


যাহোক শুরু করা যাক। সাধারনত PC ব্যবহারের সময় অনেক বার এমন অবস্থা দাঁড়ায় যখন নির্দিষ্ট সময় পর PC কে restart দেয়ার জন্য অন্য কাজ বাদ দিয়ে PC এর সামনে বাধ্য হয়ে বসে থাকতে হয়, এই ঝামেলা থেকে যারা মুক্তি পেতে চাচ্ছেন অথবা সাধারন restart (windows key/start button> restart) এর লম্বা পদ্ধতিটা যাদের কাছে যথেষ্ট সময় সাপেক্ষ মনে হয়, তাদের জন্যই এই tune টা।
কাজ মোটেও বেশি কিছু না। শুধু একটা shortcut file তৈরী করতে হবে।
* প্রথমে desktop এ ( অথবা অন্য যেকোন জাগায়) একটা shortcut file (mouse এ right click>new>Shortcut) তৈরী করুন।
* location এ Shortcut -r -t 10 এটা copy,paste করুন ।tuner1 PC restart timer সেট করুন(দ্রুত computer restart করুন)
এখানে 10 বলতে 10 সেকেন্ড বুঝাচ্ছে, চাইলে এটা পরিবর্তন করে নেয়া যাবে।
* যেকোন নাম দিয়ে Ok দিয়ে বের হয়ে আসুন।
ব্যাস এর পর থেকে যখন তখন এই shortcut file এ double click করে instant restart দেয়া যাবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More