আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

Windows 8 কে পার্মানেন্টলি এক্টিভেট করে নিন ।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট টি শুরু করছি । আশা করি কাজে আসবে ।
windows-8-logo

উইন্ডোজ ৮ মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম । উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ৭ এর সফলতার পর মাইক্রোসফট এই নতুন অপারেটিং সিস্টেম টির সাথে পরিচয় করায় । আমার নিজের অভিজ্ঞতা থেকে যা মনে হয়েছে এটিও আরেকটি হিট হতে চলেছে । আমি উইন্ডোজ ৮ ব্যাবহার করি এবং এর NEW Look আর ফিচার গুলো আমার কাছে এক কথায় অসাধারন লেগেছে । উইন্ডোজ ৮ বাজারে নতুন আসায় অনেকেই একে এক্টিভেট করা নিয়ে বেশ ঝামেলায় পরেছেন । আমার নিজেরই এক্টিভেটর খুজতে খুজতে মাথা খারাপ হয়ে গেছিল । ইন্টারনেট এ এক্টিভেটর এর অভাব নেই । কিন্তু সমস্যা হল সবগুলো কাজ করে না। কাজ করলেও পারমানেন্টলি এক্টিভেট করতে পারে না । ফলে এর কিছু ফিচার থেকে আপনি বঞ্চিত হবেন যেমন একাউন্ট এ আপনার ছবি যোগ করতে পারবেন না, স্টার্ট স্ক্রীন এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন না । আমি এই এক্টিভেটরটি দিয়ে উইন্ডোজ কে পারমানেন্টলি এক্টিভেট করে নিয়েছি । তবে আপডেট সম্মন্ধে আপাতত কিছু বলতে পারব না। এখন আপাতত আপডেট না করাই ভাল হবে ।
এক্টিভেটর টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (MediaFire)
অথবা এখান থেকে ডাউনলোড করুন (2Shared)
জিপ ফাইল টি কে প্রথমে যেকোনো ফোল্ডারে Extract করে নিন । এরপর P8_v25 অ্যাপ্লিকেশন টি রান করুন ।  এরপর এর কাজ শেষ হওয়ার পর আপনাআপনি Restart হবে । Restart হওার পর আপনার উইন্ডোজ ৮ পারমানেন্টলি এক্টিভেট হয়ে যাবে ।
এই বিষয়ে হয়ত পিসিহেল্পলাইন বিডি তে আর আগেই পোস্ট হয়ে গেছে। কিন্তু আমি এই সফটওয়্যার ব্যাবহার করে পারমানেন্টলি এক্টিভেট করতে পেরেছি বলে এটি শেয়ার করলাম।
আজকে এখানেই শেষ করছি । আশা করি পোস্ট টি আপনাদের কাজে লাগবে । ধন্যবাদ সবাইকে ।
পোস্ট টি সর্বপ্রথম এই ব্লগ এ পাবলিশ করা হয়েছিল ।

SOFTWARE ছাড়া লক করুন USB পোর্ট।

imagesসবাই কেমন আছেন। আমি ভালো আছি।আমি খুব প্রব্লেমের মধ্যে আছি।তো যাই হোক আজকে একটা ক্ষুদ্র টিপস শেয়ার করব।তবে বিজ্ঞ জনের প্রবেশ নিষেধ।
আনেক সময় নানা নিরাপত্তার কারনে আমাদের USB PORT লক কড়তে হয়।
দুটা বা তিনটা পদ্ধতি অবলম্বন করলে আমরা তা করতে পারি।
তো পদ্ধতি গুলি একটু দেখি। চিত্র দেখলে আপনারা বুঝে যাবেন।
MY COMPUTER-যা রাইট ক্লিক করুন-MANAGE-এ ক্লিক করুন
নিচের মত চিত্র পাবেন।
manegar
                     

 

                                                                 এবার DEVICE MANEGER-এ ক্লিক করুন।
এরপর ডানপাশে UNIVERSAL SERIAL BUS CONTROLLERS-এ ক্লিক করুন 
  ৬টা USB পোর্ট দেখতে পাবেন।
যে পোর্টটা বন্ধ করবেন তার ওপর ডবল ক্লিক করুন।
এ রকম উইন্ডো পাবেন।
vicdejlk;l'p
দেখুন উইন্ডোটির নিচের দিকে DEVICE USAGE অপশন পাবেন।
ওখানে USE THIS DEVICE(ENABLE) করা আছে।
এবার ড্রপ ডাউন লিস্ট থেকে (DISABLE) করে দিন।ব্যস কাজ শেষ।
কোনও কেউ না জানলে কানেক্ট করতে পারবে না।
 অনেকই জানেন তবুও দিলাম হয়ত কারও নাও জানা থাকতে পারে।
বন্ধুরা COMMENT করে উৎসাহ দিন।
ঃঃঃঃঃঃঃঃঃঃসবাইকে ধন্যবাদঃঃঃঃঃঃঃঃঃ


গ্রাফিক্স,সাউন্ড ড্রাইভার, প্রিন্টার্স, মোডেম, ইথারনেট, সাউন্ড, ইউএসবি, কীবোর্ড,সহ সকল ব্র্যান্ডের ড্রাইভার ডাউনলোড সাইটের তালিকা দিলাম(যারা জানেন না শুধু তাদের জন্য)

আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যাবহার করি প্রতিনীয়ত আমাদের কোন না কোন ড্রাইভার হয়ত থাকেনা বা থাকলে ও সেটা মেসিং বা সঠিক ভাবে কাজ করেনা
এবং অনেকের থাকেই না, তখন আমরা নেটে বা ভিবিন্ন জনের কাছে সেটা খুজতে খুজতে হয়রান হয়ে যাই, বা সঠিক ব্র্যান্ড অথবা মডেলের পাইনা, তাই আমি
আপনাদের জন্য সব ব্রান্ডের এবং সব ড্রাইভার এর কিছু ওয়েভ সাইট সংগ্রহ করে দিলাম আশা করি অনেকে উপকৃত হবেন লিংক গুল থেকে আপনার ব্র্যান্ড এবং
মডেল দেখে ডাউনলোড করতে পারবেন
List Of 30 Driver Sites:
1. http://www.errorforum.com/driver-downloads/
2. http://drivers.softpedia.com
3. http://www.driverguide.com
4. http://www.driverzone.com
5. http://www.opendrivers.com
6. http://www.totallydrivers.com
7. http://www.windrivers.com/
Video/graphics drivers:
1. http://www.errorforum.com/driver-downloads/
2. http://www.nvidia.com/content/drivers/drivers.asp
3. http://www.ageia.com/products/drivers.html
4. http://www.ati.com/support/driver.html
5. http://www.tv-cards.com/drivers.php
6. http://www.microsoft.com/windows/directx/default.aspx
Sound Drivers:
1. http://us.creative.com/support/downloads/
2. http://www.hp.com/country/us/en/support.html
3. http://www.xfxforce.com/web/support/drivers.jspa
4. http://support.asus.com/faq/faq.aspx
5. http://support.dlink.com/downloads/
6. http://www.lge.com/support/software.jsp
7. http://www.usa.canon.com/consumer/controll…ownloadIndexAct
8. http://support.lexmark.com/cgi-perl/select…cs=37:1:0:0:0:0
9. http://www.chaintechusa.com/tw/eng/Download/
10. http://www.msi.com.tw/program/support/driv…pt_dvr_list.php
11. http://www.biostar-usa.com/downloadmain.asp
12. http://www.razerpro.com/index.php?option=c…3&Itemid=27
13. http://www.abit-usa.com/downloads/
14. http://www.epson.ca/cgi-bin/ceStore/suppor…UseBVCookie=yes
15. http://www.machspeed.com/products.htm
16. http://www.linksys.com/servlet/Satellite?c…FVisitorWrapper
17. http://www.linksys.com/
এই লিখাটি প্রথম প্রকাশিত হয়েছে এই ব্লগে www.amarbhoban.tk
আল্লাহ্ হাফিজ

Windows 7 and Windows 8 ডুয়াল বুটিং

আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ এক পোস্ট। কিছুদিন আগে বাজারে এসেছে Windows 8. ইতোমধ্যে আমরা অনেকেই Windows 8 ব্যবহার করা শুরু করে দিয়েছি।তারপরও Windows 7 ব্যবহার করার প্রয়োজন হয়।তখন অগত্যা Windows 8 ফেলে দিয়ে আবার Windows 7 ইনস্টল দিতে হয়।এই ঝামেলা থেকে আপনাদের মুক্তি দিতে নিয়ে এসেছি কিভাবে দুটি উইন্ডোজ একই কম্পিউটারে ব্যবহার করবেন।
যা যা প্রয়োজনঃ
*১GHz প্রসেসর
*১জিবি র‌্যাম
*২০জিবি হার্ডডিস্ক।
প্রথম ধাপঃ Windows 8 এর জন্য নতুন ভলিউম/ড্রাইভ তৈরি করা
Start menu>right-click Computer> Manage> Disk Management
কয়েক সেকেন্ডের মধ্যে নিচের চিত্রের মত একটি উইন্ডো হাজির হবে।
Screenshot_3
এরপর Right Click Hard Disk>Shrink Volume
Screenshot_1
কিছুক্ষণের মধ্যে নিচের চিত্রের মত Shrink Volume একটি উইন্ডো হাজির হবে।
Screenshot_2
এখানেEnter the amount of space to shrink  in MB এর পরিমাণ ২০৪৮০MB বা ২০GB এর বেশি হতে হবে।
এরপর shrink এ ক্লিক করুন। এখন দেখুন একটি ড্রাইভ unallocated দেখাচ্ছে।
Screenshot_4
unallocated এর উপর Right Click >New Simple Volume>next>next
এরপর নিচের চিত্রের মত আসবে।
Screenshot_6
এখানে New label পরিবর্তন করে Windows 8 দিতে পারেন। এরপরNext> Finish এ ক্লিক করে ফরম্যাট করুন।ব্যস হয়ে গেল Windows 8 সেটআপ দেওয়ার জন্য নতুন ড্রাইভ।
দ্বিতীয় ধাপঃ
এবার কম্পিউটারে Windows 8 এর DVD প্রবেশ করান এবং Computer Restart দিন। এরপর DVD বুট করান এবং  নতুন Windows 8 ড্রাইভে Windows 8 ইনস্টল দিন।ইনস্টলেশন শেষ হলে কম্পিউটার রিস্টার্ট নিবে এবং নিচের চিত্র দেখতে পাবেন।
Screenshot_8
এখন আপনার ইচ্ছামত Windows 7 বা Windows 8 ব্যবহার করুন।
বিঃদ্রঃ যারা উইন্ডোজ ইনস্টল দিতে পারেন এই পোস্ট তাদের জন্য প্রযোজ্য।

পেন ড্রাইভে বহন যোগ্য সফটওয়্যারের মাধ্যমে এক ক্লিকেই জেনে নিন আপনার কম্পিউটার সিস্টেমের সকল ইনফরমেশন ( System Information Viewer )

আপনাকে শুভেচ্ছা জানাই। আমন্ত্রন জানাই আমার এই পোষ্টটি পড়ার জন্য।
সিস্টেম ইনফরমেশন ভিউয়ার (1)
আজকে আপনাকে খুব ছোট্ট একটি সফটওয়্যার গিফট করবো ।সফটওয়্যার টি আমার খুব প্রিয়। এটি আমার পেন ড্রাইভে সব সময় থাকে। আমি যখন কারও কম্পিউটারের ফুল সিস্টেম ইনফর্মেশন জানতে চাই, তখন জাস্ট তার পিসিতে আমার পেনড্রাইভ প্রবেশ করাই। পেন ড্রাইভের ভিতরের এই সফটওয়্যারটা তে একটা ডাবল ক্লিক করি। ব্যাস এক ক্লিকেই তার পিসির সমস্ত তথ্য আমার সামনে ভেসে ওঠে।  উইন্ডোজের ডিফল্ট ভাবে, সিস্টেম ইনফরমেশন বেশি কিছু জানার কোন উপায় নাই। তার জন্য ব্যবহার করতে হয় থার্ড পার্টি অন্যকোন সফটওয়্যার এর। তাই এই কাজের জন্য অত্যন্ত পারদর্শি কিন্তু সাইজে খুব ছোট সেই সফটওয়্যারটি আপনার জন্য শেয়ার করলাম। এর নাম System Information Viewer . এখানে একটি কথা বলে দেই যে সফটওয়্যারটি কোন ইন্সটলেশনের দরকার নাই। জাস্ট একটা ডাবল ক্লিক করবেন আর সকল তথ্য দেখতে পারবেন। যদি অন্য কোন বন্ধুর কম্পিউটারের ইনফরমেশন দেখতে চান, তাহলে সফটওয়্যারটি পেন ড্রাইভে নিন, আর যে কম্পিউটারের ইনফরমেশন দেখতে চান সে কম্পিউটারে পেন ড্রাইভ টি প্রবেশ করে, সফটওয়্যারটিতে একটা ডাবল ক্লিক করুন।
সিস্টেম ইনফরমেশন ভিউয়ার
চলুন এক নজরে  দেখে নেই সফটওয়্যারটি দিয়ে কম্পিউটার সিস্টেমের কি কি তথ্য দেখতে পারবেন:
১.     Network and hardware info
২.     CPU info
৩.     PCI info
৪.     PCMCIA info
৫.     USB info SMBus info
৬.     SPD info
৭.     ACPI methods
৮.    Machine info
৯.     Hardware Sensors
১০.    Networked computers
১১.    Operating System Information and more…..
SIV নামক এই সফটওয়্যারটি তৈরী করা হয়েছে Windows 8, 7, Vista, XP, 2012, 2008, 2003, 2000 and NT4. Windows 95, 98 and Me অপরেটিং সিস্টেমের জন্য।
সিস্টেম ইনফরমেশন ভিউয়ার (2)
সবচেয়ে বড় বিষয় হলো সফটওয়্যারটি একদম ফ্রি। তাই কোন রকম ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটি নিচের লিংক হতে ডাউনলোড করুন।
ডাউনলোড লিংক: http://rh-software.com/
সফটওয়্যারটি যে কোম্পানী বানিয়েছে তাদের অরিজিনাল ওয়েব সাইটের ডাউনলোড লিংকই শেয়ার করলাম। তাই কোন ঝামেলা হবার কথা না।

আপনার পিসির USB পোর্টের সব কিছুর খুঁটিনাঁটি দেখুন এবং জানুন….

আসসালামু আলাইকুম,
আশা করি সকলেই ভালো আছেন। সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো। এখন কিছু দিন পর পর পোস্ট করছি। নেট প্যাকেজ জটিলতা থাকায় বিস্তারিত পোস্ট করতে পারছি না। এজন্য মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু তাই বলে পোস্ট করবো না, এটা কি হতে পারে! আমার পক্ষ থেকে যত দূর সম্ভব, অনেক কষ্টে টাকা যোগার করে নেট প্যাকেজ তুলে আপনাদের জন্য ছোট-খাটো পোস্ট করে চলেছি। এবং আগামীতেও করে যাবো। ইনশাল্লাহ।

পোস্ট: USB পোর্টের সব কিছুর খুঁটিনাঁটি দেখুন ( USB view-60KB )
USBPort

আজকে আপনাদের কাছে খুব ছোট কিন্তু কাজের একটি সফটওয়্যার নিয়ে এসেছি, USB view- শুধুমাত্র ৬০ KB. আপনার নানা কাজে খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার।আপনি ব্যাবহার করলেই এর সিস্টেম বোঝতে পারবেন। আজ হোক কাল হোক এটি আপনার অনেক কাজে লাগবে।

কার্যক্ষমতা–
*ইউএসবি পোর্টে কোন ডিভাইস লাগানো, কোনটির কি কাজ, সেটা চলছে কিনা এবং তার সকল history দেখতে পারবেন।
*আপনার usb পোর্ট বন্ধ-ওপেন করা। লাগানো ডিভাইস ইনেবল/ ডিসেবল করা।
*ইউএসবি ডিভাইস ভালো মত কাজ না করলে তা, fixing করা।
*আর অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে। যার প্রয়োজনীয়তা আপনি নিজেই বুঝবেন।

তাই দেরি না করে তাড়াতাড়ি DOWNLOAD করে নিন। (only 60KB)
index-2
http://www.mediafire.com/?w8032qhkwqmhsbq

ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করুন এবং আপনি নিচের ছবির মত দেখতে পাবেন—-
usbdeview
Capture

উপরের ছবির মত সকল কিছু জানতে এবং দেখতে পারবেন। আমার মনে হয় আজ অনেক বিস্তারিত লেখার প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই ডাউনলোড করার পর ওপেন করলেই বুঝতে পারবেন।

তবুও একতা গুরুত্বপূর্ণ information দিয়ে রাখলাম- আপনাদের বুঝতে উপকার হবে…

এক নজরে USB-view Icons এর সংকেত

The device is not connected.
The device is connected. It’s safe to physically unplug the device without disconnecting it.
The device is connected. You must disconnect the device from USBDeviewor from Windows “Safely Remove Hardware” option before you physically unplug it.
The device is disabled.

পাঠকগণদের আরেকটা কথাও বলে রাখি- ইউএসবি ৩.০(usb 3.0) নতুন ভার্সন পোর্টে এটি সাপোর্ট করে। তথা আপনারা ইউএসবি ৩.০ এ লাগানো ডিভাইস গুলো সহজেই দেখতে পারবেন।
ডাউনলোড লিঙ্কটা আবার দিলাম .:: মিস করলেই পস্তাবেন ::.
http://www.mediafire.com/?w8032qhkwqmhsbq

কি ভাবে মহা মূল্যবান wiki backlink পাবেন শধু মাত্র নবীনদের জন্য।

বর্তমানে আমাদের দেশে ইনটারনেট মার্কেটারের সংখ্যা অনেটাই বৃদ্ধিশীল।
সকল ইনটারনেট মার্কেটার এবং এই গ্রূপের সম্মানীত পাঠকদের সালাম জানিএ শুরু করছি এই গ্রুপে আমার প্রথম যাত্রা।
শুরুতেই বলে নিই এই লেখাটা শুধু মাত্র নবীনদের জন্যে। তাহলে শুরু করা যাক।
এখন আমি দেখাব কি ভাবে wiki পেজ গুলতে পোস্ট করে নিজের সাইটের জন্য Backlink তইরি করা যাই।
আমি এজন্য http://cyber.law.harvard.edu টাকে ডেমো দেখানর জন্য ব্যাবহার করবো।
১. প্রথমে http://cyber.law.harvard.edu/events/wiki/Special:SpecialPages যেতে হবে।
ওই পেজে গেলে অপরের ডান-ছাইডে login/create account অপশন দেখতে পাবেন।

এখন Create and account অপশন পাবেন অখানে ক্লিক করুন। ## ওল্লেখ্য কোন wiki পেজে যদি এখানে লেখা থাকে request an account ওখানে চেস্টা না করাই ভাল কারন ওতা এডমিন দ্বারা একাউন্টের অনুমুতি নিতে হবে যা আমি আপনি পাবো না।

এখন একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবেন ওটা পুরন করুন।
ফর্মটি পুরন করে সম্পাদান করলে আপনি অটো লগিন অবস্তাই চলে যাবেন। এখন আমাদের মুল কাজ করতে হবে আর এজন্য অপরে my talk অপশনে ক্লিক করতে হবে।
এখন create/+ ট্যাব-এ ক্লিক করেন। ## ## ওল্লেখ্য কোন wiki পেজে যদি এখানে এই ট্যাব না থাকে তাহলে keyboard থেকে shift+alt+n চাপুন তাহলেই হইএ যাবে।
এখন আপনি আপনার কাঙ্খিত লেখা পোস্ট করাতে পারবেন এবং আপনি এখানে anchor text ব্যাবহার করতে পারবেন। তবে এখানে html সাপোর্ট করে না তাই আপনি এখানে wiki code ব্যাবহার করতে হবে। যেমনঃ keyword এর বদলে [yoursiteurl keyword] এখানে শধুমাত্র url এর পরে একটা space দিয়ে ব্রাকেট শেষ করলেই হবে।
লেখা শেষ হলে Save বাটনে ক্লিক করেন।
এখন আপনি  move নামের একটা ট্যাব পাবেন ওটাতে ক্লিক করেন। ## ওল্লেখ্য কোন wiki পেজে যদি এখানে move ট্যাব না পান তাহলে keyboard থেকে Shift+alt+m চাপুন ওটাতে ও হবে।
এখন আপনাকে সবচেয়ে গুরুত্ত পূর্ণ কাজ করতে হবে আর সেটা হল আপনার পোস্ট এর টাইটেল পরিবর্তন করতে হবে।
Reason এর এখানে কিছু লেখা দরকার নাই। এখন আপনি আপনার পোস্ট টা দেখতে পারবেন আপনার শিরনাম সহ। ## ওল্লেখ্য আপনি যদি এখানে কোন প্রকার spam/pornography পোস্ট না করেন তাহলে এটা স্থায়ী ভাবে থেকবে।
এখন অনেকে বলতে পারেন যে কি ভাবে wiki page এর সন্ধান পাবো। অনলাইনে অনেক ফরাম আছে যেখানে আপনি  বড় বড় শিরনাম দেখতে পাবেন যেমন Unlimited wiki backlink, 10k wiki list ইত্যাদি ওই গুলা কতটা কাজের তা আমরা সবাই জানি। যাইহোক আমি এখন আপনাদের জাল মারা শেখাব এবং একটা ছেরা জাল দেব যেটা দ্বারা আপনি সব সময় মাছ মারতে পারবেন।
যে কেও Google এ যেয়ে এগুলা সার্চ দিলেই আপনি অনেক লিঙ্ক পাবেন যেখানে আপনি আপনার কাজ সাধন করতে পারবেন।
“site:pastebin.com” “wiki title=User:”
site:.edu “powered by mediawiki”
inurl:wiki site:.edu
site:.edu inurl:”special:userlogin”
site:.edu “This page was last modified on” inurl:wiki
site:.edu “main page” “random page” inurl:wiki
site:.edu “mediawiki” “This page was last modified on”
site:.edu “mediawiki” “This page has been accessed”
site:.edu “Log in / create account” inurl:index.php?title=Main_Page
allinurl:”.edu/wiki/index.php”
allinurl:”http://wiki.”
allinurl:”http://mediawiki.”
allinurl:”http://wikka.”
allinurl:”.edu/mediawiki/index.php”
allinurl:”.com/mediawiki/index.php”
allinurl:”.net/mediawiki/index.php”
allinurl:”.org/mediawiki/index.php”
allinurl:”.info/mediawiki/index.php”
allinurl:”.com/wiki/index.php”
allinurl:”.net/wiki/index.php”
allinurl:”.org/wiki/index.php”
allinurl:”.info/wiki/index.php”
এখানে আমি .edu ব্যাবহার করেছি আপনি আপনার ইচ্ছা মত Domain ব্যাবহার করতে পারেন।
তার পরে  ও কিছু লিস্ট আপনাদের সাথে সেয়ার করলাম এখানে থেকে নামিএ নিন।

IDM এর দুটি চরম tricks ……….

আমরা প্রায় সকলেই idm ( internet download manager ) এর সাথে পরিচিত । internet হতে কোন কিছু ডাউনলোড এর জন্য আমরা সাধারনত এই idm ব্যবহার করে থাকি । idm এর খুব সহজ ও কার্যকর দুটি tricks আপনাদের সাথে শেয়ার করব ।
প্রথম trick টি হচ্ছে ডাউনলোড schedular . এর দ্বারা আপনার ইচ্ছা মত একটার পর একটা file auto download হতে থাকবে । এর দ্বারা একটা ডাউনলোড শেষ হলে অপর একটি ফাইল অটো ডাউনলোড হওয়া শুরু হবে । আমরা সাধারনত যে net স্পীড পাই তাতে একসাথে কখনও দুটি ফাইল ডাউনলোড করা যায় না । এই sceheduar এর দ্বারা আপনার অনুপস্থিতিতেও একটি ডাউনলোড শেষ হলে অটো অপর ফাইল ডাউনলোড হওয়া শুরু হবে । এর জন্য আপনি যে যে ফাইল ডাউনলোড করবেন সে গুলো একটি একটি করে ডাউনলোড দিয়ে অল্পএকটু ( ইচ্ছামত ) ডাউনলোড হলে pause করুন ।
এবার idm open করে নিচের ছবির মত downlaods >scheduler এ ক্লিক করুন ।
Z
এবার উপরের files in the queue এ ক্লিক করুন । DOWNLOAD 1 file at the same time করে দিন । এবার নিচের apply button এ ক্লিক করুন । যে যে ফাইল pause করে রেখেছিলেন নিচে সেই ফাইল গুলো আসবে ।
sdaf
এবার একেবারে নিচে ছবির মত start now এ ক্লিক করুন ।
Capture
তা হইলে ঐ ফাইল গুলো উপর থেকে নিচে একটার পর একটা download হওয়া শুরু হবে ।
ফাইল এর উপর থেকে নিচে position change করার জন্য নিচের arrow বাটন use করতে পারেন । আমার দুটি tricks শেয়ার করার কথা ছিল কিন্তু আজ আর লিখতে ইচ্ছা করতিছে না । আমাকে মাফ করেন তবে কাল পরশুর মধ্যেই এই heading দিয়ে অপর tricks টি শেয়ার করব । ধন্যবাদ সবাইকে ।
আমার একটা movie related site আছে । সময় পাইলে ঘুরে আসতে পারেন ……

কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়াই লক করুন ফোল্ডার।।

আজ আপনাদের জানাবো কিভাবে  কোন সফটওয়্যার  ব্যবহার  বাদে ফোল্ডার লক করা যাই । এখন আসুন চেষ্টা করি সবাই।

  • প্রথমে আপনাকে একটি ফোল্ডার তৈরি করতে হবে। আপনার ইচ্ছা মত নাম দিতে পারেন তৈরি কৃত ফোল্ডারটির।
1
  • এখন ফোল্ডারটি খুলুন এবং আপনার মাউস এর রাইট বাটুন ক্লিক করুন। এবার New -> Text Document ক্লিক করুন।
2
  • এরপর Text Document খুলে নিচের টেক্সট অংশটি কপি করে Text Documentpaste করুন।

cls
@ECHO OFF
title Folder Private
if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p “cho=>”
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p “pass=>”
if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL
attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End


  • এখন টেক্সট এর  if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL, এর PASSWORD_GOES_HERE  – অংশে আপনার PASSWORD টি দিয়েদিন। যেমন ধরুন আপনার PASSWORD টি ১২৩৪৫৬৭ তখন if NOT %pass%== 1234567  goto FAIL এমন হবে ।

  • এখন সংরক্ষণ করুন locker.bat নামে। এটি করতে আপনাকে Save as type: এ  All Files (*.*). তে প্রথেমে পরিবর্তন করতে হবে।
3
  • এখন আপনার locker.bat ফাইলটি ওপেন করলে PASSWORD চাইবে। PASSWORD টি দিলে এটি ওপেন হবে  Private একটি ফোল্ডার নিয়ে । এখন আপনি ওই Private এর মধ্যে আপনার যেকোনো কিছুসংরক্ষণ করতে পারবেন ।  এটি আবার লক করতে  locker.bat ক্লিক করুন ও  Y চাপুন । ফোল্ডার টি আবার লক হয়ে গেছে।
4
  • এই ছিল সফটওয়্যার এর সাহায্য ছাড়াই ফোল্ডার লক করার পদ্ধতি ।।
5
  • যদি এটা আপনাদার উপকারে আসে তবে জানাবেন।

সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ক্লোন যেভাবে করবেন

আমরা ইন্টারনেট এর কথা ভাবতে গেলে প্রথমে তার সাথে সংযুক্ত হতে হবে। এর পর অন্য চিন্তা কারণ সংযোগ ছাড়া আপনি ইন্টারনেট ভূবনে ভ্রমন করতে পাবেন না। এই সংযোগগুলো আমাদের দেশে বিভিন্ন কোম্পানী বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে। তবে এরা এমবি এবং স্পিডে চুরি করে আমাদেরকে টকায়। যাক আলোচনায় আসি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নকল করা বা ক্লোন করা।
ব্রডব্যান্ড এর অফিসের লোকজন আপনার বাসায় অফিসে দোকানে কম্পিউটারে সংযোগ দিয়ে যায়। যা আপনি চাইলেও অন্য পিসি বা ল্যাপটপে এই সংযোগ ব্যবহার করতে পারবেন না। একমাত্র আপনার সংযুক্ত করা কম্পিউটার ছাড়া। কারণ কোম্পানী চায় তাদের একটা লাইন বা সংযোগ একটা ল্যাপটপ বা কম্পিউটারে চলুক। কিন্তু তাদের এ কিচ্ছা-কাহিনী কার ভাল লাগবে।
মনে করুন আপনার বাসায় বা অফিসে ব্রডব্যান্ড সংযোগ আছে। কিন্তু স্থাপন করা আছে CPU’র সাথে এখন আপনার হঠাৎ দরকার ল্যাপটপে এই সংযোগ ব্যবহার করা। কিন্তু এই লাইন খুলে সংযোগ দিলে কাজ হবে না। এরা আপনার কম্পিউটারের আইপি (IP) ও ম্যাক এড্রেস(MAC ADDRESS) এর সাথে সংযোগ দিয়ে গেছে। এতে অন্য ল্যাপটপ বা পিসিতে লাইন স্থাপন করলে নেট কানেকশন হবে না। বা মনে করেন আপনার ল্যাপটপে সংযোগ আছে এখন সেটি বিক্রি করেছেন এখন নতুন একটা ক্রয় করছেন। এতেই ঝামেলা বাধবে নেট কানেকশনে। তখন তাদের কাছে আবার যেতে হবে নতুবা আপনি নেট ব্যবহার করতে পারবেন না।
যাক এখন কাজের কথা কাজ শুরু করি কিভাবে তাদের লাইন নকল বা ক্লোন করা যায়। প্রথমে আপনাকে পূর্বে যে কম্পিউটারে ব্রডব্যান্ড এর লাইন সংযোগ আছে সেই কম্পিউটারের আইপি(IP) ও ম্যাক এড্রেস(MAC ADDRESS) বাহির করব এভাবে রান এ গিয়ে এই কমান্ডটি (CMD) সিএমডি লিখুন। এর পর একটা নিউ উইন্ডো আসবে। সেখানে  আপনি আবার এই কমান্ডটি লিখুন ( ipconfig/all ) এর পর আরেকটি নতুন উইন্ডো আসবে। যেখানে আপনি আইপি ও ম্যাক এড্রেস বা পিজিক্যাল এড্রেস পেয়ে যাবেন। ওহ একটা কথা বলা হয়নি ম্যাক এড্রেসকে পিজিক্যাল এড্রেসও বলে।
এখন সেখানে আপনি ম্যাক লেখা শব্দ না পেতে পারেন। পাবেন পিজিক্যাল এড্রেস ( Physical Address : 9C-93-F5-71-40-30) যাকে ম্যাক এড্রেস বলে ধরা হয়।
আর এটা হলো আইপি (IP Address : 90.43.387.3) এখন আপনার দরকার ম্যাক বা পিজিক্যাল এড্রেস দেখে একটি কাগজে লিখে রাখা। এবার কাজ শেষ আসুন আপনি যে ল্যাপটপ বা ডেস্কপটে সংযোগ দিবেন। এখন আপনার প্রথম কাজ হল পূর্বের কম্পিউটারে এভাবে Control panel যান এর পর Network and internet connections এ যান। তারপর Pic and control panel icon অপশন থেকে network connections ক্লিক করুন।
এখন  Lan or High speed internet অপশন থেকে Local area connection এ মাউসের ডান বাটনে ক্লিক করে Properties এ ক্লিক করুন। এর পর একটা নতুন উইন্ডে আসবে। এখানে দুইটা অপশন পাবেন General, Advanced। এখন  General অপশনের সাব অপশন Connect using  অপশন থেকে Configuretion এ ক্লিক। এর পর আরেকটি নতুন উইন্ডো আসবে। এখানে  Advanced অপশনে ক্লিক।
এখন দেখতে পাচ্ছেন বাম পাশের নিচে Property কলামে অনেকগুলো অপশন। এখানে খুঁজে বের করুন Locally administered Address বা Network Address এতে ক্লিক করুন। তার পর দেখুন ডান পাশের Value অপশনে দুইটা কলাম আসবে একটা খালি এবং অপরটি Not present এখন আপনি খালি ঘরের বিন্দুতে ক্লিক করুন । এখন আগে যে ম্যাক বা পিজিক্যাল এড্রেস লিখে রাখছিলে সেটার দরকার। খালি ঘরে ওই ম্যাক বা পিজিক্যাল এড্রেসটি হুবহুভাবে লিখুন ।
তার পর Ok  দিয়ে বের হয়ে আসুন। এখন আবার  Local area connection এ এসে Properties এ যান। General অপশন থেকে  This connection uses the following item থেকে internet protocol (TCP/IP) তে ডাবল ক্লিক। একটা নতুন উইন্ডো আসছে। এখন সেখানে use the following ip address এর বাম পাশের বিন্দুতে ক্লিক করুন।
তারপর আসবে টিক এভাবে ip address, subnet musk, default gateway, Preferred DNS server, altemate DNS server  এসব খালি ঘরে পূর্বের কম্পিউটারে টিক এভাবে গিয়ে দেখুন এই খালিঘরে বিভিন্ন নাম্বারে আইপিসহ অন্যান্য দরকারী সংখ্যা আছে। সেখানে যেভাবে আছে হুবহুভাবে আপনার নতুন ল্যাপটপ এর টিক এরকম খালি ঘরে উক্ত সংখ্যাগুলো লিখে ok  দিয়ে বের হয়ে আসুন । হা..হা… কেল্লা ফতে কাজ শেষ এবার নেট ব্যবহারের পালা । কাজটা সাবধানে করবেন কারণ ব্রডব্যান্ডের অফিস জানতে আইপি ব্লক করে দিবে । নেট সংযোগ হবে না। তবে এটা খুব কম ধরা পড়ে।
ব্রাউজার দিয়ে একটা পেজ লগইন করে দেখুন টিউনার পেজ। ওহ হ্যা বলা হয়নি একটা দরকারী কথা আপনার ল্যাপটপ বা ডেস্কপে অবশ্যই ল্যান সংযোগের সফটওয়ার সেটআপ দেওয়া থাকতে হবে । না হলে এভাবে কাজ করলেও হবে না।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More