আসসালামু আলাইকুম

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

ডেস্কটপের আইকন গুলো সিলেক্ট হয়ে থাকলে কি করবেন ??






হ্যা বন্ধুরা; অনেক সময় দেখা যায় ডেস্কটপের আইকন গুলো সিলেক্ট/ব্লক হয়ে যায়। অর্থাৎ আইকন গুলোর লেখার ব্যাকগ্রাউন্ড নীল বা আকাশী রং এর হয়ে আছে। সেখেত্রে এটা সমাধান করার কয়েকটি উপায় আমার কাছে আছে । চেষ্ট করে দেখুনতো কাজে লাগে কিনা ?
উপায় – ০১

> আপনার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করুন।

> কনটেক্স মেনু থেকে Arrange Icons By ক্লিক করুন।

> Lock Web Items on Desktop এ টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দিন।

এবার Refresh করে দেখুন।



উপায় – ০২

> আপনার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

> Desktop ট্যাব থেকে Customize Desktop বাটনে ক্লিক করুন।

> সেখান থেকে Web ট্যাবে ক্লিক করুন।

> সেখান থেকে My Current Home Page ছাড়া সকল কনটেক্স ডিলিট করে দিন।

> এবং My Current Home Page ও Lock desktop items এ টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দিন।

> এবার OK করুন > Ok……..

তার পর Refresh করে দেখুন।



উপায় – ০৩

> আপনার My Computer উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

> তারপর Performance সেকশন থেকে Settings এ ক্লিক করুন।

> সেখান থেকে Drop Shadows অপশনের টিক মার্ক তুলে দিন।



Ok করে Refresh করে দেখুন।

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

এবার নিচিন্তে যে কোন মডেম দিয়ে ব্লগিং করুন অথবা ব্লগ পড়ুন

বিসমিল্লাহির-রহমানীর-রাহিম
সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন।দোয়া করি, আপনি ভাল থাকেন এবং সুস্থ থাকুন এই কামনায় আজকে পোস্ট শুরু করছি।

সবার মনের ইচ্ছার জাগরণ হয় নিজের একটা ব্লগ হবে। কিন্তু যারা মডেম ব্যাবহার করে তারা ইচ্ছা থাকলেও ব্লগিং করতে পারবেন না, কারন আপনি www.blogger.com কোন ব্লগ পরতে পারবেন না।



না বলে কোন শব্দ নেই, তাই না কে হ্যাঁ করার জন্য এই পোস্ট।

আপনারা যারা মডেম ব্যাবহার করেন,

যেমনঃ

১.জিপি

২.সিটিসেল

৩.এয়ারটেল

৪.কিউবি

৫.বাংলা-লায়ন

আরও যদি থাকে………………

তারা খুব সহজে DNA অ্যাড্রেস পরিবর্তন করে মডেম দিয়ে ব্লগ সাইট ওপেন করতে পারবেন।
কিভাবে করবেন


উইন্ডোজ ৭ এর জন্যঃ

পথমে Control Panel থেকে Network and Internet এ যান।
এরপর “Local Area Connection” রাইট বাটন ক্লিক করে “properties” অন করুন।
Networking ট্যাব এ গিয়ে Internet Protocol Version 4 (TCP/IPv4) মার্ক করে Properties এ ক্লিক করুন।
ওখানে General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 অথবা 4.2.2.2 (যে কোন ১ টি ব্যাবহার করুন)
Alternate DNS server এর এখানে 4.2.2.5 অথবা 8.8.8.8 ( আগের মতোই যে কোন ১ টি ব্যাবহার করুন)
OK করে বের হয়ে আসুন।
সবশেষে ইন্টারনেট রি-কানেক্ট করুন।
এখানে ক্লিক করে দেখেন হইল কিনা



উইন্ডোজ এক্সপি জন্যঃ


1) পথমে Control Panel থেকে Network Connection এ যান।

2) ওখান থেকে একটিভ কানেকশনটির Properties এ ক্লিক করুন।

3) Networking ট্যাব এ গিয়ে Internet Protocol Version মার্ক করে Properties এ যান।

4) General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 অথবা 4.2.2.2 (যে কোন ১ টি ব্যাবহার করুন)

5) Alternate DNS server এর এখানে 4.2.2.5 অথবা 8.8.8.8 ( আগের মতোই যে কোন ১ টি ব্যাবহার করুন)

6) OK করে বের হয়ে আসুন।

7) এবার ইন্টারনেট রি-কানেক্ট করুন।
এখানে ক্লিক করে দেখেন হইল কিনা

মাঝে মাঝে এই নিয়ম কাজ করে না।
আবারও না, আবার বাঁকা পথ ব্যাবহার করি।
বাঁকা পথের জন্য প্রক্সি ব্যাবহার করতে হবে।
প্রক্সি সাইটে যেকোনো ব্লগের “URL” অ্যাড্রেস লিখে “GO” দিলে আশা করি ঐ ব্লগ ওপেন হবে।এইরকম অনেক প্রক্সি সাইট আছে।
একটা প্রক্সি সাইট ফ্রী দিলাম। “Now click go fast


এবার নিচিন্তে যে কোন মডেম দিয়ে ব্লগিং করুন অথবা ব্লগ পড়ুন

বিসমিল্লাহির-রহমানীর-রাহিম
সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন।দোয়া করি, আপনি ভাল থাকেন এবং সুস্থ থাকুন এই কামনায় আজকে পোস্ট শুরু করছি।

সবার মনের ইচ্ছার জাগরণ হয় নিজের একটা ব্লগ হবে। কিন্তু যারা মডেম ব্যাবহার করে তারা ইচ্ছা থাকলেও ব্লগিং করতে পারবেন না, কারন আপনি www.blogger.com কোন ব্লগ পরতে পারবেন না।



না বলে কোন শব্দ নেই, তাই না কে হ্যাঁ করার জন্য এই পোস্ট।

আপনারা যারা মডেম ব্যাবহার করেন,

যেমনঃ

১.জিপি

২.সিটিসেল

৩.এয়ারটেল

৪.কিউবি

৫.বাংলা-লায়ন

আরও যদি থাকে………………

তারা খুব সহজে DNA অ্যাড্রেস পরিবর্তন করে মডেম দিয়ে ব্লগ সাইট ওপেন করতে পারবেন।
কিভাবে করবেন


উইন্ডোজ ৭ এর জন্যঃ

পথমে Control Panel থেকে Network and Internet এ যান।
এরপর “Local Area Connection” রাইট বাটন ক্লিক করে “properties” অন করুন।
Networking ট্যাব এ গিয়ে Internet Protocol Version 4 (TCP/IPv4) মার্ক করে Properties এ ক্লিক করুন।
ওখানে General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 অথবা 4.2.2.2 (যে কোন ১ টি ব্যাবহার করুন)
Alternate DNS server এর এখানে 4.2.2.5 অথবা 8.8.8.8 ( আগের মতোই যে কোন ১ টি ব্যাবহার করুন)
OK করে বের হয়ে আসুন।
সবশেষে ইন্টারনেট রি-কানেক্ট করুন।
এখানে ক্লিক করে দেখেন হইল কিনা



উইন্ডোজ এক্সপি জন্যঃ

1) পথমে Control Panel থেকে Network Connection এ যান।

2) ওখান থেকে একটিভ কানেকশনটির Properties এ ক্লিক করুন।

3) Networking ট্যাব এ গিয়ে Internet Protocol Version মার্ক করে Properties এ যান।

4) General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 অথবা 4.2.2.2 (যে কোন ১ টি ব্যাবহার করুন)

5) Alternate DNS server এর এখানে 4.2.2.5 অথবা 8.8.8.8 ( আগের মতোই যে কোন ১ টি ব্যাবহার করুন)

6) OK করে বের হয়ে আসুন।

7) এবার ইন্টারনেট রি-কানেক্ট করুন।
এখানে ক্লিক করে দেখেন হইল কিনা

”খুব সহজ এ আপনার দাগ পড়া সিডি এর ডাটা উদ্ধার করুন”

সাধারনত নানা কারনে অনেক সময় আমাদের CD/DVD তে দাগ পড়ে যায় ,যার ফলে অনেক দরকারী ডাটা হারিয়ে যায়, তো আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যারের পরিচয় করিয়ে দিবো যা আপনার দাগ পড়া CD/DVD থেকে নষ্ট হওয়া ডাটা ফিরিয়ে আনতে পারবেন….software টা অ েনক কাজের তা আপনারা কাজ কর েলই বুঝ েত পারবেন।
মাত্র ৪১৭ Kb …
”’download করুন”’

সময় বাঁচাতে দ্রুত কম্পিউটার সাট ডাউন সহ অন্যান্য কাজ করতে পারেন নিমিষে

কম্পিউটার দ্রুত সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, স্ট্যান্ড বাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্ট করতে চান? তাহলে এখান থেকে এই QSD নামের মাত্র 508 KB এর সফটওয়্যারটি ডাউনলোড করে Extract করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ইন্সটল শেষে ডান দিকে নিচে Quick Shut Down নামের আইকন পাবেন। তাতে ডাবল ক্লিক করলে দ্রুত আপনার কম্পিউটার সাট ডাউন হয়ে যাবে। আর আপনি যদি সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, স্ট্যান্ড বাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্ট করতে চান, তাহলে আইকনের উপর রাইট বাটন ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন


এখান থেকেও আপনি উপরোক্ত কাজ গুলি করতে পারেন। তাছাড়া আপনি যদি সর্ট কার্ট কি তৈরি করে দ্রুত এ অপশন গুলির কাজ সমাধা করতে চান। তবে উপরের চিত্রের Option এ ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন। এখানে আপনি সর্ট কার্ট কি তৈরি করে নিতে পারেন।



যেমন সাট ডাউন দেয়ার জন্য রেডিও বাটনে ক্লিক করুন এবং কারসার রেখে Crtl চেপে S দিয়ে সাট ডাউনের জন্য সর্ট কার্ট কি তৈরি করে নিন। দেখুন Crtl+S চাপলেই আপনার কম্পিউটার দ্রুত সাট ডাউন হয়ে যাবে। এভাবে আপনি সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, স্ট্যান্ড বাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্ট এর সর্ট কার্ট কি তৈরি করে দ্রুত আপনি আপনার কাজ সমাধা করতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

ফেসবুক এর নতুন জালা থেকে একটু মুক্তি হন

দুই দিন পর পর ফেসবুক এর নতুন নতুন জ্বালা নতুন নতুন রুপ । আর এই রুপ গুলো দেখে মন মেজাজ যা খারাপ হচ্ছে বলার বাইরে । আরে বাবা কে কার সাথে ফ্রেন্ড করলো, কে কাকে লাইক দিল , কে ট্যাগ দিল, কে কমেন্ট দিল এগুলো দিয়ে হোম পেজ একদম ভর্তি । ফেসবুক এ ঢুকলেই এগুলো দেকতে কি আর ভাল লাগে । আবার কিছু দিন আগে চ্যাঁট পাল্টালো ।
তাই আপনারা যদি চান তাহলে আপনি আপনার ফেসবুক এর অনেক কিছু হাইড করে রাখতে পারবেন এই অ্যাড- অন এর মাধ্যমে । আরও অনেক কিছু পাল্টাতে পারবেন ।



আপনি অ্যাড-অন টি ডাউনলোড করলে দেখবেন প্রথমে উপরের দিকে নতুন এক অপশন এসেছে । ওখানে চাপ দিলেই আপনি যা যা চান তা করতে পারবেন সুধু টিক দিবেন আর কিছুই করতে হবে না ।

* ফেসবুক এডিট করার অ্যাড অন ডাউনলোড করতে এখানে চাপ দিন

( মজিলা, অপেরা, গুগল ক্রম সব গুলো তেই করতে পারবেন )



* ফেসবুক এর চ্যাঁট আগের মত আনতে চাইলে এখানে চাপ দিন

নতুন নতুন কিছু অ্যাড করে ফেসবুক মনে করছে সবাই ফেসবুক কেই ভাল ভালবাসবে কিন্তু না সে আরও ভুল করছে আমার মতে । আর এর মধ্যেই গুগল+ উপড়ে চলে যাচ্ছে ।

”খুব সহজেই পরিবর্তন করুন আপনার কম্পিউটারের ড্রাইভ আইকন”

এর মাধ্যমে আপনর কম্পিউটারের ড্রাইভ আইকন পরিবর্তন করতে পারবেন । আশা করি আপনাদের ভাল লাগবে।
এর ওজন ও খুবই সামান্য মাত্র 1 m.b…




download

কি চান নাকি ফ্রী ? তা হলে দেরি না করে এখনি করে ফেলুন !

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি । আমি আজ একটা সাইট আপনাদের সাথে শেয়ার করছি । যে সাইট এ রেজিস্ট্রেশান করলে আপনি সাথে সাথে পাবেন ফ্রী ৳১ ডলার বোনাস । শুধু তাই না এই ৳১ ডলার এ লাভ হিসাবে আপনাকে প্রতিদিন দাওয়া হবে ৳০.০১ সেন্ট করে ।

সাইট টি মুলত একটা ইনভেস্টমেন্ট সাইট । তবে আপনি যদি আমেরিকান হন তা হলে আপনি এখান থাকে $৫০০০ ডলার পর্যন্ত লোন নিতে পারবেন ।

এখানে আপনি যা টাকা জমা রাখবেন তার ওপর ১% লাভ আপনাকে দাওয়া হবে। মানে আপনি যদি ১০০ ডলার জমা রাখেন তা হলে আপনি প্রতিদিন পাবেন ১ ডলার । আর মজার বিষয় হোল আপনার জমা রাখা টাকা আর লাভ এর টাকা আপনি যে কোন সময়ই তুলে নিতে পারেন এর জন্য আপনাকে অপেক্ষা করতে ।

তাই পরীক্ষা করার জন্য হলেও এখানে একবার রেজিস্ট্রেশান করুন । কারন এখানে রেজিস্ট্রেশান করলে আপনি সাথে সাথে পাবেন ফ্রী ৳১ ডলার বোনাস । শুধু তাই না এই ৳১ ডলার এ লাভ হিসাবে আপনাকে দাওয়া হবে ৳০.০১ সেন্ট । যা আপনি চাইলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট এ withdraw করতে পারবেন । তা হলে বুঝতে পারবেন যা এ সাইট টাকা দেয় কি না । তবে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার Liberty Reserve অনলাইন ব্যাংক এ একটা অ্যাকাউন্ট থাকতে হবে । আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তা হলে নিচের ব্যানার থাকে রেজিস্ট্রেশান করে নিন । এর তার পরে ইনভেস্টমেন্ট সাইট টি তে রেজিস্ট্রেশান করুন । এর উপভোগ করুন instant টাকা Withdraw এর মজা ।

Liberty Reserve হোল Alertpay , paypal এর মতো একটা অনলাইন ব্যাংক যা বাংলাদেশ এ জনপ্রিয় একটা অনলাইন ব্যাংক তাই Liberty Reserve এ রেজিস্ট্রেশান করতে নিচের লিংক এ ক্লিক কর


আর ইনভেস্টমেন্ট সাইট টিতে রেজিস্ট্রেশান করতে নিচের লিংক এ ক্লিক করুন ।


ধন্যবাদ সবাইকে ।

ছবি স্কেচ করতে চান? আর নয় অনলাইন কিংবা অন্য কোন মাধ্যম।

ছবি স্কেচ করতে চান? আর নয় অনলাইন কিংবা অন্য কোন মাধ্যম। আপনার হাতের কাছে নিয়ে এলাম Photo Sketch Maker 1.32 নামের পোর্টেবল সফটওয়্যার মাত্র 944 KB ডাউনলোড করুন ও উপভোগ করুন। ডাউনলোড করার পর আপনি rar ফাইল পাবেন যা আপনাকে Extract করতে হবে। আর পেয়ে যাবেন কাংখিত Photo Sketch Maker 1.32 port.exe ফাইলটি। তাতে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন। আসুন দেখে নেয়া যাক এটা দিয়ে কিভাবে কাজ করবেন।


Open থেকে আপনি যে ছবিটি স্কেচ করতে চান তা নির্ধারণ করুন।
color সিলেকশন করুন।
color সিলেকশন করুন
উজ্জলতা কম বেশী করে নিতে পারেন।
Save করে নিতে পছন্দ করুন নির্দিষ্ট স্থান এবং Save করুন।
এভাবে আপনি পছন্দ মত, সাদা কালো অথবা যে কোন কালারে ছবিকে স্কেচে রুপান্তর করে নিতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করুন এই লিংক থেকে।সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

জেনে নিন ফেসবুকে আপনার ক্রমিক নম্বর!

আস্সালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন।আশা করছি ভাল আছেন।
আজ যে বিষয়ে লিখছি তা খুবই সাধারণ বিষয়।অনেকেই জানেন।আবার কেউ জানেন না।যারা জানেন না তাদের জন্যই লেখা।আমরা সাধারনত নতুন স্কুলে ভর্তি হলেই ক্রমিক নং পাই।তেমনি আপনি ফেসবুকে ভর্তির (!) পর ক্রমিক নম্বর পেয়েছেন।সেই ক্রমিক নম্বর টি কত?আমাদের প্রত্যেকের প্রোফাইল লিংক এমন “www.facebook.com/username” থাকে সাধারনত।আপনার ইউজার নেমটি সেট করার আগে ইউজার নেম এর জায়গায় একটি সিরিয়াল নম্বর ছিল।এবং প্রোফাইল লিংক ছিল এমন “http://www.facebook.com/pr​ofile.php?id=xxxxxxxx” (অনেকের এখনো এমনই আছে ইউজার নেমটি সেট না করায়)এটাই আপনার ফেসবুকের ক্রমিক নং।যেমন আমার ক্রমিক নম্বর হচ্ছে 1335493871 (লিংক: http://www.facebook.com/profile.php?id=1335493871 )।এবং আপনার আগে অথবা পর পরই ফেসবুকে কে ভর্তি হল তাও জানতে আপনার সম্পূর্ণ নাম্বার এর সামনের অথবা শেষের একটি সংখ্যা কমিয়ে/বাড়িয়ে নিন।প্রোফাইল দেখতে পারবেন।যদি Error বা Not found আসে,বুঝবেন প্রোফাইল টি Deactive/Hidden/Blocked করা আছে।যেমন আমার পরের জন যিনি আছেন তার আইডি Deactive/Hidden/Blocked থাকায় দেখা যায়না।কিন্তু আগের জন হচ্ছেন Laetitia Jost Sillis নামের একজন ড্যানিশ নারী।
আপনার ক্রমিক নম্বর টি যেভাবে পাবেন:আপনার প্রোফাইল পিকচার এর এ্যালবাম এ যান।Address বার এ লিংক এ দেখুন এমন Address লিখা আছে https://www.facebook.com/media/set/?set=a.1607059859807.119517.1335493871&type=1 (এটা আমার প্রোফাইল পিকচার এর এ্যালবাম Address )
এখানে শেষের “1335493871&type=1″ এ “1335493871″ হচ্ছে আমার ক্রমিক নম্বর।
একইভাবে আপনি বের করতে পারবেন আপনার ক্রমিক নম্বরটি।
তাহলে দেরি না করে এখনই জেনে নিন ফেসবুকে আপনার ক্রমিক নম্বর!
ধন্যবাদ সবাইকে।

বর্তমান কালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিং এর প্রায়২১০০টাকা মূল্যের বই a_brief_history_of_timeডাউনলোড করুন ফ্রি ফ্রি ফ্রি!!!

বর্তমান কালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছেন স্টিফেন হকিং ।স্টিফেন হকিং মূলত তার অবিস্মররণীয় বই A_Brief_History_Of_Time এর জন্য বেশী খ্যাত।এই বই এ তিনি BIGBANG সম্পর্কে দিয়েছেন যুক্তিমূলক তত্ত্ব।
এই মহান বিজ্ঞানী বর্তমানে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবনযাপন করছেন।
তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করবেন।
এবার আসুন ডাউনলোড করে নিই এই মহান বিজ্ঞানীর সেই বইটি।।
DOWNLOAD NOW
এই মহামূল্যবান বইটি সকলেই DOWNLOAD করবেন এবং বিজ্ঞানী হচ্ছেন স্টিফেন হকিং এর জন্য দোয়া করবেন বলে আশা করছি।

google chrome silent version ডাউনলোড করুন


আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও ভাল আছি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম google chrome silent version. সুধু মাত্র এটির উপর ডাবল ক্লিক করলেই এটা ১ মিনিট এর মধ্যে ইন্সটল হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবেনা।ডাউনলোড করার জন্য এই Link এ ক্লিক করুন।

portable google chrome

ইন্টারনেট ব্রাউজিং এর জন্য Google Chrome একটি দারুন সিম্পল ব্রাউজার। আমার Firefox দিয়ে ব্রাউজ করতে সবচেয়ে ভাল লাগে তবে অনান্য ব্রাউজার যেমন অপেরা,ফ্লোক এগুলিকেও ব্যাবহার করে থাকি।আমাদের মধ্যে বেশির ভাগই নেট ব্রাউজিং এর জন্য একটি ব্রাউজারে চিপকে থাকে।এর মেইন রিসন ব্রাউজার ইনস্টলেশন। আমি পিসিতে যে সমস্ত ব্রাউজার গুলি ইউস করে থাকি তা সবই পোর্টবেল ভার্সন। এখন বেশ কিছুদিন ধরে পোর্টবেল Google Chrome ব্যবহার করছি। পোর্টবেল হবার কারনে ইনস্টলেশনের কোন ঝামেলা নেই ফলে অফিস এবং ঘরে দুজায়গাতেই ব্যাবহার করতে পারছি।ব্লগের ভিসিটরদের মধ্যে কারও ভাল লগলে ইউস করে দেখতে পারেন।

ডাউনলোড

যে সব কম্পিউটারের mother board এর সিডি নাই
Double Driver হচ্ছে একটি ফ্রী-ওয়্যার যার মাধ্যমে কম্পিউটারের ইনস্টল থাকা সমস্ত ড্রাইভারগুলির ব্যাকআপ নিয়ে রাখা যায়।নতুন পিসি নিলে তার সঙ্গে পাওয়া যায় ড্রায়ভার সিডি যেটি ইনস্টলেশনের পর কাজে লাগে।এছাড়া কম্পিউটার ব্যাবহার করার সময় অনেক ড্রাইভার ইনস্টল করতে হয়।কোন কারনে পিসিকে নতুন করে ইনস্টল করলে এই ড্রাইভারগুলিকেও আবার ইনস্টল করতে হয়। Double Driver এর মাধ্যমে এই সমস্ত ড্রাইভারগুলির ব্যাকআপ নিয়ে রাখা যাবে যা কম্পিউটার নতুন করে ইনস্টল করার পরে এগুলিকে আবার রিস্ট্রোর করা যাবে।

Double Driver রান করার পরে Scan ট্যাবে ক্লিক করলেই পিসিতে থাকা সমস্ত ড্রাইভারগুলিকে পাওয়া যাবে।এখানে ইচ্ছামত ড্রাইভার সিলেক্ট করে বা সমস্ত ড্রাইভারগুলিকে সিলেক্ট করে Backup ট্যাবে ক্লিক করে ড্রাইভারগুলির ব্যাকআপ নেওয়া যাবে।

ব্যাকআপ নেওয়া কমপ্লিট হলে Device Drivers নামের ফোল্ডারটি usb বা সিডিতে ভরে রাখা যাবে,কম্পিউটারে আবার ড্রাইভারগুলি রিস্ট্রোর করার দরকার হলে Device Drivers ফোল্ডারটির ভিতরে থাকা Double Driver আইকনটিতে ক্লিক করে রিস্ট্রোর করা যাবে।

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

Mausam (2011) Full Hindi Movie Free Download

||Mausam (2011) [*Movie*]||

Mausam (2011) Full Hindi Movie Free Download

|||Download Via Resumable 140MB Parts||
Mediafire: Part-1 | Part-2 | Part-3 | Part-4
Password:worldfree4u.com



এরকম মেইল পেয়ে প্রতারিত হবেন না !!!
আজ হঠাৎ করে মেইল খুলে দেখি এই রকম একটি মেইল এসেছেঃ

কেউ এসব প্রতারণায় বিশ্বাস করবেন না। এরকম মেইল আপনার কাছে আসা অতি স্বাভাবিক ব্যাপার। তাই, সাবধান থাকবেন। সবাইকে ধন্যবাদ।

আজ আপনাদের দিব 15 টি গুগল ব্লগার থিমস
আজ আপনাদের দিব 50 টি গুগল ব্লগার থিমস….যা গুগল ব্লগ কে আরো আকর্ষনীয় করে তুলবে….

..ব্লগ করতে কার না মন চাই..

...আসুন ব্লগ শিখি এবং নিজের প্রতিভা অন্যের কাছে বিকাশিত করি...

বেছে বেছে দিলাম



1.Download

2.Download

3.Download

4.Download

5.Download

6.Downlaod

7.Download

8.Download

9.Download

10.Download


আগামী তে আরো দিব .....

সফটওয়্যার বাগ : কারণ, প্রতিকর ও পরিনিতি

বাগ হলো কমপিউটার প্রোগ্রাম বা সিস্টেমের ভুলত্রুটি বা খুঁত, যা সফটওয়্যারের প্রত্যাশিত ফল পেতে বাধাগ্রস্ত করে। আবার কখনও কখনও এমন ফল প্রদর্শন করে, যা প্রত্যাশিত ফলের সাথে কোনো মিল পাওয়া যায় না। আবার কখনও প্রত্যাশিত ফল এলেও প্রোগ্রাম সোর্সকোডে এমন কিছু সমস্যা থাকে, এর ফলে দীর্ঘ মেয়াদে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। মূলত তিনটি বিশেষ কারণে এ ধরনের সফটওয়্যারের বাগ সৃষ্টি হয়। ০১. প্রোগ্রামারদের মাধ্যমে, ০২. আর্কিটেকচারাল ডিজাইনে ও ০৩. প্রোগ্রামের সোর্সকোড থেকে। তবে এর কম্পাইলারের মাধ্যমে খুব কম ভুলই সংঘটিত হয়।

অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারে বাগের জন্য অনেক প্রতিষ্ঠানকে প্রতিবছর বড় রকমের ক্ষতির মুখোমুখি হতে হয়, এর হাজারো উদাহরণ দেয়া সম্ভব। তবে এই লেখায় সফটওয়্যার বাগ, টুল এবং এর কৌশলগত দিক নিয়ে কিছু তথ্য উল্লেখ করা হলো। একই সাথে বিভিন্ন সময়ে সংঘটিত বড় ধরনের ক্ষতির দিকসমূহ তুলে ধরা হলো। এতে প্রোগ্রামাররা তাদের কাজের প্রতি আরও বেশি যত্নবান ও মনোযোগী থাকবেন।

১৯৬২ সাল। অনেক গবেষণার পর নাসার গবেষকেরা মেরিনার-১ নামের নভোযানটি মঙ্গলগ্রহের উদ্দেশে পাঠানোর সব ধরনের প্রস্ত্ততি শেষ করেন। কিন্তু উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিটের মধ্যে বহনকারী রকেটটি ধ্বংস হয়ে যায়। বিপর্যয়পরবর্তী গবেষণায় দেখা যায়, যে ত্রুটির জন্য এ বিপর্যয় সংঘটিত হয়, তা খুবই সামান্য। তবে ক্ষতির পরিমাণ অকল্পনীয়। প্রোগ্রামে এ ধরনের ভুল যে খুবই ধ্বংসাত্মক, তা বলার অপেক্ষা রাখে না। আর যা ঘটেছিল প্রোগ্রাম এরর তথা বাগের কারণে।

গবেষকেরা দেখতে পান প্রোগ্রামাররা যে প্রোগ্রাম লিখেছেন সেখানে বেগ পরিমাপক কোড হিসেবে ‘R’ ব্যবহার করা হয়। মূলত এটি হবে ‘R’ (বার)। ‘R’ হচ্ছে সাধারণ বেগ পরিমাপক কোড, কিন্তু ‘R’ হচ্ছে সুষম পরিমাপক কোড। প্রোগ্রামাররা ভুলবশত ‘R’-এর মাথার ওপর একটি দাগ (হাইফেন) ভুল করে ব্যবহার করেন। আর এই দাগটি একটি মহামূল্যবান হাইফেন হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।

ইতিহাসের আরেকটি দুর্ঘটনা ঘটে ১৯৯৮ সালে খুব ছোট ভুলের জন্য। Mars Climate Orbiter সফলভাবে মঙ্গলগ্রহে অবতরণের অপেক্ষায়। কিন্তু মঙ্গলগ্রহের বায়ুমন্ডলে প্রবেশ করার সাথে সাথে ধ্বংস হয়ে যায় নভোযানটি। অনুসন্ধানে বেরিয়ে আসে, এর অভ্যন্তরীণ বিভিন্ন কাজের সমন্বয়ের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেখানে ‘English units’ (পাউন্ড সেকেন্ড)-এর পরিবর্তে ‘Metric units’ (নিউটন সেকেন্ড) ব্যবহার করা হয়।

একথা নিঃসন্দেহে বলা যায়, ওপরের দুটি ভুল খুব সামান্য হলেও এর জন্য ক্ষতির পরিমাণ অনেক বেশি। আর এর প্রতিটিই ঘটেছে সফটওয়্যার বাগের জন্য। মহাকাশ গবেষণায় এই সামান্য ভুলের জন্য প্রতিষ্ঠানের ৩২৭.৬ মিলিয়ন ডলারের প্রজেক্ট এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়। একথা সত্য, সময়ের পরিবর্তনের সাথে সাথে সফটওয়্যারের কোডিং ও পরীক্ষা-নিরীক্ষাপ্রযুক্তি উন্নত হয়েছে। ভুলও হচ্ছে। আর বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হচ্ছে যথারীতি।

এই উদাহরণটি মনোযোগ দিয়ে খেয়াল করলে একটি ছোট ভুল পাওয়া যাবে।

if ((scale !=0.0) || (scale !=1.0))
imageSize /= scale;

এর অর্থ হচ্ছে, যদি স্কেলের মান 0.0 অথবা 1.0-এর সমান না হয়, তবে স্কেল ফ্যাক্টর অনুসারে ইমেজ রিসাইজ করে। এই লজিকটিতে আসল ভুল হচ্ছে বুলিয়ান প্রকাশ পদ্ধতির। এখানে অথবা (OR)-এর পরিবর্তে এবং (AND) হওয়া উচিত ছিল। উল্লিখিত শর্তে ভুল থাকলেও প্রোগ্রামটি ঠিকই কাজ করছে, তবে দুটি শর্ত একই সাথে মানা হয়নি। খুবই সাধারণ এ ভুল কোড ফাংশনের জন্য ঘটেনি এ কথা সবাই বুঝতে পারবেন। এরকম হাজারো ভুল পাওয়া যাবে প্রোগ্রামারদের সোর্সকোডে। এখন প্রশ্ন হচ্ছে, এর জন্য কী করা যেতে পারে?

এনআইএসটি তথা ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের জন্য প্রস্ত্তত করা আরটিআইয়ের এক গবেষণা তথ্য থেকে জানা যায়, প্রতিবছর সফটওয়্যার বাগ তথা প্রোগ্রাম বা সিস্টেমের ভুলভ্রান্তির কারণে ৫৯.৫ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়।

আমাদের অনেক সময় বাগ দূর করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারের ওপর পুরোপুরি নির্ভর করা কোনো মতেই ঠিক নয়। আর এটি কখনই সবশেষ বা নির্ভরযোগ্য সমাধান হতে পারে না। বিশ্বখ্যাত কমপিউটার বিজ্ঞানী Dijkstra-র মতে, ‘program testing can be used to show the presence of defects, but never their absence.’ সুতরাং একথা নিশ্চিত করে বলা যায়, কোনো প্রোগ্রাম দিয়ে সফটওয়্যার পরীক্ষা-নিরীক্ষা করার পর এটি আপাতদৃষ্টিতে বাগমুক্ত মনে হলেও এর মধ্যে সমস্যা থাকবেই। একথা সত্য, অনেক প্রতিষ্ঠানই তাদের প্রোগ্রামিংয়ে বাগ দূর করার জন্য সফটওয়্যারনির্ভর পরীক্ষা-নিরীক্ষাকে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকে। এমনকি এসব প্রতিষ্ঠান কোডিংয়ের বাগ দূর করার জন্য যে পরিমাণ অর্থ খরচ করে থাকে তা সফটওয়্যারের তৈরির খরচের প্রায় অর্ধেক। সক্রিয় এসব পরীক্ষা-নিরীক্ষার ওপর নির্ভর না করে প্রথম থেকেই সফটওয়্যারের পরীক্ষণ, পর্যালোচনা ও ডিবাগিংয়ের দিকটি খুব গুরুত্বসহকারে খেয়াল রাখা দরকার।

তাহলে কী সফটওয়্যার টেস্টিংয়ের পদ্ধতির ওপর অধিক নির্ভর করা কোনোমতেই ঠিক নয়? একটি বড় ধরনের সফটওয়্যার স্বাভাবিক নিয়মে পরিপূর্ণভাবে পরীক্ষা করা কতটা সম্ভব? তাহলে কীভাবে সফটওয়্যারের বাগ সমস্যার সমাধান সম্ভব?

এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত হচ্ছে, সফটওয়্যার বাগ সমস্যা দূর করার জন্য কোনো সফটওয়্যার টেস্টিং পদ্ধতির ওপর সম্পূর্ণ নির্ভর করা মোটেও উচিত নয়। বাগ সমস্যার অধিক ও কার্যকর ফল পাওয়ার জন্য কোড রিভিউ বা স্বাভাবিক পরীক্ষণ ও পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা সবচেয়ে ভালো। এ পদ্ধতি অনুসরণ করে ডেভেলপমেন্টের প্রতিটি স্তর যথা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আর্কিটেকচার ডিজাইন, কোডিং প্রতিটি স্তর পর্যবেক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে একজন প্রোগ্রাম লিখবে, অন্যজন সেগুলো পর্যালোচনা করবে, যা বাগ দূর করার জন্য এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। এই পদ্ধতিতেই সবচেয়ে বেশি সফলতা পাওয়া সম্ভব।

একথা সত্য, সম্পূর্ণ বাগমুক্ত কোনো সফটওয়্যার তৈরি করা অসম্ভব। তবে আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করে থাকি তা মোটামুটি বাগমুক্ত বলে ধরে নেয়া হয়।

তথ্যসূত্র : ইন্টারনেট

এক ক্লিকেই সাবমিট করুন আপনার ওয়েব সাইটের লিংক ২৫০০ টি সাইটে
সবাই কেমন আছেন ।আশা করি ভালই আছেন । আজকে আমি একটি গুরুত্বপূর্ন সাইটের লিংক দিব ,যে সাইট দিয়ে আপনি এক ক্লিকেই ২৫০০ সাইটে আপনার সাইটের লিংক সাবমিট করতে পারবেন ।


আবার অনেকে সফটওয়ার কিনেও ব্যাকলিংক বা সাইট সাবমিটের কাজ করে থাকেন ।আর আমিও ব্যবহার করে দেখেছি যে আমার সাইট টি ১ দিনে সার্চ ইন্জনে এড হয়ে গেছে ।তো চলুন দেখা যাক কিভাবে সাইটের এড্রেস সাবমিট করবেন ।প্রথমে এই লিংকে যান তারপর একটু নিচে খেয়াল করে দেখুন ৩ টি বক্স আছে ।ওই খানে আপনার সাইটের ঠিকানা দিন, নিচের লাইনে আপনার কিওয়ার্ড দিন তারপর নিচের লাইনে আপনি কয়টি সাইটে এড করবেন তা সিলেক্ট করে সাবমিট এ ক্লিক করে মজা দেখুন ।

তো আজকের মতো ভালো থাকুন ।

DOEL Laptop is going to be launched on 9th october !!!
Laptop & netbook DOEL is going to be launched on 9th october, 2011 !!!

3 models of netbook and one model of laptop will be available as par the current
decision.

Configuration:


DOEL Primary
----------------
10.0" LCD Panel
(1024*600)
VIA 8650 800MHz
512 MB RAM
Integrated 0.3 MP
Webcam
WiFi 802.11b/g
10/100M Ethernet LAN
(RJ-45)
2 USB 2.0
SD Slot for Max 32 GB
Google Android
Integrated
DOEL Basic
--------------
10.1" (1024*600)
WXGA LED Backlit
Intel® ATOM
Processor N455
1.66GHz
Intel NM 10 Express
Chipset.
Intel ® GMA 3150
(Integrated) Graphics.
1GB DDR3
HITACHI/TOSHIBA
SATA 250 GB HDD
Integrated 1.3 MP
Webcam
802.11 bg/n
10/100M Ethernet LAN
(RJ-45)
3 USB 2.0
Linux Based OS
Price: Approximately
TK12,000-14,000
DOEL Standard
------------------
12.1" (1360*768)
WXGA LED Backlight
Intel® ATOM
Processor N470
1.83GHz
Intel NM 10 Express
Chipset.
Intel ® GMA 3150
(Integrated) Graphic
2GB DDR3
SATA 320GB HDD
Integrated 1.3 MP
Webcam
802.11 bg/n
10/100M Ethernet LAN
(RJ-45)
3 USB 2.0
Linux Based OS
DOEL Advanced
-------------------
14" (1366*768) WXGA
LED Backlight
Intel® Pentium P6200
2.13 GHZ Processor
Intel HM55 Chipset
2GB DDR3
SATA 320GB HDD
DVD Writer
( Samsung )
Integrated 1.3 MP
Webcam
802.11 bg/n
10/100M Ethernet LAN
(RJ-45)
3 USB 2.0
Linux Based OS
Price: Approximately
TK25,000-28,000

Chat With Facebook Friends By Mobile
Are you using mobile now? Missing the facebook friends because of your unable to chat with them without your PC? Now read this article to know how to chat with facebook by mobile.

Solution 1:

Download 'bolt' browser and install it into your mobile phone. Visit www.boltbrowser.com for download it.

Solution 2:

Download 'ebuddy' from www.ebuddy.com

Solution 3:

Download 'nimbuzz' from www.nimbuzz.com in your mobile.

Solution 4:

Download 'shmessanger'. Go to www.getjar.com type 'shmessanger' and search for it.

After downloading any of them from above application list, open it and sign in to facebook and start Chatting with your facebook friend by your mobile!


If you need any help just comment here.

How To Make Free Call

Want to Make Free call? Just read this article to make free call.

Which number you can call?
Ans- All international number all over the country.
You can make PC-PC, PC-Mobile, Mobile-PC free call?

Requarments :
PC- It work on All PC. A headphone to talk.
Mobile- Symbian v3 or v5.

Download the software for your mobile and PC from www.nimbuzz.com

Install it and open it. Type the number where you want to call.

Condition-
It, Nimbuzz have to install in both calling side.

If you have any question comment here.

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

About Bermuda grass

দুর্বা ঘাসের পরিচিতি-
প্রচলিত নাম- দুর্বা ঘাস
ইউনানী নাম- দুর্বা / দুব
আয়ুর্বেদিক নাম-দুব
ইংরেজী নাম- Bermuda grass, Dove grass.
বৈজ্ঞানিক নাম- Cynodon dactylon Pers.
পরিবার- Poaceae (Gramineae)
দুর্বা ঘাসে যে সমস্ত রাসায়নিক উপাদান আছে- টারপিনয়েড যৌগ যেমন অরুনডেইন, লুপিনোন ইত্যাদি বিদ্যমান। এছাড়া দু্রবা ঘাসে প্রোটিন কার্বোহাইড্রেট ও বেশ কিছু অর্গানিক এসিড পাওয়া যায়।
দুর্বা ঘাস সাধারণত রক্তক্ষরন, কেটে যাওয়া বা আঘাত জনিত রক্তপাত, অতিরিক্ত ঋতুস্রাব, বমন, চুল পড়া, চর্ম রোগ, দন্তরোগ ও আমাশয়ে কার্যকরী।
রোগ অনুযায়ী এর ব্যবহার পদ্ধতি-
• কেটে যাওয়া বা আঘাত জনিত রক্তক্ষরনে দুর্বা ঘাস সামান্য পানি মিশিয়ে পিষে কাটা স্থানে বেধে দিলে রক্তপাত বন্ধ হয়ে যায়। কাটা স্থান দ্রুত জোড়া লাগে এবং শুকিয়ে যায়। তবে এ ক্ষেত্রে দুর্বার শিকড় ব্যবহার করলে বেশী উপকার পাওয়া যায়।
• চুল পড়া রোগের জন্য একটি পাত্রে এক লিটার নারিকেল তেল মৃদু তাপে জ্বাল করে ফেনা দুর করে নিতে হবে। তারপর দুর্বার ঘাসের টাটকা রস ২০০ মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে পুনরায় জ্বাল দিয়ে চুলা হতে নামিয়ে ছেঁকে টা সংরক্ষণ করতে হবে। প্রতিদিন গোসলের ১ ঘন্টা আগে ঐ তেল চুলে মাখতে হবে। নিয়মিত২-৩ মাস প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে।
• বমি ভাব বন্ধের জন্য দুর্বা ঘাসের রস ২-৩ চামচ ১ চা চামচ চিনি সহকারে ১ ঘন্টা পর পর খেতে হবে, বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে।
• অধিক ঋতুস্রাব রোগের জন্য দুর্বা ঘাসের রস ২-৩ চামচ প্রতিদিন মধু সহ ৩-৪ বার খেতে হবে। এভাবে ১০-১৫ দিন খেলে উপকার পাওয়া যাবে।
• আমাশয় রোগের জন্য দুর্বা ঘাসের রস ২-৩ চামচ ডালিম পাতা কিংবা ডালিমের ছালের রস ৪-৫ চামচ মিশিয়ে প্রতিদিন ৩-৪ বার খেতে হবে। এভাবে ১০-১৫ দিন খেলে আমাশয় ভাল হয়ে যাবে।
তো বন্ধুরা দেখলেন তো আমাদের আনাচে কানাচে জন্ম নেয়া দুর্বা ঘাসের কত ঔষধি গুণাবলী। প্রয়োজনে এর ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্ত। অন্য কোন দিন বাংলাদেশে পাওয়া যায় এমন কোন উদ্ভিদ নিয়ে আপনাদের সামনে হাজির হব তার বিভিন্ন গুনাগুন নিয়ে, ততদিন আপনারা সকলে ভাল থাকুন ও সুস্থ্য থাকুন। সকলকে ধন্যবাদ। ভাল লাগলে মন্তব্য করতে কার্পণ্য করবেন না।

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

অস্থায়ী ইমেইল ঠিকানা

অনেক সময় অস্থায়ী ইমেইল ঠিকানার প্রয়োজন হয়। বিশেষ করে কোথাও রেজিষ্ট্রেশন বা ভোট করতে যদি ইমেইলে কনফরমেশন বা এ্যাকটিভিশন মেইলের প্রয়োজন হয়। এছাড়াও নিরাপত্তার কারণে কিছূ সাইটে নিজের মেইল ঠিকানা ব্যবহার করা যায় না।
এজন্য আপনারা ব্যাবহার করতে পারেন অস্থায়ী ইমেইল ঠিকানা,এমনই একটি অস্থায়ী মেইল সেবাদানকারী সাইট হচ্ছে http://www.yopmail.com ।এই সাইট এ যেয়ে আপনি Random Email Address এ ক্লিক করে তৈরি করতে পারবেন অসংখ্য অস্থায়ীইমেইল ঠিকানা,কোন পাসওয়ার্ড লাগবেনা।পরবর্তীতে অস্থায়ী ইমেল এর মেইল জানতে Check Inbox এর ঘরে আপনার মেইল আইডিটি লিখে Enter প্রেস করুন।

স্থায়ীভাবে মুছে ফেলুন হাডডিক্সের তথ্য

অনেক সময় পিসি বা হাডডিক্স বিক্রির দরকার হতে পারে। এ অবস্থায় আপনি আপনার ব্যক্তিগত তথ্যগুলো অবশ্যই মুছে ফেলবেন। কিন্তু তারপরও কিন্তু একটা চিন্তা থেকে যায় ফাইল রিকভার হওয়ার। এই চিন্তা দূর করতে আপনার ব্যাবহার করতে পারেন ৯ মেগাবাইটের ফ্রি ও পোর্টেবল এই সফটওয়্যারটি। ডাউনলোড করতে চাইলে এখনে ক্লিক করুন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More