আসসালামু আলাইকুম

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

আপনার কম্পিউটারকে Apple Mac এর মত করে ফেলুন খুব কম সময়ে।

আসসালামু আলাইকুম। পিসিহেল্পলাইন বিডির সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।এটি একটি skin pack।এটি শুধু উইন্ডোজ ৭ এ সাপোর্ট করে।এই skin pack দিলে কম্পিউটার অনেক ফাস্ট হয়।আমি নিজে ব্যবহার করছি কম্পিউটার অনেক ফাস্ট আর ব্যবহার করে অনেক মজা পাছছি।প্রথমে ডাউনলোড করবেন।পরে ডাউনলোড হলে ইন্সটল করবেন ইন্সটল করর সময় দেখবেন ৩ টা ফাইল আসবে যদি টিক থাকে তাহলে ঠিক আছে।যদি না থাকে তাহলে দিয়ে দিবেন। ইন্সটল হয়ে গেলে কম্পিউটার রিস্টাট করবেন।ব্যাছ হয়ে গেল।এরপর নিচের মত আসবে।তখন দেখবেন Apple Mac এর মত হয়ে গেছে। যাদের ৩২ বিট তারা ৩২ বিট ডাউনলোড করবেন।আর যাদের ৬৪ বিট তারা ৬৪ বিট ডাউনলোড করবেন।
আরও দেখতে চায়লে ও আরও ডাউনলোড লিঙ্ক চায়লে এখানে যেতে পারেনঃ http://filehunk.com/glass-skin-pack-1-0-for-windows-7-x86x64/

ও আর একটা কথা x86 মানে ৩২বিট x64 মানে ৬৪ বিট।
নামঃ Glass Skin Pack 1.0 for Windows 7 x86/x64 


Screenshot:
ডাউনলোড ৩২ বিট
ডাউনলোড ৬৪ বিট

ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন। আগামী দিন হাজির হব নতুন কোন কিছু নিয়ে, ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ফুরতিতে থাকবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More