আসসালামু আলাইকুম

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

আসুন Winrar দিয়ে ফাইল বা ফোল্ডার Split আর Join করি।

ইনশাল্লাহ সবাই ভাল আছেন। ফাইল বা ফোল্ডার Split (একটি ফাইল বা ফোল্ডার কে একাধিক ভাগে বিভক্ত করা) এবং  Join (একাধিক ভাগে বিভক্তিত ফাইল গুলো থেকে মূল ফাইল তৈরি করা) করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি, কিন্তু পিসিতে Winrar থাকলে এটা দিয়েই Split & Join করতে পারি খুব সহজে। এ জন্য অবশ্যই পিসিতে Winrar ইন্সটল করা থাকতে হবে। যাদের নেই তারা Winrar ডাউনলোড করে ইন্সটল করুন।

আসুন তাহলে শুরু করিঃ আমি দুই ভাগে, প্রথম ভাগে Split আর দ্বিতীয় ভাগে Join করা দেখাব।

কিভাবে Split করবোঃ
মনে করুন আপনি ২২৮ মেগাবাইটের ফাইল প্রত্যেকটা পার্ট ৫০ মেগাবাইট করে করবেন। মেগা বাইট কে বাইটে কনভার্ট করতে হবে। তাহলে (৫০X১০২৪X১০২৪) মেগাবাইট = ৫২৪২৮৮০০ বাইট।
এবার যে ফাইল বা ফোল্ডার Split করবেন সেটাতে রাইট বাটন ক্লিক করে “Add to archive…” এ ক্লিক করুন। আর্কাইভ ফরম্যাট RAR বা ZIP যে কোনটা রাখতে পারেন। “Split to volumes, bytes” এখানে গুনফল (৫২৪২৮৮০০) লিখে “OK” বাটনে ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করলে দেখতে পাবেন কিছু ফাইল তৈরি হয়েছে যাদের ফাইলের নামের সাথে *.part1, *.part2 … … … যুক্ত হয়েছে।

কিভাবে Join করবোঃ
Split করা সব ফাইল গুলোকে একটি লোকেশানে রাখতে হবে। যে ফাইলের নামের সাথে *.part1 সংযুক্ত আছে সেটাতে রাইট ক্লিক করে “Extract Here” এ ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করলে মূল ফাইল টা দেখতে পাবেন।

ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More