আসসালামু আলাইকুম

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

একটি ছোট সফটওয়্যার দিয়ে তৈরি করুন মনের মত ইমেজ

“বিসমিল্লাহির রহমানির রাহিম”
“পরমকরুনাময় আল্লাহর নামে শুরু করছি”
অনেক দিন পর লিখছি, আশারাখছি ভালো লাগবে, তবে যাদের নিকট এই মজার জিনিসটি নেই তাদের জন্যই আমার এই বিশেষ উপহার।
আপনারা পুর্বে ছবিকে বিভিন্ন স্টাইল দিয়েছেন বিভিন্ন ওয়েব সাইট দিয়ে। এবার আমি আপনাদের উপহার দিব , একটি সুন্দর সপ্টায়ার, এটি এতই মজার যে আপনি সুন্দর সুন্দর ইমেজ তৈরি করবেন আপনার নিজের ছবি দিয়ে। এই সফটওয়্যারটির নাম ফটো সাইন।সুতরাং খুব সহজে বিভিন্ন স্টাইলে নিজের ছবিকে তৈরি করে ফেলুন।


এবার এটি ডাইনলোড করতে এখানে ক্লিক করুন।

এবার ইনস্টল করে নিন কোন ঝামেলা ছাড়াই। ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করুন।
এবং  আপনার পচ্ছন্দনীয় ছবিটি প্রথমে সিলেক্ট করুন,এবং  আপনার পচ্ছন্দনীয় স্টাইলটি সিলেক্ট করুন।
এবার কাজ শেষ,

এরকম বিভিন্ন স্টাইল পাবেন








0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More