আসসালামু আলাইকুম

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

Key সাহায্যে Windows 8 and Windows 7 অরজিনাল Windows করে নিন।

আসসালামু আলাইকুম। পিসিহেল্পলাইন বিডির সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।আমাদের দেশে কয়জন আবার অরজিনাল উইনন্ডোজ ব্যবহার করেন। আমাদের মধ্য কই জন আছে যারা অরজিনাল Windows ক্রয় করতে পারবে। অরজিনাল উইন্ডোজ ব্যবহার করে মজাই আলাদা।আমি যে key দেব তা প্রায় ১৫০০০০ key আছে।আপনার যত ইচ্ছে নিতে পারেন।আমাদের দেশের বাজারে অনেক Windows এর সিডি পাওয়া যায় যেগুলো কোনটা Active আর কোনটা Active থাকে না তাই যারা Un Active Windows ব্যবহার করেন তাদের আবার অনেক সমস্যা  ১মাস  সময়কাল থাকে।তখন আবার উইন্ডোজ দিতে হয়।এখন উইন্ডোজ দেয়ার সময় key দিয়ে অরজিনাল করে নিতে পারবেন। ব্যাছ সমস্যা সমাধান হয়ে যাবে।
নামঃ 150,000 thousand key Windows 8 and Windows 7



এই সাইট এ আরও সকল অ্যান্টি-ভাইরাস  এর key আছে। আমি আপনাদের আগেই বলেছি এই সাইট সব কিছু পাবেন। এই জন্য সাইটা আমার খুব ভাল লাগে। সাইটা দেখে আসবেন।এ সাইট এ প্রয়জনীয় সব পাবেন ভাল ভাল সফটওয়্যার আপডেট করে থাকে।আমার পাছন্দের  software সাইট ।এখন আপনাদের কেমন লাগবে জানিনা ।তাই শেয়ার করলাম ।এ হলো সাইট…… http://filehunk.com/150000-thousand-key-windows-8-and-windows-7/
ডাউনলোড
ডাউনলোড
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More