আসসালামু আলাইকুম

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

ডেস্কটপের আইকন গুলো সিলেক্ট হয়ে থাকলে কি করবেন ??






হ্যা বন্ধুরা; অনেক সময় দেখা যায় ডেস্কটপের আইকন গুলো সিলেক্ট/ব্লক হয়ে যায়। অর্থাৎ আইকন গুলোর লেখার ব্যাকগ্রাউন্ড নীল বা আকাশী রং এর হয়ে আছে। সেখেত্রে এটা সমাধান করার কয়েকটি উপায় আমার কাছে আছে । চেষ্ট করে দেখুনতো কাজে লাগে কিনা ?
উপায় – ০১

> আপনার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করুন।

> কনটেক্স মেনু থেকে Arrange Icons By ক্লিক করুন।

> Lock Web Items on Desktop এ টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দিন।

এবার Refresh করে দেখুন।



উপায় – ০২

> আপনার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

> Desktop ট্যাব থেকে Customize Desktop বাটনে ক্লিক করুন।

> সেখান থেকে Web ট্যাবে ক্লিক করুন।

> সেখান থেকে My Current Home Page ছাড়া সকল কনটেক্স ডিলিট করে দিন।

> এবং My Current Home Page ও Lock desktop items এ টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দিন।

> এবার OK করুন > Ok……..

তার পর Refresh করে দেখুন।



উপায় – ০৩

> আপনার My Computer উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

> তারপর Performance সেকশন থেকে Settings এ ক্লিক করুন।

> সেখান থেকে Drop Shadows অপশনের টিক মার্ক তুলে দিন।



Ok করে Refresh করে দেখুন।

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

এবার নিচিন্তে যে কোন মডেম দিয়ে ব্লগিং করুন অথবা ব্লগ পড়ুন

বিসমিল্লাহির-রহমানীর-রাহিম
সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন।দোয়া করি, আপনি ভাল থাকেন এবং সুস্থ থাকুন এই কামনায় আজকে পোস্ট শুরু করছি।

সবার মনের ইচ্ছার জাগরণ হয় নিজের একটা ব্লগ হবে। কিন্তু যারা মডেম ব্যাবহার করে তারা ইচ্ছা থাকলেও ব্লগিং করতে পারবেন না, কারন আপনি www.blogger.com কোন ব্লগ পরতে পারবেন না।



না বলে কোন শব্দ নেই, তাই না কে হ্যাঁ করার জন্য এই পোস্ট।

আপনারা যারা মডেম ব্যাবহার করেন,

যেমনঃ

১.জিপি

২.সিটিসেল

৩.এয়ারটেল

৪.কিউবি

৫.বাংলা-লায়ন

আরও যদি থাকে………………

তারা খুব সহজে DNA অ্যাড্রেস পরিবর্তন করে মডেম দিয়ে ব্লগ সাইট ওপেন করতে পারবেন।
কিভাবে করবেন


উইন্ডোজ ৭ এর জন্যঃ

পথমে Control Panel থেকে Network and Internet এ যান।
এরপর “Local Area Connection” রাইট বাটন ক্লিক করে “properties” অন করুন।
Networking ট্যাব এ গিয়ে Internet Protocol Version 4 (TCP/IPv4) মার্ক করে Properties এ ক্লিক করুন।
ওখানে General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 অথবা 4.2.2.2 (যে কোন ১ টি ব্যাবহার করুন)
Alternate DNS server এর এখানে 4.2.2.5 অথবা 8.8.8.8 ( আগের মতোই যে কোন ১ টি ব্যাবহার করুন)
OK করে বের হয়ে আসুন।
সবশেষে ইন্টারনেট রি-কানেক্ট করুন।
এখানে ক্লিক করে দেখেন হইল কিনা



উইন্ডোজ এক্সপি জন্যঃ


1) পথমে Control Panel থেকে Network Connection এ যান।

2) ওখান থেকে একটিভ কানেকশনটির Properties এ ক্লিক করুন।

3) Networking ট্যাব এ গিয়ে Internet Protocol Version মার্ক করে Properties এ যান।

4) General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 অথবা 4.2.2.2 (যে কোন ১ টি ব্যাবহার করুন)

5) Alternate DNS server এর এখানে 4.2.2.5 অথবা 8.8.8.8 ( আগের মতোই যে কোন ১ টি ব্যাবহার করুন)

6) OK করে বের হয়ে আসুন।

7) এবার ইন্টারনেট রি-কানেক্ট করুন।
এখানে ক্লিক করে দেখেন হইল কিনা

মাঝে মাঝে এই নিয়ম কাজ করে না।
আবারও না, আবার বাঁকা পথ ব্যাবহার করি।
বাঁকা পথের জন্য প্রক্সি ব্যাবহার করতে হবে।
প্রক্সি সাইটে যেকোনো ব্লগের “URL” অ্যাড্রেস লিখে “GO” দিলে আশা করি ঐ ব্লগ ওপেন হবে।এইরকম অনেক প্রক্সি সাইট আছে।
একটা প্রক্সি সাইট ফ্রী দিলাম। “Now click go fast


এবার নিচিন্তে যে কোন মডেম দিয়ে ব্লগিং করুন অথবা ব্লগ পড়ুন

বিসমিল্লাহির-রহমানীর-রাহিম
সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন।দোয়া করি, আপনি ভাল থাকেন এবং সুস্থ থাকুন এই কামনায় আজকে পোস্ট শুরু করছি।

সবার মনের ইচ্ছার জাগরণ হয় নিজের একটা ব্লগ হবে। কিন্তু যারা মডেম ব্যাবহার করে তারা ইচ্ছা থাকলেও ব্লগিং করতে পারবেন না, কারন আপনি www.blogger.com কোন ব্লগ পরতে পারবেন না।



না বলে কোন শব্দ নেই, তাই না কে হ্যাঁ করার জন্য এই পোস্ট।

আপনারা যারা মডেম ব্যাবহার করেন,

যেমনঃ

১.জিপি

২.সিটিসেল

৩.এয়ারটেল

৪.কিউবি

৫.বাংলা-লায়ন

আরও যদি থাকে………………

তারা খুব সহজে DNA অ্যাড্রেস পরিবর্তন করে মডেম দিয়ে ব্লগ সাইট ওপেন করতে পারবেন।
কিভাবে করবেন


উইন্ডোজ ৭ এর জন্যঃ

পথমে Control Panel থেকে Network and Internet এ যান।
এরপর “Local Area Connection” রাইট বাটন ক্লিক করে “properties” অন করুন।
Networking ট্যাব এ গিয়ে Internet Protocol Version 4 (TCP/IPv4) মার্ক করে Properties এ ক্লিক করুন।
ওখানে General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 অথবা 4.2.2.2 (যে কোন ১ টি ব্যাবহার করুন)
Alternate DNS server এর এখানে 4.2.2.5 অথবা 8.8.8.8 ( আগের মতোই যে কোন ১ টি ব্যাবহার করুন)
OK করে বের হয়ে আসুন।
সবশেষে ইন্টারনেট রি-কানেক্ট করুন।
এখানে ক্লিক করে দেখেন হইল কিনা



উইন্ডোজ এক্সপি জন্যঃ

1) পথমে Control Panel থেকে Network Connection এ যান।

2) ওখান থেকে একটিভ কানেকশনটির Properties এ ক্লিক করুন।

3) Networking ট্যাব এ গিয়ে Internet Protocol Version মার্ক করে Properties এ যান।

4) General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 অথবা 4.2.2.2 (যে কোন ১ টি ব্যাবহার করুন)

5) Alternate DNS server এর এখানে 4.2.2.5 অথবা 8.8.8.8 ( আগের মতোই যে কোন ১ টি ব্যাবহার করুন)

6) OK করে বের হয়ে আসুন।

7) এবার ইন্টারনেট রি-কানেক্ট করুন।
এখানে ক্লিক করে দেখেন হইল কিনা

”খুব সহজ এ আপনার দাগ পড়া সিডি এর ডাটা উদ্ধার করুন”

সাধারনত নানা কারনে অনেক সময় আমাদের CD/DVD তে দাগ পড়ে যায় ,যার ফলে অনেক দরকারী ডাটা হারিয়ে যায়, তো আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যারের পরিচয় করিয়ে দিবো যা আপনার দাগ পড়া CD/DVD থেকে নষ্ট হওয়া ডাটা ফিরিয়ে আনতে পারবেন….software টা অ েনক কাজের তা আপনারা কাজ কর েলই বুঝ েত পারবেন।
মাত্র ৪১৭ Kb …
”’download করুন”’

সময় বাঁচাতে দ্রুত কম্পিউটার সাট ডাউন সহ অন্যান্য কাজ করতে পারেন নিমিষে

কম্পিউটার দ্রুত সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, স্ট্যান্ড বাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্ট করতে চান? তাহলে এখান থেকে এই QSD নামের মাত্র 508 KB এর সফটওয়্যারটি ডাউনলোড করে Extract করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ইন্সটল শেষে ডান দিকে নিচে Quick Shut Down নামের আইকন পাবেন। তাতে ডাবল ক্লিক করলে দ্রুত আপনার কম্পিউটার সাট ডাউন হয়ে যাবে। আর আপনি যদি সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, স্ট্যান্ড বাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্ট করতে চান, তাহলে আইকনের উপর রাইট বাটন ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন


এখান থেকেও আপনি উপরোক্ত কাজ গুলি করতে পারেন। তাছাড়া আপনি যদি সর্ট কার্ট কি তৈরি করে দ্রুত এ অপশন গুলির কাজ সমাধা করতে চান। তবে উপরের চিত্রের Option এ ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন। এখানে আপনি সর্ট কার্ট কি তৈরি করে নিতে পারেন।



যেমন সাট ডাউন দেয়ার জন্য রেডিও বাটনে ক্লিক করুন এবং কারসার রেখে Crtl চেপে S দিয়ে সাট ডাউনের জন্য সর্ট কার্ট কি তৈরি করে নিন। দেখুন Crtl+S চাপলেই আপনার কম্পিউটার দ্রুত সাট ডাউন হয়ে যাবে। এভাবে আপনি সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, স্ট্যান্ড বাই, হাইবারনেট, মিডিয়া ড্রাইভ ইজেক্ট এর সর্ট কার্ট কি তৈরি করে দ্রুত আপনি আপনার কাজ সমাধা করতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

ফেসবুক এর নতুন জালা থেকে একটু মুক্তি হন

দুই দিন পর পর ফেসবুক এর নতুন নতুন জ্বালা নতুন নতুন রুপ । আর এই রুপ গুলো দেখে মন মেজাজ যা খারাপ হচ্ছে বলার বাইরে । আরে বাবা কে কার সাথে ফ্রেন্ড করলো, কে কাকে লাইক দিল , কে ট্যাগ দিল, কে কমেন্ট দিল এগুলো দিয়ে হোম পেজ একদম ভর্তি । ফেসবুক এ ঢুকলেই এগুলো দেকতে কি আর ভাল লাগে । আবার কিছু দিন আগে চ্যাঁট পাল্টালো ।
তাই আপনারা যদি চান তাহলে আপনি আপনার ফেসবুক এর অনেক কিছু হাইড করে রাখতে পারবেন এই অ্যাড- অন এর মাধ্যমে । আরও অনেক কিছু পাল্টাতে পারবেন ।



আপনি অ্যাড-অন টি ডাউনলোড করলে দেখবেন প্রথমে উপরের দিকে নতুন এক অপশন এসেছে । ওখানে চাপ দিলেই আপনি যা যা চান তা করতে পারবেন সুধু টিক দিবেন আর কিছুই করতে হবে না ।

* ফেসবুক এডিট করার অ্যাড অন ডাউনলোড করতে এখানে চাপ দিন

( মজিলা, অপেরা, গুগল ক্রম সব গুলো তেই করতে পারবেন )



* ফেসবুক এর চ্যাঁট আগের মত আনতে চাইলে এখানে চাপ দিন

নতুন নতুন কিছু অ্যাড করে ফেসবুক মনে করছে সবাই ফেসবুক কেই ভাল ভালবাসবে কিন্তু না সে আরও ভুল করছে আমার মতে । আর এর মধ্যেই গুগল+ উপড়ে চলে যাচ্ছে ।

”খুব সহজেই পরিবর্তন করুন আপনার কম্পিউটারের ড্রাইভ আইকন”

এর মাধ্যমে আপনর কম্পিউটারের ড্রাইভ আইকন পরিবর্তন করতে পারবেন । আশা করি আপনাদের ভাল লাগবে।
এর ওজন ও খুবই সামান্য মাত্র 1 m.b…




download

কি চান নাকি ফ্রী ? তা হলে দেরি না করে এখনি করে ফেলুন !

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি । আমি আজ একটা সাইট আপনাদের সাথে শেয়ার করছি । যে সাইট এ রেজিস্ট্রেশান করলে আপনি সাথে সাথে পাবেন ফ্রী ৳১ ডলার বোনাস । শুধু তাই না এই ৳১ ডলার এ লাভ হিসাবে আপনাকে প্রতিদিন দাওয়া হবে ৳০.০১ সেন্ট করে ।

সাইট টি মুলত একটা ইনভেস্টমেন্ট সাইট । তবে আপনি যদি আমেরিকান হন তা হলে আপনি এখান থাকে $৫০০০ ডলার পর্যন্ত লোন নিতে পারবেন ।

এখানে আপনি যা টাকা জমা রাখবেন তার ওপর ১% লাভ আপনাকে দাওয়া হবে। মানে আপনি যদি ১০০ ডলার জমা রাখেন তা হলে আপনি প্রতিদিন পাবেন ১ ডলার । আর মজার বিষয় হোল আপনার জমা রাখা টাকা আর লাভ এর টাকা আপনি যে কোন সময়ই তুলে নিতে পারেন এর জন্য আপনাকে অপেক্ষা করতে ।

তাই পরীক্ষা করার জন্য হলেও এখানে একবার রেজিস্ট্রেশান করুন । কারন এখানে রেজিস্ট্রেশান করলে আপনি সাথে সাথে পাবেন ফ্রী ৳১ ডলার বোনাস । শুধু তাই না এই ৳১ ডলার এ লাভ হিসাবে আপনাকে দাওয়া হবে ৳০.০১ সেন্ট । যা আপনি চাইলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট এ withdraw করতে পারবেন । তা হলে বুঝতে পারবেন যা এ সাইট টাকা দেয় কি না । তবে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার Liberty Reserve অনলাইন ব্যাংক এ একটা অ্যাকাউন্ট থাকতে হবে । আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তা হলে নিচের ব্যানার থাকে রেজিস্ট্রেশান করে নিন । এর তার পরে ইনভেস্টমেন্ট সাইট টি তে রেজিস্ট্রেশান করুন । এর উপভোগ করুন instant টাকা Withdraw এর মজা ।

Liberty Reserve হোল Alertpay , paypal এর মতো একটা অনলাইন ব্যাংক যা বাংলাদেশ এ জনপ্রিয় একটা অনলাইন ব্যাংক তাই Liberty Reserve এ রেজিস্ট্রেশান করতে নিচের লিংক এ ক্লিক কর


আর ইনভেস্টমেন্ট সাইট টিতে রেজিস্ট্রেশান করতে নিচের লিংক এ ক্লিক করুন ।


ধন্যবাদ সবাইকে ।

ছবি স্কেচ করতে চান? আর নয় অনলাইন কিংবা অন্য কোন মাধ্যম।

ছবি স্কেচ করতে চান? আর নয় অনলাইন কিংবা অন্য কোন মাধ্যম। আপনার হাতের কাছে নিয়ে এলাম Photo Sketch Maker 1.32 নামের পোর্টেবল সফটওয়্যার মাত্র 944 KB ডাউনলোড করুন ও উপভোগ করুন। ডাউনলোড করার পর আপনি rar ফাইল পাবেন যা আপনাকে Extract করতে হবে। আর পেয়ে যাবেন কাংখিত Photo Sketch Maker 1.32 port.exe ফাইলটি। তাতে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন। আসুন দেখে নেয়া যাক এটা দিয়ে কিভাবে কাজ করবেন।


Open থেকে আপনি যে ছবিটি স্কেচ করতে চান তা নির্ধারণ করুন।
color সিলেকশন করুন।
color সিলেকশন করুন
উজ্জলতা কম বেশী করে নিতে পারেন।
Save করে নিতে পছন্দ করুন নির্দিষ্ট স্থান এবং Save করুন।
এভাবে আপনি পছন্দ মত, সাদা কালো অথবা যে কোন কালারে ছবিকে স্কেচে রুপান্তর করে নিতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করুন এই লিংক থেকে।সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

জেনে নিন ফেসবুকে আপনার ক্রমিক নম্বর!

আস্সালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন।আশা করছি ভাল আছেন।
আজ যে বিষয়ে লিখছি তা খুবই সাধারণ বিষয়।অনেকেই জানেন।আবার কেউ জানেন না।যারা জানেন না তাদের জন্যই লেখা।আমরা সাধারনত নতুন স্কুলে ভর্তি হলেই ক্রমিক নং পাই।তেমনি আপনি ফেসবুকে ভর্তির (!) পর ক্রমিক নম্বর পেয়েছেন।সেই ক্রমিক নম্বর টি কত?আমাদের প্রত্যেকের প্রোফাইল লিংক এমন “www.facebook.com/username” থাকে সাধারনত।আপনার ইউজার নেমটি সেট করার আগে ইউজার নেম এর জায়গায় একটি সিরিয়াল নম্বর ছিল।এবং প্রোফাইল লিংক ছিল এমন “http://www.facebook.com/pr​ofile.php?id=xxxxxxxx” (অনেকের এখনো এমনই আছে ইউজার নেমটি সেট না করায়)এটাই আপনার ফেসবুকের ক্রমিক নং।যেমন আমার ক্রমিক নম্বর হচ্ছে 1335493871 (লিংক: http://www.facebook.com/profile.php?id=1335493871 )।এবং আপনার আগে অথবা পর পরই ফেসবুকে কে ভর্তি হল তাও জানতে আপনার সম্পূর্ণ নাম্বার এর সামনের অথবা শেষের একটি সংখ্যা কমিয়ে/বাড়িয়ে নিন।প্রোফাইল দেখতে পারবেন।যদি Error বা Not found আসে,বুঝবেন প্রোফাইল টি Deactive/Hidden/Blocked করা আছে।যেমন আমার পরের জন যিনি আছেন তার আইডি Deactive/Hidden/Blocked থাকায় দেখা যায়না।কিন্তু আগের জন হচ্ছেন Laetitia Jost Sillis নামের একজন ড্যানিশ নারী।
আপনার ক্রমিক নম্বর টি যেভাবে পাবেন:আপনার প্রোফাইল পিকচার এর এ্যালবাম এ যান।Address বার এ লিংক এ দেখুন এমন Address লিখা আছে https://www.facebook.com/media/set/?set=a.1607059859807.119517.1335493871&type=1 (এটা আমার প্রোফাইল পিকচার এর এ্যালবাম Address )
এখানে শেষের “1335493871&type=1″ এ “1335493871″ হচ্ছে আমার ক্রমিক নম্বর।
একইভাবে আপনি বের করতে পারবেন আপনার ক্রমিক নম্বরটি।
তাহলে দেরি না করে এখনই জেনে নিন ফেসবুকে আপনার ক্রমিক নম্বর!
ধন্যবাদ সবাইকে।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More