আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

hidden file নিয়ে সমস্যা? খুজে পাচ্ছেন না? জেনে নিন কি করবেন

Hidden File নিয়ে সমস্যা? খুজে পাচ্ছেন না? এমন কনো সমস্যা হলে লুকানো ফাইল দ্রুত খুঁজে বের করতে প্রথমে http://www.filehippo.com/download_recuva/download/3819e6be9c62188fbc76fe823813a312/ থেকে recuva সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এবার সফটওয়্যারের ফাইলটি আনজিপ করুন এবং যে ড্রাইভে ফাইল লুকানো রয়েছে, সে ড্রাইভটিতে সফটওয়্যারটি রান করুন। এবার ড্রাইভের সব লুকানো ফাইল দেখা যাবে। কি এবার Hidden File খুজে পেয়েছেন?

কম্পিউটারের registry অপ্রয়োজনীয় file delete করুন

registry booster 2011 অপ্রয়োজনীয় registry file delete করার জন্য একটি জমৎকার software। নিন্মে প্রদত্ত লিংকে click করে software টি ডাউনলোড করুন। http://www.uniblue.com/software/registrybooster/
serial key নিন্মে দেওয়া হল :
Registry booster 2011 serials:
RB-T5Q5J-TLUEE-8A4TE-9KTJ5-8FADX-BUBRG
PS-G06DF-E903C-4CE5C-132D0-B0501-000G0
RB-W5KQE-MF9CC-64XJC-2TXM6-HGSP7-EAK2G
RB-0HQWX7-NWYFTU-BHTBR0-QXT6JH-PVC32D

উইন্ডোজে registered owner হিসেবে নিজের নাম লিখুন

সালাম সবাইকে। আজকে দেখাবো কিভাবে নিজের নাম ব্যাবহার করবেন Registered Owner হিসাবে। এটা খুব জরুরী কিছু নয় তবে যারা জানেন না তারা জেনে রাখুন।আসা করি নতুনদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগাতে পারলেই আমি সার্থক হব। ধন্যবাদ সবাইকে। তাহলে দেখুন কিভাবে করতে হবে কাজটা।

এই জন্য আপনাকে Start Menu -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হলে KEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion-এ যান। এরপর ডানদিকের প্যানেলে RegisteredOwner-এ double click করুন এবং নিজের নাম দিন। এছাড়া অভ্র কিবোড দিয়ে বাংলায় ও আপনার নাম লিখতে পারেন।

মাউস এর রাইট বাটন মেনুতে রিসাইকেল বিন পরিষ্কার করার অপশন

মাউস এর রাইট বাটন মেন্যুতে Empty Recycle Bin অপশন সংযুক্ত করতে পারবেন খুব সহজেই। এটা করার জন্য Start Menu -> Run এ Notepad লিখে এন্টার দিন, নোটপ্যাড চালু হবে। এবার নোটপ্যাডে নিচের কোডগুলো কপি করে পেস্ট করুন। File -> Save As এ ক্লিক করুন। Save as type: এ All Files সিলেক্ট করুন। File name: এ EmptyRecyclebin.reg লিখে ডেস্কটপে সেভ করুন। এবার ডেস্কটপে সেভ হওয়া EmptyRecyclebin ফাইলটিকে ডাবল ক্লিক করুন এবং Yes -> OK ক্লিক করুন। এখন দেখুন মাউস এর রাইট বাটন মেন্যুতে রিসাইকেল বিন পরিষ্কার করার অপশন সংযুক্ত গেছে।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CLASSES_ROOT\*\shellex\ContextMenuHandlers\{645FF040-5081-101B-9F08-00AA002F954E}]
@=”Empty Recycle Bin”
[HKEY_CLASSES_ROOT\*\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[HKEY_CLASSES_ROOT\Directory\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[HKEY_CLASSES_ROOT\Folder\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”

registy কে ডিসেবল করার পদ্ধতি শিখুন

উইন্ডোজের Registry তে নতুন কোন ভ্যালু যোগ করার পর তা আবার ডিজেবল করা যায়। এজন্য RegistryPath এর পূবে hyphen (-) দিতে হবে। যদি [HKEY_LOCAL_MACHINE\Software\Test] আপনার নতুন যোগ করা ভ্যালু হয় তবে এটাকে ডিজেবল করার জন্য [-HKEY_LOCAL_MACHINE\Software\Test] করুন। উদাহারন হিসেবে আমার আগের লেখাটির কথাই ধরা যাক। আপনারা যদি মাউস এর রাইট বাটন মেনুতে রিসাইকেল বিন পরিষ্কার করার অপশন দুর করতে চান তবে সেখানে উল্লেখিত নিয়মে নিচের কোডগুলো কপি করে No_Empty_Recycle_Bin.reg ফাইল তৈরী করুন।

//

[-HKEY_CLASSES_ROOT\*\shellex\ContextMenuHandlers\{645FF040-5081-101B-9F08-00AA002F954E}]
@=”Empty Recycle Bin”
[-HKEY_CLASSES_ROOT\*\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[-HKEY_CLASSES_ROOT\Directory\Background\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[-HKEY_CLASSES_ROOT\Directory\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[-HKEY_CLASSES_ROOT\Folder\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”

hiding log off button

On the Start menu there is Log Off button. The position is beside Turn Off Computer button. If you don’t want to have Log Off button, you can hide it by doing the following steps:
1. Click Start – Run.
2. Type “regedit”.
3. Go to HKEY_CURRENT USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer.
4. On the right window of registry editor, right-click the empty space.
5. Choose New – DWORD Value.
6. Type the value name “StartMenuLogOff” and press Enter.
7. Right-click the new key you’ve made and choose Modify.
8. On the Value Data type the number “1″ to hide the button.
9. Press OK.
10. Restart your computer.

7 টি প্রয়োজনীয় css3 এডিটর

প্রোগ্রামারদের জন্য বরাদ্দ এই টিউনটি…চিএসএস3 নিয়ে কাজ করুন আর পাশের ট্যাবে রাখুন টিউনারপেজ…এডিটর গুলা খুজে খুজে বের করলাম…তাও গুরুত্ত্বপুর্ন গুলা শেয়ার করতেসি অনেকগুলা থেকে বেচে বেচে

img1
css3generator :

img2
css3maker :

img3
button maker :

css3pie
css3pie :

img5
css3gen :

img6
border image generator :

img7
gradient editor :

ছবি সহ পেনড্রাইভ ফরম্যাটের ৩টি নিয়ম__১০০% কার্যকারী

কেমন আছেন সবাই? আজ আমরা খুব দরকারি একটা টিপস নিয়ে আলোচনা করব। পেনড্রাইভ কিভাবে ফরম্যাট করতে হয়।

পেনড্রাইভ ফরম্যাট হওয়ার বেশ কয়টা কারণ আছে। এর মধ্যে প্রধান হচ্ছে ভাইরাস। ভাইরাসের কারনে বেশিভাগ USB ডিভাইস গুলো ফরম্যাট হয়না।
আজ আমি তিনটি প্রদ্ধতি আলোচনা করব, এর মাধ্যমে যেকোনো USB ডিভাইস ১০০% ফরম্যাট হবেই যদি নষ্ট ডিভাইস না হয়।

এবার শুরু করি নিয়ম গুলোঃ

=> পদ্ধতি ১:


(১)প্রথমে My computer এ গিয়ে right click করুন।

(২)তারপরে Manage এ ক্লিক করুন। দেখবেন computer Management window

আসবে।

(৩)এবার Disk management এ ক্লিক করুন।

দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।

(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।

(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।

=>পদ্ধতি ২:


(১)প্রথমে স্টাট বাটন থেকে RUN ক্লিক করুন

(২)তারপরে cmd লিখুন

(৩)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন

convert h:/fs:ntfs লিখে ইন্টার চাপুন।

[এখানে h আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]

(৪)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন ।

=>পদ্ধতি ৩:

(১)রান অপশনে যেয়ে Regedit লিখুন

(২)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies

(৩)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।

(৪)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।

আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।

ব্লগে টিপসঃ পোস্টের শেষে “বিস্তারিত পড়ুন” এই লেখাটি স্থাপন করুন

সবাই কেমন আছেন । আশা করি ভালই আছেন । আমরা কম বেশী সবাই ব্লগিং করি।তাই ব্লগ সম্পর্কে এর কিছু বলার নাই। কিন্তু আপনার বানানো ব্লগটি কতটা সুন্দর সেটা নিয়ে ভাবনার আছে।


ব্লগ সাজানোর এই পোস্টে আজ দেখব কিভাবে ব্লগের পোস্টের শেষে “বিস্তারিত পড়ুন” এই লেখাটি স্থাপন করতে হয়।

কাজ করার আগে উদারন হিসাবে একবার আমার ব্লগ ঘুরে আসতে পারেন।

কাজ শুরু করা যাকঃ
ড্যাশবোর্ডে (Dashboard) লগইন (Login) করে Layout অংশের Edit HTML অংশে যান। সেখানে Expand Widget Templates এ ক্লিক করে টিক (Tick) চিহ্ন দিয়ে দিন।

এবার অংশের ঠিক আগে / উপরে নিচের কোডটি স্থাপন করুন।

[ লিখাটি কাটবেন না]

কোড:
//

এবার লেখাটি খুঁজে বের করুন।

এটাকে সম্পূর্ণ সিলেক্ট (Select) করে নিচের কোডটি (Code) দিয়ে প্রতিস্থাপন (Replace) করুন।

[ লিখাটি মুছে দিবেন]

কোড:

createSummaryAndThumb("summary-");
// ]]>
বিস্তারিত পড়ুন ... »

SAVE TEMPLATE বোতামে ক্লিক করে আপনার ব্লগের টেমপ্লটের পরিবর্তনকে (Change) সংরক্ষণ (Save) করুন।
SAVE করার আগে PREVIEW করে দেখতে পারেন।

আপনার বেঁধে দেয়া সময়ে কম্পিউটার বন্ধ হবে এবং লক করে রাখতে পারেন আরও কিছু আছে দেখুন।

আজ আপনাদের সামনে ছোট একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম, যার নাম Lock My PC মাত্র 1.61 মেগাবাইটের এই সফটটি দিয়ে আপনি আপনার কম্পিউটার কে নিরাপদ রাখতে পারেন, যেন আপনার কম্পিউটার অন্য কেউ ব্যবহার করতে না পারে। প্রথমে এখান থেকে সফটটি ডাউনলোড করে নিন। rar ফাইল extract করলেই সেট আপ ফাইল সহ ফুল ভার্সন করার জন্য সিরিয়াল কি পাবেন। ইন্সটল করুন পাসওয়ার্ড দিয়ে, তারপর রিস্টার্ট দিন এবং রেজিস্ট্রেশন করে নিন সিরিয়াল নাম্বার দিয়ে। ডেস্কটপের ডান দিকের ঘড়ির আইকনের পাশে Lock My PC র আইকন পাবেন। আপনি এখান থেকে সিডি ড্রাইভ লক করে দিতে পারেন এবং প্রয়োজন বোধে আবার আনলক করতে পারেন। Lock Computer এ ক্লিক করলে কম্পিউটার লক হয়ে যাবে এবং এন্টার চাপ দিয়ে পাসওয়ার্ড প্রয়োগ করে আপনাকে কম্পিউটার ওপেন করতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে Change Password এ ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে, এখান থেকে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন

Settings এ ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন এবং এখান থেকে আপনি Settings করে নিতে পারেন বেশ কিছু বিষয়, যেমন

Genarel এ পাবেন উপরের বিষয় গুলি আপনি এখানে Log off user after এ সময় নির্ধারণ করে দিতে পারেন এই মনে করে যে, আপনাকে কম্পিউটার থেকে উঠে যেতে হবে এবং আপনি কম্পিউটার সাট ডাউন দিতে না পারলেও স্বয়ংক্রিয় ভাবে নির্ধারিত সময়ের মধ্যে সাট ডাউন হয়ে যাবে। Lock Screen এ পাবেন লক করার ইমেজ ফাইল, আপনি লক করলে সেই ইমেজটা দেখা যাবে। Hotkeys এ পাবেন সাট ডাউন করার শর্ট কার্ট কি তৈরি করার উপায়।

বন্ধুরা মজার ব্যাপার হল আপনার কম্পিউটার এই সফট দিয়ে লক করা থাকলে কেউ সেফমুডে ওপেন করতে পারবে না। তবে আপনার কম্পিউটার যদি ৬৪ বিটের হয়, তবে এক্ষেত্রে ওপেন হয়েও যেতে পারে। তাহলে দেরি কেন ডাউনলোড করুন এবং উপভোগ করুন।

ধন্যবাদ

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More