বুকমার্ক (BookMark)
আমরা যখন ওয়েব সার্চ করি তখন ভালো সাইট গুলো বা দরকারী সাইট গুলো বুকমার্ক বা ফেভারিট-এ যোগ করে রাখি। কিন্তু কোন কারণে কম্পিউটারটিকে ফরম্যাট করলে বা ব্রাউজারটিকে রি-ইনস্টল করলে অথবা ব্রাউজার চেঞ্জ করলে বুকমার্ক বা ফেভারিট-এ থাকা লিঙ্কগুলো আর পাওয়া যায়না।
এই সমস্যার জন্য কিছু ওয়েব সাইট আছে যেখানে ওনলাইন-এ বুকমার্ক বা ফেভারিট স্টোর করে রাখা যায়। যাতে যে কোন ইন্টারনেট কানেকশান থাকা কম্পিউটার থেকে নিজের বুকমার্ক বা ফেভারিট গুলিকে পাওয়া যায় অথবা নতুন বুকমার্ক বা ফেভারিট যোগও করা যায়। লিঙ্কটি হল http://www.startaid.com/ । এখানে Sign Up করে নিলেই হলো। বুকমার্ক বা ফেভারিট হারাবার ভয় থাকবেনা। আবার Mozilla Firefox এর জন্য এই সাইটে Add-ons ও আছে যাতে আবার এই সাইটে ঢুকতেও হয়না।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন