আসসালামু আলাইকুম

সোমবার, ৩ অক্টোবর, ২০১১

হ্যাকিং !!! এখন আপনি আপনার PC তে বসে, online থাকা যে কারো PC কে Shutdown/Restart/Logoff করুন। Wow উপভোগ করুন অন্যরকম আনন্দ ?

Hello বন্ধুগন, আগেই বলে নিশ্চিত অন্যায়কারীকে কেউ ভালবাসে না। অতএব জানার জন্যে জ্ঞান, অজানার জন্যে নয়। তো শুরু করছি: আপনার প্রথমে Broadband High Speed Internet Connection থাকতে হবে। এবং আপনি যার PC কে Shutdown/Restart/Logoff করবেন তার IP Address আপনার জানা থাকতে হবে যেমন কোন না কোন বন্ধুর IP Address তো অবশ্যই জানেন অথবা কোন Cyber Cafe থেকে IP Address Collect করতে পারেন।
আর যে কারো IP Address বাহির করার জন্যে ” angry ip scanner 2.41″ software টি Google থেকে search দিয়ে Free Download করে নিতে পারেন।এবং আপনি এটাও বুঝতে পারবেন ,সেকি Online নাকি offline ??


এবার কাজের কথায় আসি :
প্রথমে আপনি run থেকে cmd যান।
লিখুন : shutdown -i
তারপর: Enter(click/press)
তারপর: একটা dialogue Box আসবে(RSD)
তারপর: what do you want these computer to do >>Shutdown/Restart/Logoff(যে কোন একটি choose করুন)
তারপর: Option থেকে (যে কোন একটি choose করুন) যেটা দেয়া আছে সেটি default.
তারপর: Add click. And একটা dialogue Box আসবে। সেখানে IP Address টা বসান যেটি দিয়ে আপনি তার PC কে Shutdown/Restart/Logoff যে কোন একটি করতে চান। চিএটি দেখুন……………….
সবার শেষে Comment করে ok/Enter দিন।
এখন cmd দেখুন: যদি Succeed হয় বুঝবেন তার PC আপনার দেয়া সময় অনুযায়ী Off হবে।আর তখন আপনি না চাইলে লিখুন: shutdown -a
•#
আপনি নিজের PC Manually করে দেখতে পারেন।
@ check
করুন cmd: shutdown -t
•##
এটা অনেকে জানেন। যারা জানেন না এটা তাদের জন্যে। আর কাজ ইনশাআল্লাহ হবে।প্রযোয্য Broadband High Speed Internet Connection.
ভাল লাগলে মন্তব্য করবেন

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More