হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং: আজকের বিষয়: কম্পিউটারের বুট সংক্রান্ত সমস্যা ও সমাধান
ফেসবুকের অত্যন্ত হেলপফুল একটি গ্রুপ হলো ITzone। যেখানে যে কেউ প্রযুক্তি বিষয়ক যেকোন সমস্যার কথা লিখে এবং সমাধান পায়। আজকে আমি আপনাদের সেই গ্রুপের যে সকল সমস্যা সুন্দর ভাবে সমধান দেয়া হয়েছে তার কিছু চৌম্বুক অংশ নিজের ভাষায় উপস্থাপন করছি।
সমস্যা-১ : কম্পিউটার বুট হতে অনেক সময় নেয়।
কারন:
১. Memory Check অপশনটি এনাবল করা এবং এটি দুবার Memory Count করে।
২. অন্যান্য Device সমূহ প্রত্যেক বার Booting এর সময় Detect করে
৩. প্রত্যেকবার Boot করার সময় এন্টিভাইরাস সফটওয়্যার অথবা অন্যান্য Utility Software রান করে এবং নির্ধারিত পরীক্ষা করে।
সমধান :
১. Memory Check অপশনটি Disable করুন। এজন্য BIOS Setup এ ঢুকে Quick Boot অপশনটি Enable করে দিন।
২. BIOS Setup থেকে Device Auto Detect অপশনটি Disable করে দিন।
৩. কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার Tool ব্যবহার করা ভাল। তবে প্রত্যেক বার Startup এ Virus check option টি অফ করে দিন।
সমস্যা-২ : কম্পিউটারের Daisy Chain এর সাথে আরও একটি HDD/CD-ROM Drive/ CD-Writer লাগানো হয়েছে। আগে কম্পিউটার ঠিক ভাবে চলতো কিন্তু এখন Boot করছে না।
অথবা Message: Insert System Disk or No drive found
অথবা, নতুন ড্রাইভটি পাচ্ছে না।
অথবা, Message: Press F1 to continue
কারন :
১. একই Daisy Chain এ লাগানো পূর্বের ড্রাইভটি এবং এখনকার ড্রাইভটি একই Configuration এ লাগানো।
২. নতুন লাগানো ড্রাইভটি নষ্ট অথবা Daisy Chain টি খারাপ।
৩. BIOS Setup ভুল।
সমাধান :
১. একটি Daisy Chain এ লাগানো দুটি ড্রাইভ একই কনফিগারেশনে অর্থাৎ দুটিই মাস্টার অথবা দুটিই Slave থাকলে যে ড্রাইভ থেকে Boot হবে সেটিকে মাস্টার এবং অন্যটিকে Slave হিসেবে Configure করুন।
২. নতুন লাগানো ড্রাইভটি নষ্ট কিংবা Power Connector লাগানো হয়নি অথবা Daisy Chain নষ্ট থাকতে পারে এগুলো পরীক্ষা করুন।
৩. BIOS Setup এ Auto Detect অপশনটি Enable করা না থাকলে Setup এ গিয়ে নতুন ড্রাইভটি assign করে দিন।
সমস্যা-৩ : Boot Disk Failure মেসেজ দেখায়।
কারন :
১. IDE ক্যাবল ঢিলাঢিলা অবস্থায় থাকতে পারে।
২. হার্ডডিস্ক নষ্ট থাকতে পারে।
সমাধান :
১. IDE ক্যাবল ঢিলা অবস্থায় থাকলে সেটি যথাযথভাবে লাগান। এরপর কম্পিউটার চালু করুন। আশা করা যায় এবার কম্পিউটারটি বুট করবে।
২. হার্ডডিস্ক নষ্ট কিনা সেটি বের করার জন্য অন্য একটি হার্ডডিস্ক আপনার কম্পিউটারে লাগিয়ে পরীক্ষা করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন