ফেসবুকের অত্যন্ত হেলপফুল একটি গ্রুপ হলো ITzone। যেখানে যে কেউ প্রযুক্তি বিষয়ক যেকোন সমস্যার কথা লিখে এবং সমাধান পায়। আজকে আমি আপনাদের সেই গ্রুপের যে সকল সমস্যা সুন্দর ভাবে সমধান দেয়া হয়েছে তার কিছু চৌম্বুক অংশ নিজের ভাষায় উপস্থাপন করছি। সমস্যা-১ : কম্পিউটার ও মনিটরে পাওয়ার আসে না। কারন : ১. পাওয়ার কর্ড খারাপ থাকতে পারে। ২. পাওয়ার সাপ্লাই খারাপ। ৩. কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়ার কানেকশন লুজ থাকতে পারে। ৪. সকেটের প্লাগের কানেকশনে সমস্যা থাকতে পারে। সমাধান : ১. মাল্টিমিটারের সাহায্যে পাওয়ার কর্ডের পরিবাহিতা পরীক্ষা করতে হবে। সমস্যা থাকলে পরিবর্তন করুন। ২. পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান ঘুরছে কিনা পরীক্ষা করুন। এর আউটপুট ভোল্টেজ +5V, -5V, +12V, এবং -12V পরীক্ষা করুন। প্রয়োজনে পরিবর্তন করুন। ৩. কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়ার কানেকশনটি পরীক্ষা করুন। লুজ থাকলে সেটি মজবুত করে লাগিয়ে দিন। ৪. সকেটের প্লাগের কানেকশনে ত্রুটি পেলে তা ঠিক করে নিন। সমস্যা-২ : কমপিউটারে পাওয়ার আসে না (প্রসেসর এর Cooling Fan ঘুরে না) কিন্তু মনিটরে পাওয়ার আসে (মনিটরের পাওয়ার আলাদা নয়, কমপিউটারের পিছন থেকে নেয়া হয়েছে বা মনিটরের পাওয়ার আলাদা ক্যাবল এর মাধ্যমে নেয়া হয়েছে।) কারন : ১. পাওয়ার সাপ্লাই খারাপ হতে পারে। ২. মাদারবোর্ড খারাপ হতে পারে। ৩. পাওয়ার সুইচ খারাপ হতে পারে। সমধান : ১. পাওয়ার সাপ্লাই পরীক্ষা করুন। দেখুন এর কুলিং ফ্যান ঘুরছে কিনা, প্রয়োজনে এর ফিউজ খুলে পরীক্ষা করুন। ২. পাওয়ার সাপ্লাই ঠিক থাকলে মাদারবোর্ড পরীক্ষা করুন। কখনো কখনো মাদারবোর্ডের কানেকশন ঢিলা থাকলে এমনটি হতে পারে। ৩. ATX পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এর সুইচিং মাদারবোর্ডের মাধ্যমে হয়ে থাকে। আবার কখনো পাওয়ার সুইচটিও খারাপ থাকতে পারে। এক্ষেত্রে Reset সুইচ এর Connector টি Power কানেকটরে লাগিয়ে পরীক্ষা করুন। সমস্যা-৩ : পাওয়ার লাইন ঠিক আছে কিন্তু কম্পিউটারে পাওয়ার আসে না। কারন : ১. পাওয়ার সাপ্লাই ইউনিটের ফিউজ পুড়ে যেতে পারে। ২. সার্কিট ভালভাবে কাজ করে না। সমাধান : ১. পাওয়ার সাপ্লাই ইউনিটের ফিউজ পুড়ে গেছে কিনা তা চেক করে দেখুন। প্রয়োজনবোধে তা রিপ্লেস করুন। ২. পাওয়ার সাপ্লাইটি খুলে সার্কিটটি বাহ্যিকভাবে খুব ভাল করে দেখা প্রয়োজন যে কোন পার্টস যেমন-রেজিস্টার, ডায়োড, ট্রানজিস্টার, ক্যাপাসিটর অথবা অন্য কোন ছোট পার্টস পড়ে গেছে কিনা। যদি কোন কিছু পড়ে থাকে তবে তা ঐ মানের পার্টস অথবা সেটার সমতুল্য কোন পার্টস দ্বারা রিপ্লেস করতে হবে। ৩. উপরোক্ত উপায়ে যদি সমস্যার সমাধান না হয় তবে মাল্টিমিটারের মাধ্যমে এর বিভিন্ন সন্দেহজনক পার্টস মেপে দেখতে হবে এবং কোন পার্টসের সমস্যা পাওয়া গেলে সেটিকে অনুরূপ পার্টস দ্বারা প্রতিস্থাপন করতে হবে। ৪. অনেক ক্ষেত্রে Dry-Soldering এর কারনে সার্কিট ভালভাবে কাজ করে না। এক্ষেত্রে সেটি ভাল করে আবার সোল্ডারিং করা উচিৎ। সমস্যা-৪ : খালি পায়ে কম্পিউটারে হাত দিলে শক করে। কখনও কখনও মনিটরের স্ক্রিনে ছুঁলেও শক করে। কারণ : ১. কম্পিউটারটি আর্থিং করা নাই। সমাধান : ১. কম্পিউটারটিকে আর্থিং করতে হবে। কম্পিউটারের এবং মনিটরের পাওয়ার সাপ্লাই ক্যাবল/কর্ড কখনও দুই পিনের ব্যবহার করবেন না। ২. ৩ পিনের পাওয়ার সাপ্লাই ক্যাবল/কর্ড ব্যবহার করুন এবং এর আর্থ পিন বা তৃতীয় পিনে আর্থিং ব্যবহার করুন। কোন কোন ফ্ল্যাট বা বাড়িতে ৩ পিনের পাওয়ার সাপ্লাই আউটলেট লাগানো থাকে। কম্পিউটারের জন্য সেগুলো ব্যবহার করুন। ৩. যদি ৩ পিনের পাওয়ার সাপ্লাই আউটলেট না থাকে তবে তৃতীয় পিনে নিজেই আর্থিং বানিয়ে ব্যবহার করুন। উল্লেখ্য যে বাসা বাড়িতে অধিকাংশ যন্ত্রপাতিতে যেমন- টেলিভিশনে আর্থিং না থাকায় বজ্রপাতে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। অতএব ইলেক্ট্রনিক বা ইলেক্ট্রিক যন্ত্রপাতিতে আর্থিং ব্যবহার করা ব্যÃনীয়। সমস্যা-৫ : কম্পিউটার বার বার হ্যাং হয়ে যায়, কি যে করি? কারন : ১. পাওয়ার সাপ্লাই ইউনিট পুড়ে গেলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। ২. পাওয়ার সাপ্লাই এর কোন ইউনিট নষ্ট হয়ে থাকতে পারে। ৩. প্রসেসর বা মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ড কম্পাটিবল না হয়ে থাকতে পারে। সমধান : ১. ভালো কোন পাওয়ার সাপ্লাই লাগিয়ে পরীক্ষা করুন। সমস্যা পেলে আপনার নষ্ট পাওয়ার সাপ্লাইটি বদলে ফেলুন। ২. গ্রাফিক্স কার্ড কম্পাটিবল না হলে বায়োস সেটআপে ঢুকে এজিপি’র ইন্টারফেস এক্স বা ২এক্স থাকলে সেটি পরিবর্তন করে দেখা যেতে পারে। সমস্যা-৬ : কম্পিউটার শাট ডাউন করলে সেটি রিস্টার্ট হয়। কারন : ১. পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা থাকতে পারে। সমাধান : ১. ভালো কোন পাওয়ার সাপ্লাই দিয়ে পরীক্ষা করে দেখুন। ঠিক হয়ে গেলে আপনি নিশ্চিত হবেন যে আপনার বিদ্যমান পাওয়ার সাপ্লাইটি ত্রুটিপূর্ণ। তাই এটি বদলে ফেলুন।হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং: আজকের বিষয়: পাওয়ার সংক্রান্ত সমস্যা ও সমাধান
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন