
দেশের অনেকগুলো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। সবাই সতন্ত্রতা এবং ভাল মন্দ নিয়েই চলছে শুরুর থেকে। বলা বাহুল্য আমাদের মত সল্পউন্নত দেশের মধ্যে এতোগুলো ইন্টারনেট সার্ভিস দাতা প্রতিষ্ঠান থাকলেও আমরা ভাল সার্ভিস কারো থেকেই পাই না। যাহোক…. সম্প্রতি আমি গ্রামীনফোন এর নেট পরিহার করে বিটিসিএল এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছি প্রায় ১ মাস হচ্ছে। আর মাত্র ১ মাসের সামান্য অভিজ্ঞতা নিয়েই আজকের পোষ্টি…যেভাবে সংযোগের আবেদন করবেনঃ১. আপনার শহরের নিকটস্থ বিটিসিএল অফিসে যেয়ে তাদের দেয়া নির্দিষ্ঠ আবদেন ফর্মে...