আসসালামু আলাইকুম

বুধবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১২

Enable করুন disable হয়ে যাওয়া RUN, Task Manager, Folder Option, Control Panel ইত্যাদি

মাঝে মাঝে আমাদের কম্পিউটারের RUN, Task Manager, Folder Option, Control Panel ইত্যাদি disable হয়ে যায় । আজ আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো যার মাধ্যমে আপনি disable হয়ে যাওয়া এসব option/program কিভাবে Enable করবেন । এর মাধ্যমে নিমোক্ত program-গুলো Enable করতে পারবেন :-
1. Run option

2. Task manager

3. Folder option

4. Search option

5. Command prompt

6. Control pannel

7. System restore option

8. Unhide Drive which are hide

9. MS Config option

10. Regedit

11. My Computer etc.

যেভাবে করবেন :-

1. প্রথমেএখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিন ।
Download Link
2. Extract করুন ।
3. .exe ফাইলটি ওপেন করুন যা দেখতে নিচের ছবির মত হবে ।



4. এবার Enable করুন যেগুলো disable হয়েছে ।
5. কম্পিউটার একবার রিস্টার্ট দেন । আপনার কাজ শেষ । disable হয়ে যাওয়া programগুলো Enable হয়ে গেছে ।

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

যেভাবে আপনি আপনার মোবাইল নাম্বারটি বের করবেন খুব সহজেই

আজকাল সিম কার্ডের দাম সহজলভ্য হওয়াতে আমাদের অনেকের কাছেই একাধিক অপারেটর এর সিম থাকে, কিন্তু অসুবিধা একটাই আমরা আমাদের নিজেদেরই এতগুলো মোবাইল নাম্বার
মনে রাখতে পারি না টাই আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার সিম নাম্বারটি বের করবেন

gp user

prepaid হলে: *111*8*2#
postpaid হলে *111*8*3#

Robi user- *140*2*4#

Banglalink user- *666#

Airtel user- *121*6*3#

নিজের মোবাইল নাম্বার বের করুন সহজেই

কিভাবে কোনো mp3 গানে details যোগ করবেন কোনো সফটওয়্যার ছাড়াই।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ সেভেন ব্যবহার করে কোন সফটওয়্যার ছাড়াই mp3 গানে আপনার details যোগ করবেন।

প্রথমে আপনি যে গানগুলোতে details যোগ করতে চান সে গানগুলো windows media player এ যোগ করুন। এরপর চিত্রের দেখানো জায়গায় ক্লিক করুন ও Details ক্লিক করুন,

এবার Ctrl+A চাপুন, এবার এখানে যেকোনো একটি গানের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Edit চাপুন যেখানে যা লিখতে চান। নিচের ছবিটা খেয়াল করুন।

এবার নিজেই এডিট করুন আর মজা নিন মজা

সহজেই বাইপাস করুন বিরক্তিকর Adf.ly লিঙ্ক, আর ডাউনলোডের মজা নিন

আমরা অনেক সময়ই ডাউনলোড করতে গেলে বিরক্তিকর Adf.ly লিঙ্ক এর সম্মুখিন হই, তখন কার ভালো লাগে ৫ সেকন্ড অপেক্ষা করতে। তাই সেই বিরক্তিকর মুহূর্ত হতে আপনাদের মুক্তি দিতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম Adf.ly লিঙ্ক বাইপাস করার জন্য একটা এডঅন। এটি ফায়ারফক্সের সাথে কাজ করে, প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/greasemonkey/ এই লিঙ্ক থেকে addon টি ডাউনলোড করে নিন, তারপর Greasemonkey addon টি আপনার Browser এ ইন্সটল করে নিন এবং Browser restart দিন।

এখন http://userscripts.org/scripts/show/69797 এই লিঙ্ক থেকে জাভাস্ক্রিপটি ইন্সটল করে আবার ব্রাউজার রিস্টার্ট দিন। এবার যেকোনো একটি Adf.ly লিঙ্ক টেস্ট করুন আর মজা নিন

এখন থেকে PDF, DOCX, PPTX, XLSX etc পড়ুন আপনার ব্রাউজারেই ডাউনলোড ছাড়াই

আমরা অনেক সময় অনেক ধরনের ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করি, এমন অনেক ফাইল আছে যা ডাউনলোড করে পড়ার জন্য আলাদাভাবে আবার একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয় কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি addons যা দিয়ে আপনি আপনার ব্রাউজারেই বসেই PDF, DOC, PPT, XLS সহ অন্যান্য Google Docs পরতে পারবেন কোনো ডাউনলোড ছাড়াই। তাহলে কথা না বারিয়ে https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-docs-viewer-pdf-doc-doc এই লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনার ব্রাউজারে ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট দিন আর মজা নিন মজা।

ডাউনলোড করুন Avast Internet Security 7.0.1407 + License till June 2013

কেমন আছেন সবাই ? আশা করি অনেক অনেক ভাল । আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ৭ । আর সাথে থাকছে ৪৭১ দিনের লাইসেন্স ।(১০০% কাজ করে,গ্যারান্টিড) ।

বলা বাহুল্য যে এতে নতুন ফিচারসহ নতুন স্কিনও সংযোগ করা হয়েছে । আসুন দেরি না করে দেখে নেই কি কি আছে নতুন এই এভাস্ট – এ ।।।



Features

*One of the most powerful antivirus solutions that you will ever have the pleasure of using comes from Avast!.

*Avast! Internet Security is a very effective software that protects your computer system against viruses, spyware, and spam.

*We liked that fact that, during installation, Avast! created a system restore point without even asking us to confirm it.

*The interface in Avast! Internet Security is very pleasant and easy to use, for both novices and advanced users.

*Here you can view the current status of your computer – firewall, real-time shields, auto updates, virus definitions version, program version, and expiration date.

*There’s also the option of switching to silent mode, and that means that Avast! will display various messages without automatically causing you to exit the fullscreen of a game you may be playing.

*Scanning can be performed either quickly or thoroughly. You can either scan the whole system, just a portion of it, or removable media.

*It takes a while to complete (in full mode), but scanning is very thorough. And yes, during this time, CPU and memory are moderately used (which is always an added bonus). Too bad the firewall function is not very strong.

*Boot-Time Scan is a special feature of Avast! that scans the operating system right before startup, making sure to clean any infected files (it doesn’t even take long), while Scan Logs displays a history of all completed scans that were either scheduled or not.

*Avast! Internet Security is a pretty complex program, so you will most likely love its many features because they solely focus on protecting your computer. Combine it with a backup and recovery system, and you have the perfect recipe for system protection!

What’s new in Avast! Internet Security 7.0.1407

· Reputation scanning via FileRep (cloud-based)
· Streaming updates
· Sandbox & Autosandbox improvements
· Remote assistance
· Browser protection improvements (including antiphishing)
· New installer
· Export/Import settings
· UI facelift
· Screensaver facelift
· Runs on Win8 Developer Preview
· Many other security and stability related fixes



ডাউনলোড করতে (ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক) -

ক্লিক করুন

লাইসেন্স ডাউনলোড করুন -

এইখান থেকে

পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির রুটিন পরিবর্তন

আসন্ন এইচএসসি পরীক্ষার রুটিন ঘোষণার ১৩ দিনের মাথায় শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে রুটিন আংশিক পরিবর্তন করেছে। গতকাল সন্ধ্যায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) পরিবর্তিত রুটিন প্রকাশ করা হয়।
পরিবর্তিত রুটিন অনুযায়ী বিজ্ঞান বিভাগের ২২ ও ২৪ এপ্রিলের গণিত (তত্ত্বীয়) প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পরীক্ষা যথাক্রমে ১৭ ও ২০ মে অনুষ্ঠিত হবে। রুটিনের অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে বলে জানান আন্তঃবোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন।
আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। গত ১৬ ফেব্রুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশ করার পর রুটিন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নটর ডেম, সরকারি বিজ্ঞান, মতিঝিল আইডিয়াল, ইম্পেরিয়াল, নূর মোহাম্মদ পাবলিক, মুন্সী আব্দুর রহমান, সিটি কলেজ, ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারা ‘আমাদের কী অপরাধ ছিল, এটা কি রুটিন না বিভীষিকা?’ ‘এ রুটিন পরিবর্তন করতে হবে’ ‘এইচএসসির রুটিন বাতিল করুন’ এরূপ নানা স্লোগান সংবলিত প্লাকার্ড, ব্যানার ও পোস্টার লিখে বিজ্ঞান বিভাগের রুটিন পরিবর্তনের দাবি জানায়। শিক্ষার্থীদের সাথে তাদের কিছু অভিভাবকও মানববন্ধনে যোগ দেন। মানববন্ধন শেষে পরীক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে রুটিন পরিবর্তনে দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এর পর দেশের বিভিন্ন স’ানেও পরীক্ষার্থীরা অনুরূপ মানববন্ধন করে।
এর পর গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা আবারো ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও এবং বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করতে গেলে তাদের পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে এবং আটজনকে আটক করে। পরীক্ষার্থীরা ঘোষণা করে আটককৃতদের মুক্তি এবং রুটিন পরিবর্তন করা না হলে আরো বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
ঢাকা বোর্ড চেয়ারম্যান পরীক্ষার্থীদের এ আন্দোলন ও দাবিকে ‘রাজনৈতিক ইন্ধন রয়েছে কি না খতিয়ে দেখা হবে’ বলে নাকচ করে দিলেও অবশেষে তিনি রুটিন পরিবর্তনের সুপারিশ পাঠান শিক্ষা মন্ত্রণালয়ে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় তা অনুমোদন দিলে সন্ধ্যায়ই তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষার রুটিনে একটি বিষয়ে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত রুটিন ওয়েবসাইটে দেয়া হয়েছে বলে তিনি জানান।

Download Link

সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২

আপনার কম্পিউটারে ইউএসবি পোর্ট ব্যবহার করে কেউ কিছু চুরি করতে পারবে না


আজ আপনাদের জন্য আরেকটি দরকারী সফটওয়্যার নিয়ে এসেছি। সফটওয়্যারটির নাম USB Write Protector। বর্তমানে ইউএসবি পোর্ট এর ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়ায় ডাটা চুরি এখন কোন ব্যপারই না। যে কেউ ইউএসবি পোর্ট ব্যবহার করে সহজেই গুরুত্বপূর্ণ ডাটা চুরি করে নিতে পারে। তাই এ কাজে আমার আজকের এই সফটওয়্যারটি কাজে দেবে। সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের ইউএসবি পোর্টকে রিড অনলি করে রাখতে পারবেন।
যার মানে হচ্ছে যে কেউ চাইলেই আপনার কম্পিউটারে তার পেন ড্রাইভ হতে যে কোন কিছু কপি দিতে পারবে, কিন্তু কোন কিছু কপি করে নিতে পারবে না। তাই এক্ষুনি ডাউনলোড করে ফেলুন সফটওয়্যারটি আর আপনার কম্পিউটার হতে অবৈধ কপি করা বন্ধ করুন।

Download Link

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

খুব সহজে তৈরী করুন ওয়েবসাইট সাথে ফ্রী হোস্টিং

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি সবার সাথে শেয়ার করব কীভাবে আপনি খুব সহজে একটি ফ্রী ওয়েবসাইট তৈরী করতে পারবেন। এর জন্য আপনাকে কিছুই করা লাগবে শুধু একটু ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়তে হবে আর এই অনুসারে কাজ করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক।
১. প্রথমেই এই লিঙ্কে যান এবং ডানপাশের Sign up বাটনটিতে ক্লিক করুন।
২. এখানে আপনি আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিন। আর ডোমেইন নেম যদি আপনার আগে থেকেই থাকে তবে তা “I want to host my own domain (domain must be registered already)” এই খালি ঘরে লিখুন। আর যদি না থাকে তবে “or, I will choose your free subdomain (recommended)” এখানে আপনার ইচ্ছেমত একটি নাম দিয়ে সাবডোমেইন তৈরী করে নিন।
*** যদি আপনি নিজস্ব ডোমেইন নেম ব্যবহার করেন। তবে আপনাকে ডোমেইনের একটু পরিবর্তন আনতে হবে।
ডোমেইনের কন্ট্রোল প্যানেলে গিয়ে Name Server এর স্থানে “ns01.000webhost.com” এবং “ns02.000webhost.com” দিয়ে দিন।
*** ফ্রীতে ডোমেইন পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
৩. এবার ক্যাপচাটি খালিঘরে লিখুন এবং “I agree to Terms Of Service” এখানে টিক দিন এবং Create my account এ ক্লিক করুন।
৪. এবার আপনার ইমেইলে একটি কনফার্মেশন ইমেইল পাঠানো হবে সেটি কনফার্ম করুন।
৫. তারপর আপনার একাউন্টের তথ্য দিয়ে অর্থ্যাৎ ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
৬. এখন আপনার ডোমেইনের পাশে দেখবেন Go To CPanel এ ক্লিক করুন।
৭. তারপর File Manager এ ক্লিক করে আপনার FTP একাউন্টে লগিন করুন।
***আপনার একাউন্টের পাসওয়ার্ড আর এফটিপি একাউন্টের পাসওয়ার্ড একই।
৮. সেখান থেকে Public_html এ যান তারপর Upload এ ক্লিক করে আপনার ওয়েবসাইটের ফাইলটি .zip বা অনুরুপ কোনো ফাইলের আকারে “Archives (zip, tar, tgz, gz)
Archives entered here will be decompressed, and the files inside will be transferred to the FTP server.”
এখানে ব্রাউজ করে সিলেক্ট করে দিন। তারপর টিক চিহ্নতে ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন। মানে আপলোড হতে যতক্ষন লাগে আরকি।
***ফ্রীতে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরী করতে এখানে গিয়ে ডাউনলোড সেকশনে ক্লিক করে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিন।
৯. তারপর আপনার সিপ্যানেলে MySQL এ ক্লিক করে একটি ডাটাবেজ তৈরী করে নিন।
১০. তারপর আপনার ওয়েবসাইটে যান। যদি ওয়ার্ডপ্রেস ইন্সটল করে থাকেন তবে WordPress Installation এর জন্য একটি পেজ হবে। সেখানে আপনার ডাটাবেজের ইউজার নেম আর পাসওয়ার্ড দিন এবং হোস্ট এ localhost এর বদলে আপনার হোস্টিং এড্রেস দিন।
***আপনার হোস্টিং এড্রেস পাবেন আপনার একাউন্টের ইনফর্মেশনের Server Name এ।
১১. তারপর সব কাজ শেষ হলে আপনার ওয়ার্ডপ্রেস একাউন্টে লগিন করে আপনার ইচ্ছেমত সাজিয়ে নিন আপনার ওয়েবসাইট।
আশা করি সকলেই পারবেন। যদি কোনো সমস্যা হয় তবে মন্ত্যব্যে জানাবেন। আমার ব্যক্তিগত কিছু সমস্যা থাকায় কোনো স্ক্রিনশট দিতে পারলাম না। এতে আমি খুবই দুঃখিত।

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

বদলে দিন আপনার পিসির পারফরম্যান্স

উইন্ডোজ সেভেনের এক্সপেরিয়েন্স ইনডেক্স বা পারফরম্যান্স নাম্বারিং সিস্টেমের সাথে অনেকেরই পরিচয় আছে। এটি ১.০ থেকে ৭.৯ স্কেলে আমার কম্পিউটারের প্রসেসর, RAM, গ্রাফিক্স, গেমিং এবং হার্ডডিস্কের মানকে ইনডেক্স করে সেটি মাই কম্পিউটারের প্রোপার্টিজে দেখায়। নিজের প্রিয় পিসির স্কোর কম দেখালে আমার মতো অনেক কম্পিউটার পাগলের মন কিছুটা খারাপ হয় বৈকি! আর ব্যাপারটা যখন হয় বন্ধুদের দেখাবার জিনিস, তখন তো এটা রীতিমতো মান-সন্মানের বিষয়। আজকে তাই এই এক্সপেরিয়েন্স ইনডেক্স-এর ডাটাকে কিভাবে নিজের মতোর করে লিখা যায় সেই উপায় শেখাবো আপনাদের।

* প্রথমেই নিচের লোকেশনে যান-

C:\Windows\Performance\WinSAT\DataStore।

সেখানে যদি একাধিক ফাইল দেখেন তাহলে সবচেয়ে নতুন ফাইলটি নির্বাচন করুন। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার টার্গেট ফাইল নেমে নিচের শব্দটি অবশ্যই থাকবে-

Formal.Assessment (Initial).WinSAT

* এবারে ফাইলটি নোটপ্যাড নিয়ে ওপেন করুন। তারপর এডিট> ফাইন্ড-এ গিয়ে ‘WinSPR’ লিখে সার্চ দিন।

* ‘WinSPR’ এর পরবর্তী লাইনগুলাই আপনার স্কোর নির্দেশ করছে। এবারে ৭.৯ বা তার নিচের যেকোনো ভ্যালু লিখে সেভ করে দিলেই কেল্লা ফতে! আবার অরিজিনাল স্কোর দেখতে হলে এক্সপেরিয়েন্স ইনডেক্স-এ গিয়ে রি-রান এসেসমেন্ট দিলেই হবে।

পূর্বে এখানে প্রকাশিত

ফেসবুকে যোগ করুন সুন্দর ইমো (আপনার ফ্রেন্ড চমকাবেই কথা দিলাম)

ফেসবুকে চ্যাট করার সময় আমরা সবাই কম বেশি ইমো ব্যাভার করি … কিন্তু সেই ইমোটি যদি হয় অসাধারন তাহলে ত কথাই নেই … আপনাদের জন্যে নিয়ে এলাম এমন একটি সাইট যেখান থেকে আপনি পাবেন অসাধারন কিছু ফেসবুক ইমো

ইমো প্যাক ১ http://rockerwap.com/fb

ইমো প্যাক ২ http://rockerwap.com/fb2

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

এলার্ট পে এখন বাংলাদেশে


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে হাজির হলাম।
আপনারা বেশ সবাই।
অনলাইনে কাজ করেন অথচ এলার্ট পে কিংবা পেপাল এর নাম জানে না কিংবা শুনে নি এমন মানুষ খুজে পাত্তয়া দায় না। নানা বিধ কারণে অনলাইনে পেমেন্ট পেতে ফ্রিল্যান্সারদের ভোগান্তির মধ্যে থাকতে হয়েছে। কেননা বাংলাদেশে এই দুটি জনপ্রিয় অনলাইন অর্থ লেনদেনের মাধ্যম আপাতত দৃষ্টিতে বন্ধ। বহু আলোচনা সমালোচনা আবেদন নিবেদনের পর আগামী সেপ্টেম্বর মাসের দিকে বাংলাদেশে পেপাল আসার কথা রয়েছে। তারই আগে বাংলাদেশে এলার্ট পে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করে দিয়েছে আজ হতে। বেসিস সফটএক্সপো ২০১২ প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এলার্টপে। এবিষয়ে ইউটিউবে একটি ভিডিত্ত পোস্ট করা হয়েছে এলার্ট পে বিজনেস ম্যানেজার ক্রিস টিসদল বার্তা দিয়ে।

ভিডিও টি দেখুন ঃ http://www.youtube.com/watch?v=VT27DbgVvrg

এ নিয়ে বাংলাদেশী একটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। BASIS Soft Expo 2012, Booth No. M4. এ আজ এর সিস্টেম এডমিন তানভীর আহমেদের সাথে কথা বলা হলে তিনি আশা ব্যক্ত করেন এভাবে ” বাংলাদেশে অনেকেই আছেন যারা তাদের এলার্ট পে ডলার নিয়ে আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আমরা বিদেশ থেকে কাজ করে উপার্জিত টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট এ জমা করার জন্য সাহায্য সহযোগিতা করতে চাই অত্যন্ত স্বল্প খরচে।” ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য মাত্র ২৪০ টাকা খরচ হবে প্রতিবারে। আর এলার্ট পে পিপেইড ডেবিট কার্ডে জমা করার জন্য মাত্র ১ ডলার খরচ হবে এবং এলার্ট পে একাউন্ট এ টাকা জমা করতে ২.৫% + ০.২৫ ডলার ব্যয় হবে প্রতিবারে। এখন এলার্ট পে www.alertpay.com/bangladesh বাংলাদেশের নাম সারা বিশ্বে অনলাইন জগতে নতুন মাত্রা সংযোজন করেছে। এ নিয়ে সকলেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে উচ্ছাস প্রকাশ করে নানা মন্তব্য করছেন। এলার্ট পের পরে পেপালের অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশে এলার্ট পে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে Casada Technology Bangladesh Ltd.

BASIS Soft Expo 2012, Booth No. M4 এর কিছু ছবি Chris Tisdall. এর সঙ্গে


আর জাদের এলার্ট পে অ্যাকাউন্ট নাই তারা এই লিঙ্ক এ ক্লিক করে আজ এ অ্যাকাউন্ট বানিয়ে নিন।
(অ্যাকাউন্ট করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন। বেস কাজ সেশ…..)

সবাই ভাল থাখবেন।

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

Full freeeee Dolancer এর একাউন্ট । সীমিত সময়ের জন্য। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল

আপনারা ত Dolancer সম্পর্কে অনেকে অনেক কিছু সুনেছেন । এবং অনেকে একাউণ্ট ও করেছেন । কিন্তু অনেকে Dolancer কে বিশ্বাস করেন না । সুতরাং যারা dolancer কে একটু পরখ করে দেখতে চান তাদের জন্য রয়েছে বিশাল সুজুগ। কারন Dolancer ফ্রি একাউন্ট দিচ্ছে আপনাদের। এখানে আপনি ফ্রীলাঞ্চের যে কাজ গুলা আছে তা আনলিমিটেড বিড করে করতে পারবেন । বিন্দু মাত্র আপগ্রেড এর দরকার নাই। আপনি বিদ করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন । আর আপনি যদি পিটিসি করতে চান তাহলে ক্লিক করে আপনি প্রতিদিন ১ ডলার করে ইনকাম করতে পারবেন । এজন্য আপনার সাবস্ক্রাইব করতে হবে । আপনি যদি ৬ মাসের জন্য সাবস্ক্রাইব করেন তাহলে ৫০ ডলার দিয়ে তাহলে ৬ মাসে আপনার আস্তেছে ১৮০ ডলার ।আর আপনি যদি একটু অভিজ্ঞ হন তাহলে আপনি ফ্রীলানছার করে আয় করা ডলার দিয়েই সাবস্ক্রাইব করতে পারবেন । কই মাছের তেলে কই মাছ ভাজা আর কি ! আরেকটা অপসন আছে Post to earn সেখান থেকেও আপনি প্রতিদিন ৩ ডলার ইনকাম করতে পারবেন । আপনি যদি এখন click to earn এ রেজিস্টার করেন তাহলে Post to earn পাচ্ছেন বিনামুল্লে। Dolancer এ প্রিমিয়াম মেম্বার হিসাবে ঢুকতে এখন আর ৭০০০ টাকা লাগে না। ৩৫০০টাকা হলেই পারবেন । যদি প্রিমিয়াম মেম্বার হিসাবে ঢুকতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন ০১৮১৫৭৭০৯৭৯। তবে যারা এই পোস্ট টি পরবেন তাদের কে অনুরুধ যদি কেও যদি প্রিমিয়াম মেম্বার হিসাবে ঢুকতে চান তাহলে আমার সাথে জুগাজুগ করবেন । যত টুকু হেল্প দরকার আমি করব । অনেক কথা হয়ে গেল । সাইন আপ টা করে ফেলুন

ফ্রি প্যাকেজ এ যা পাচ্ছেনঃ

১. ফ্রীল্যান্সিং এ কাজ করার সুজুগ।

২। ফোরাম পোস্টিং মানে Post to Earn

৩. ওয়েব লিজ

আপনি সব সুবিধাই পাবেন শুধু মাত্র click to earn ছাড়া

সমস্যা নাই আপনি উপরোক্ত কাজ করে ইনকাম করে সেই ডলার ধারা click to earn এ রেজিস্টার করতে পারবেন ।

Forum Posting ( Sign up এর পর Free subscribe করে নিন)[ per post এ $0.30 পাবেন

দয়া করে স্পন্সর আইডি দিবেন shakil42 (যদি চায়)http://www.blogger.com/img/blank.gif

Dolancer তারাতারি ফ্রী জয়েন করতে ক্লিক করুন এই লিংক এ

অথবা ছবির উপর ক্লিক করুন

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

ডানলোড করুন Latest Version of KM Player 3.1.0.0

সম্প্রতি KM Player 3.1.0.0 রিলিজ পেয়েছে । KM Player আমার ভীষণ ভাললাগার একটি Player । কারণ এটি প্রায় সব ফরম্যাটের অডিও – ভিডিও সাপোর্ট করে । কথা বাড়িয়ে আর লাভ কী ? নিচের লিংক থেকে ডাউনলোড করুন ।


Download Link

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

আসুন তো দেখি অল্প বিনিয়োগ করে কিছুটা লাভবান হওয়া যায় কিনা।

নতুন খবরঃ >> যারা ফরেক্স (Forex Trading) করে রিস্ক ছাড়াই নিশ্চিত আয় করতে চান বা শিখতে আগ্রহী, তাদের জন্যে সুখবর। শুরু হলো সম্পুর্ন অনলাইন ভিত্তিক ফরেক্স ট্রেডিং প্রশিক্ষন কোর্স। বিস্তারিত দেখুন এখানে

>> সবার অনুরোধে আলাদা একটি ব্লগ তৈরী করে দিলাম। যাতে যে কোন ব্যাপারে আরও বেশি আলোচনা করা যায় এবং মুলত যারা ডলার ক্রয়-বিক্রয় করার কথা ভাবছেন তারাও এখানে বিজ্ঞাপন দিতে পারেন। বিস্তারিত দেখুন এখানে

ভুমিকাঃ অনলাইনে এ আয় করার পদ্ধতি কে আপাতত দুই ভাবে ভাগ করছি। এক ইনভেস্টমেন্ট ছাড়া এবং দুই ইনভেস্টমেন্ট সহ। ইনভেস্টমেন্ট ছাড়া আয় করা মোটেই সহজ নয় তার জন্যে আপনাকে কাজ করতে হবে এবং তার পিছনে সময় ব্যয় করতে হবে আর ইনভেস্ট করে আয় করাটা বেশ সহজ বলা যায়। তাই আমি এখন ইনভেস্ট করে আয় করা সম্পর্কে আলোচনা করবো। ইনভেস্ট কে আবার দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ফরেক্স এ ইনভেস্ট আর একটি হচ্ছে ইনভেস্টমেন্ট সাইট এ ইনভেস্ট। তবে আপাতত শুধু ইভেস্ট নিয়ে আলোচনা করছি আর ফরেক্স নিয়ে বিস্তারিত এখানে বলা আছে।

ইনভেস্ট নিয়ে কিছু বলতে গেলে সর্ব প্রথম যে কথা গুলো বলা দরকার তা হলো, ইনভেস্ট করে যে কেউ কয়েকদিনেই বড় লোক হয়ে যেতে পারেন আবার কয়েক মিনিটেই ইনভেস্ট এর সব টাকা হারিয়ে পথে বসে যেতে পারেন। সব কিছুই নির্ভর করবে আপনি কোথায় ইনভেস্ট করছেন তার উপর। তবে ইনভেস্ট করার আগে একটি কথা সব সময় মনে রাখবেন যে ইনভেস্ট মানেই হচ্ছে রিস্ক। তবে কোথাও একটু বেশি আবার কোথাও কম। রিস্ক এর পরিমান ১% থেকে ১০০% পর্যন্ত হতে পারে। তবে ০% রিস্ক এরকম সাইট কখনোই খুজে পাওয়া যাবে না। তবে তারপরেও ইনভেস্ট করেও অনেক কিছু করা সম্ভব কারন কিছু কোম্পানী ব্যাবসা করার জন্যে মাঠে নামে। তাই তারা আপনার টাকা দিয়ে বিজনেস করে আপনাকেই লাভ দিয়ে যাবে। তবে প্রতিদিনই ইনভেস্টমেন্ট এর নতুন নতুন সাইট বা প্রোগ্রাম চালু হচ্ছে। তার মধ্যে যে সব গুলোই খারাপ হবে তা নয়। দুই একটা ভালো থাকবে। তবে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে বা কিছু বিষয় সম্পর্কে ভালো ধারনা থাকা লাগবে।

ইনভেস্ট করার পুর্বে যে জিনিস গুলো জেনে নিবেনঃ

১। প্রথমেই আপনাকে জানতে হবে ঐ কোম্পানী আপনাকে কেমন লাভ দিবে? কোন কোম্পানী তাদের নিজেদের ক্ষতি করে আপনাকে লাভ দিবে না। সব কোম্পানীই আগে নিজেদের লাভ এর কথা চিন্তা করে। তাই আগে দেখে নিবেন যে তাদের লাভ এর পরিমান খুব বেশি কিনা। যদি খুব বেশি হয় তা হলে বুঝবেন যে সেই কোম্পানী বেশি দিন টিকবে না। আর যদি কম দেয় তা হলে বুঝে নিবেন যে তারা ব্যাবসা করার জন্যেই এসেছে। সুতরাং অল্প হলেও তারা লাভ দিয়ে যাবে।

২। ইনভেস্টমেন্ট এর যে প্রোগ্রাম বা সাইট গুলো আছে তার বেশির ভাগই ভুয়া। অর্থাৎ ব্যাপার টা এরকম যে আজ আছে কাল নেই। তারা আসবে। এবং আপনাকে অধিক লাভ দিবে। আপনি ঐ লাভ পেয়ে আপনি আরো দশ জন কে বলে ইনভেস্ট করাবেন এবং নিজেও বেশি ইনভেস্ট করবেন, তারপর কোম্পানী আপনার সব টাকা-পয়সা নিয়ে হাওয়া হয়ে যাবে। ১০০ টার মধ্যে ৯০ টি সাইট এর উদ্দেশ্য এরকমই থাকে। তাই আপনাকে আগে বুঝতে হবে তাদের উদ্দেশ্য টা কি?

৩। এরকম ইনভেস্টমেন্ট এর সাইট বানানো খুবই সহজ। চাইলে আমি নিজেই বানিয়ে অপারেট করতে পারি। এবং স্ক্রিপ্ট কিনতেও পাওয়া যায়। তাই চাইলে যে কেউ বানিয়ে নিতে পারে। এবং বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন সে যদি চাই ঐ সাইট খুব সহজেই ওপারেট করতে পারে এবং যখন তখন সাইট ঘুটিয়ে ফেলতে পারে। সুতরাং ইনভেস্ট করার পুর্বে তাদের কোন অফিস আছে কিনা তা যাচাই করে দেখবেন। প্রয়োজনে Contuct us, About us এই জাতিও পেজ থেকে থেকে নিতে পারেন। যারা এরকম অফিসিয়াল এড্রেস দেয় তারা সত্যি সত্যি বিজনেস করার জন্যেই আসে। তাই তাদের স্ক্যাম বা বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

৪। আপনি যেখানে ইনভেস্ট করবেন তারা টাকা টা নিয়ে কি করবে? তারা আপনাকে কোথা থেকে লাভ দিবে? এটাও জানা জরুরি। অবশ্য তারা যদি সত্যিই ব্যাবসা করার উদ্দেশে আসে তা হলে অবশ্যই আপনাকে অনেক কম লাভ দিবে। এবং এই ধরনের সাইট গুলো সাধারনত ফরেক্স ট্রেড করে সেখান থেকে যা লাভ পায় তা থেকে মেম্বারদের মধ্যে ভাগ করে দেয়।

সব উপরোক্ত বিষয় গুলো খেয়াল করে ইনভেস্ট করলে ঠকার সম্ভাবনা কম থাকে।

ইনভেস্ট করার মতন খুব ভালো এবং জনপ্রিয় কিছু সাইট হলোঃ

১।ম্যাক্র ট্রেইড। এটা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

২।রিপ্রোফিন্যান্স। এটা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

৩।নিয়োপ্রোগ্রেস। এটা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আমার মতে কোন একটি তে বেশি না করে সব গুলো সাইটেই ইনভেস্ট করে রাখা ভালো।

উপরের গুলোতে তো অন্যের কাছে ইনভেস্ট করছেন কিন্তু ফরেক্স একটু ভিন্নঃ

৩। ফরেক্স ট্রেইড (এটা সম্পুর্ন আলাদা বিজনেস। নিজের ইনভেস্ট নিজের নিয়ন্ত্রয়নে থাকবে বিস্তারিত এখানে দেখুন)

যে ওয়েবসাইট গুলো থেকে সাবধান থাকবেন বা ইনভেস্ট করবেন না। সেই গুলো নিচে দেওয়া হলঃ

১। ক্লাব-এস্টেরিয়া। এটা অনেক জনপ্রিয় ছিল কিন্তু এটার প্রফিট নির্দিষ্ট নয় তাই এখন প্রফিট খুবই কম দিচ্ছে তাই আপাতত ওটা তে ইনভেস্ট করার দরকার নেই। বিস্তারিত জানতে এখান থেকে ক্লিক করুন

২। সেইফ ডিপোজিটারি। এটাও এই মুহুর্তে স্ক্যাম হয়ে গেছে বলে ধারনা করছি। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ব্লগ ডিজাইন,সিইও,এডসেন্স কি জানুন এবং এর থেকে নিয়মিত আয় করুন


এখন অনলাইনে টাকা আয় করার জন্যে সবাই পাগল হয়ে যাচ্ছে। ভাল কথা, সেটা দেশের অর্থনীতির জন্য খুবই উপকারি। কিন্তু তাদের ৯৯% ভাগই ব্যর্থ হয়ে ফিরে আসে। কারন একটাই, বাঙ্গালী হুজুগে পাগল। তাই তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। পিটিসি বা এমএলএম এর মত স্কাম সাইট গুলোতে অযথা সময় নষ্ট না করে এখনি কাজে লেগে পড়ুন। সাফল্য আসবেই। অটুট লক্ষ্যএবং কাজ এই দুটোই পাড়ে সাফেল্যর মুখ দেখাতে। আপনি জানেন কি পিটিসি আপনার কতো ক্ষতি করছে ? না জনলে গুগলে সার্চ করে দেখুন… উত্তর পেয়ে যাবেন। আমার মতে নতুন দের জন্যে সবচেয়ে ভাল মাধ্যম হল গুগল এডসেন্স। যদিও একাউন্টস পাওয়া সোনার হরিণের মতো কিন্তু অসাধ্য না। কোন রূপ ভ্রান্ত ধারনা বা কোন প্রকার লোভে পা দিবেন না। যারা প্রোগ্রামিং জানেন না বা শিখতে আছেন তাদের জন্যে শুধুমাত্র ব্লগে লিখে এবং এডসেন্সের এডস থেকে আয় হতে পারে একমাত্র নির্ভরযোগ্য ও নিরাপদ উপায়। পাশাপাশি শিখতে থাকুন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট বা সিএমএস, ফটোশপ। আপনি সফল হবেনই। আপনার যা লাগবে ? একটা ব্লগ লাগবে। ব্লগস্পট হল এডসেন্সের জন্যে সবচেয়ে উপযোগী প্লাটফর্ম। অবশ্য ইংরেজি ভাষায় ব্লগ তৈরি করবেন। এডসেন্স বা গুগলের নিয়ম বহির্ভূত ভাবে না বানিয়ে সঠিক নিয়মে তৈরি করুন। প্রতিদিন একটু একটু করে কাজ করতে থাকুন। সাথে সিইও এর কাজও করুন। দেখবেন এক সময় শত শত ভিজিটর আসবে আপনার ব্লগে শুধুমাত্র গুগল সার্চ রেজাল্টস থেকে। তখন এডসেন্স থেকে পর্যাপ্ত পরিমাণে আয় করা কোন ব্যাপার না। এর সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে থাকুন যদি ওয়েব ডেভলোপার বা ওয়েব ডিজাইনার হতে চান। ডুল্যান্সার বা পিটিসি জাতীয় ভূয়া সাইট গুলোর দিকে যদি মনোনিবেশ করে থাকেন তবে তাদের কে বলবো আমার এই লেখা আপনার জন্যে নয়। আপনি আপনার পিটিসি নিয়ে থাকুন। আপনার জন্যে এই পোস্ট টি পারফেক্ট। বর্তমানে বাংলাদেশে অনেকেই আছেন, যারা প্রতি মাসে এডসেন্স থেকে শত শত ডলার আয় করতেছেন। আর সারা পৃথিবীতে গুগল এডসেন্স হল সবচেয়ে নির্ভর এবং নিরাপদ পেমেন্ট কারী সংস্থা। তাই এখানে প্রতারিত হবার কোন আশংকা নাই। প্রমান হিসেবে আমার নিজের একটি চেকে স্ক্রিন শট দিলাম দেখে নিন। যারা আমার গুগল গ্রুপে যোগ দিতে চান তারা এখানে ক্লিক করতে পারেন। সেখানে আপনি এডসেন্স, ব্লগ, ইউনিক কন্টেন্ট এবং সিইও এর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আপনার প্রশ্ন করার সুযোগ রয়েছে। পোস্ট টি কেমন লাগলো জানাবেন। যাতে আগামীতে এরকম পোস্ট আরও করতে পারি। ধন্যবাদ সবাইকে…

শুধু আপনার প্রিয় Cpmputer এর জন্য ……।

আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন । আমিও আপনাদের দুয়াই অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব,কয়েকটি New Version Windows । একটি Cpmputer এর জন্য যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিষ , আমি মনে করি সেটা হল Operating System বা Windows । এই Windows যদি নতুন Version পেতে চান তাহলে এখানে যান …।।

ধন্যবাদ সবাইকে ।

ডাউনলোড করুন Nokia মোবাইলের এর জন্যে তৈরিকৃত একটা বাংলাদেশী সফটওয়ার

নকিয়া পৃথিবীর এক নাম্বর মোবাইল ফোন কোম্পানী। বেশী বিক্রির তালিকায় এখনো নোকিয়া। আর সেরা অপারেটিং দিক থেকে সিম্বিয়ান কোন অংশেই পিছিয়ে নেই। যেমন নোকিয়া ৫৮০০, নোকিয়া এন-৮, নোকিয়া ই-৭ এবং এরকম অনেক জনপ্রিয় মোবাইলের অপারেটিং সিস্টেম হল সিম্বিয়ান। নো।কিয়ার আরও যেসব অপারেটিং সিস্টেম এর মোবাইল আছে তা হল, জাভা, মায়েমো, মিগো এবং সর্বশেষ উইন্ডোজ-৭ … আর সকল মডেল এর কথা বিবেচনা করে এই এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে । কি আছে এই এপ্লিকেশনটিতে ? এটি একটি ওয়েব বেইসড এপ্লিকেশন। এই এপ্লিকেশন এর ব্যবহার কারীরা খুব সহজেই বাংলাদেশের প্রধান প্রধান আকর্ষনীয় স্থান গুলোকে খুজে পাবেন। দেখতে পারেন স্থানটির পিকচার। জানতে পারবেন স্থানটি কোথায় অবস্থিত এবং কিভাবে যেতে পারবেন। সেখানে কোন হোটেল আছে কিনা এবং থাকলে তাদের বর্ণনা এবং ফোন নাম্বার ও ওয়েব ঠিকানা। বিশেষ করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করতে এরকম এপ্লিকেশনের বিকল্প কিছু হতে পারেনা। এই এপ্লিকেশনটি এখন নোকিয়া অভি স্টোর থেকে ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি কোন হোটেল বা কোন পার্কের কর্তৃপক্ষ হয়ে থাকেন, তবে আপনার জন্যে আছে বিশেষ সুবিধা। আপনি এই এপ্লিকেশন টিতে আপনার হোটেল এর বর্ণনা দিতে পারবেন। এপ্লিকেশন এর ডেভলোপার এর সাথে যোগাযোগ এর মেইলঃ bd_visit@yahoo.com , মাত্র কয়েক মাসেই এটি প্রায় এক লাখের মতো ডাউনলোড হয়েছে শুধু ovi store থেকে। Download Link(nokia Touch Screen): http://store.ovi.com/content/49989 and others Model: http://store.ovi.com/publisher/world%20Travel/

স্ক্রীন শট দেখুনঃ

এছাড়াও লক্ষাধিক ডাউনলোড হয়েছে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে।
নোকিয়া স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। Bangladesh লিখে সার্চ
করুন পেয়ে যাবেন। এপ্লিকেশন নামঃ Bangladesh Tour Plan ( Bangladesh
Trip Adviser )
http://store.ovi.com/publisher/world%2520Travel/
নন নোকিয়া মোবাইলে এই এপ্লিকেশনটি পেতে, অপেরা মিনি ওপেন করে লিখুনঃ
http://goo.gl/4jZVl

Source of post: http://groups.google.com/group/blog_adsense

পেওনার ডেবিট মাস্টারকার্ড












বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে Payoneer সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টারকার্ড। এই পদ্ধতিতে মাস শেষে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। এজন্য এককালীন খরচ পড়বে ২০ ডলার আর সাইটির মাসিক ব্যবস্থাপনা ফি ৩ ডলার। ATM থেকে প্রতিবার টাকা উত্তোলনের জন্য খরচ পড়বে ২.১৫ ডলার + উত্তোলনকৃত অর্থের ৩%। এই কার্ড দিয়ে টাকা উত্তোলনের পাশাপাশি অনলাইনে কেনাকাটাও করতে পারবেন। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে।

পেওনার সাইট থেকে সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যায় না। এটি পেতে হলে ফ্রিল্যান্সিং যে কোন একটি সাইট (রেন্ট-এ-কোডার, গেট-এ-ফ্রিল্যান্সার বা ওডেস্ক)-এ আপনার একটি একাউন্ট থাকতে হবে। নিচে রেন্ট-এ-কোডার সাইট থেকে কিভাবে মাস্টারকার্ডটি পাওয়ার ধাপসমূহ পর্যায়ক্রমে বর্ণনা করা হল -
Details..for…click

www.earn-help.co.cc

www.prothom-aloblog.co.cc

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

1 Click 1 Dollar সাথে থাকছে Alertpay Dollar দিয়ে টাকা Flexi এবং modem Recharge করার একটি website

সবার PTC site এর tune করা দেখে আমিও একটি PTC Site নিয়ে tune করছি , যেখানে আপনি ১ ক্লিক এর জন্য ১ ডলার আয় করতে পারবেন . সাথে থাকছে referral এর উপর ৫০% আয় করার সুযোগ . প্রতিদিন মাত্র ৭ টি করে add ক্লিক করতে হবে .তাই দেরি না করে এখনি registration করে আয় করা সুরু করুন. registration করতে এই লিঙ্ক এ ক্লিক করুন…… ………………… http://www.richptc.com/index.php?ref=shakilbd এখান থেকে আপনি alertpay এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে . Alertpay এর টাকা উত্তোলনে যাদের সমসসা হই তারা airtel,Banglalink,Robi,Grameenphone,Qubee এবং Banglalion এর কার্ড ভরতে পারবেন আপনার alertpay এর ডলার দিয়ে . alertpay ডলার দিয়ে যারা মডেম এবং flexi করতে চান তারা এই website টিতে ক্লিক করুন ……….. http://www.recharge24.net/

উইন্ডোজ এর শুরুতে নিজের বার্তা

কেমন আছেন সবাই ।।।
আসা করি ভালই আছেন ।।।
কেমন কাটলো আজকের দিনটা ।।।
তো সুরু করা জাক ।।।
উইন্ডোজ এর শুরুতে নিজের বার্তা দেখা যাবে ??? হ্য। যাবে ।।।

আর এর জন্য আমরা RUN কমান্ড ব্যবহার করবো ।।।

RUN এ গিয়ে Regedit লিখে enter চাপতে হবে ।।।
নতুন WINDOW আসবে ।।।
এখান থেকে HKEY_LOCAL_MACHINE click করতে হবে ।।।
software আসবে সেখানে Microsoft এ গিয়ে Windows NT তে ক্লিক করলে নতুন মেনু আসবে ।।।
সেখান থেকে Current Version এ ক্লিক করে সবসেশে WINLOGON এ ক্লিক করতে হবে ।।।
এবার ডান দিকের BOx থেকে Legal Notice Caption এ দুবার ক্লিক করতে হবে ।।
নতুন বক্স এ আপ্নের বার্তার শিরোনাম লিখে ok করতে হবে ।।।।
এরপর Legal Notic Text এ আপ্নের পুরা বার্তা লিখে ফেলুন ।।।
এবার OK করে বের হয়ে আসুন ।।।
আগের অবস্থায় যেতে Legal Notice Caption & Legal Notic Text এ ঢুকে আগের লিখা বার্তা গুলো মুছে
OK করে বের হয়ে আসুন।।।।

ভালো থাকুন অথবা ভালো থাকার চেষ্টা করুন ।।।।।।

যারা Adsense Account করার জন্য ছুটছেন কিন্তু হচ্ছেনা ? তারা এই ভাবে একবার ট্রাই করে দেখুন

সবাই কেমন আছেন ? আমরা সবাই কষ্ট করে একটা সাইট বানাই কিছু আয়ের জন্য আর আয়ের সব চাইতে ভাল মাধ্যম হল Google Adsense ।
গত কিছু দিন হল বাংলাদেশে Adsense Approve হয়না তার কারন আমরা নিজেরাই । ভাজে কন্টেইন, কপি পেস্ট, আর নিজের এডে নিজে ক্লিক করা, Fake Ip । আমি নিজে Google এ অনেক খুঁজাখুঁজি করে একটা Way পেলাম Adsense Account Approve করার, তাও আবার 100% revenue shares । তাই ভাবলাম এই রকম একটা Great News আপনাদের সবাইকে জানাই । আসুন তাহলে দেখি কি করতে হবে ? ।
প্রথমে এই লিঙ্ক এ যান তার পর সাইনআপ করে লগইন করুন ।
১. আপনার প্রোফাইল ৬০% পর্যন্ত পিলাপ করুন
২. Photo আপলোড করুন ১০ টি
৩. ভিডিও আপলোড করুন ৩ টি
৪. দুই থেকে পাঁচটি ব্লগ লিখুন , কপি পেস্ট থেকে বিরত থাকুন
৯. এবার প্রোফাইল এ গিয়ে Earnings (Google AdSense) এ ক্লিক করুন তার পর Create Google AdSense ক্লিক করে আপনার নতুন gmail আইডি দিয়ে Next করুন দেখবেন একটা মেইল আসবে Google AdSense থেকে সেই লিঙ্ক এ যান আপনার ডিটেইলস দিন আর অপেক্ষা Approve এর জন্য ।
আজকে এখানেই শেষ করলাম সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ । account পেলে অবশ্যই জানাবেন ধন্যবাদ,
পর্বে প্রকাশিত : banglatechnologyblog.blogspot.com

Control panel থেকে যে কোন আইটেম হাইড করুন………..

সালাম ও শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেখালেখি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটি টিউন সেটি হচ্ছে Control panel এর আইটেম গুলো হাইড সম্বন্ধে অর্থাৎ চাইলে আপনার Control panel এর যেকোন হাইড বা লুকিয়ে রাখতে পারবেন…তাহলে দেখে নিন কিভাবে করতে হয় ………..

প্রথমে আপনি আপনার কম্পিউটারে Run এ গিয়ে gpedit.msc লিখে OK করে administrative template -control panel -Hide the specified control panel item এ ক্লিক করে Enable করে দিয়ে show তে ক্লিক করে folder options লিখব অতঃপর OK করে বেরিয়ে আসব এখন Control panel অপেন করে দেখেন folder options টি নেই আমরা চাইলে অন্যান্য আইটেম গুলো এভাবে হাইড করতে পারব শুধু মাত্র আমরা show তে ক্লিক করে folder options জায়গায় আইটেমের নামটি লিখে দিব যেমন… mouse, keyboard ,system ইত্যাদি………নিচের চিত্র দেখুন…………

ভুলে যান সব কিছু Search Everything আছে না!!! (৫০০জিবি-১টেরা কোন ব্যাপার না)

আস্‌সালামূআলাইকুম’-কেমন আছেন সবাই? আমি আজ যে সফটয়ার টির কথা আপনাদের কে বলব তার নাম হলো Search Everything . বর্তমানে হার্ড ডিস্কের জায়গার পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে সমুদ্রের সাথে তুলনা করা চলে। ৫০০জিবি , ১ টেরা এখন ছেলে খেলায় পরিনত হয়েছে।কম্পিউটারের এই বিশাল পরিমাণ স্পেস যখন ফাইলে, মুভিতে পরিপূর্ণ তখন কাংখিত ফাইল খুজে বের করা খড়ের গাদায় সুই খোজারই নামান্তর। ডিফল্ট সার্চ ইঞ্জিন যেটা থাকে তা দিয়ে ফাইল খোজা আর কচ্ছপ দিয়ে রেস খেলা একই কথা।তাহলে উপায়? হ্যা উপায় একটা আছে। আর তা হলো Search Everything নামের ছোট কিন্তু অসাধারণ একটা সফটওয়্যার ব্যবহার করা।কি এমন আছে যা অন্য সফটওয়্যারে নেই?

আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এর কার্যকারিতা।

Everything search engine এর সিম্পল ফিচারঃ
ডাউনলোড
Download Everything for Windows 2000, XP, 2003, Vista, 2008 and Windows 7
ছোট ইন্সটলেশন ফাইল। (পোর্টেবলও আছে)
পরিস্কার পরিচ্ছন্ন ইন্টারফেস।
কুইক ফাইল ইনডেক্সিং। ( সেকেন্ডে ২০০০০ ফাইল)
কুইক সার্চ ইঞ্জিন।
অল্প রিসোর্স লাগে।
সব চেয়ে বড় কথা হলো সম্পুর্ন ফ্রী।
কিভাবে ব্যবহার করবেন? খুব সিম্পল। শুধু আপনার প্রয়োজনিয় ফাইলের নাম লিখবেন আর নিমিষেই সেই ফাইল চলে আসবে। আপনি ইচ্ছা করলে সেখান থেকেই ঐ ফাইল ওপেন করতে পারবেন। Tools থেকে আপনার প্রয়োজনমতো কাস্টমাইজ করে নিন।
তাহলে এত কষ্ট করে ফোল্ডার লোকেশন মনে রাখার কি দরকার? Everything search engine আছে না!
ইন্সটল করার পর কিছুক্ষন সময় দিন ইনডেক্স করার জন্য। তারপর কম্পিউটার আপনার হাতে মুঠোয়!
আশা করি সবার কাজে লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

ORB Change করুন খুব সহজেই

ORB বলতে আমি বুঝিয়েছি যে Start Menu Icon,

আমি একটা প্যাক দিচ্ছি আপনাদের এতে ২৮টি Special Icon আছে,

ফাইল গুলো ডাওনলোড করুন,

তারপর Orb Changer Software টা ওপেন করুন,

Change a click করুন,তারপর আপনার পছন্দের ORB Select করুন,

Download Link

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধের খবর এবার প্রথম আলোতে প্রকাশ পেল

বাংলাদেশ ও ভারতের কম্পিউটার হ্যাকাররা সাইবার-জগতে ওয়েবসাইট বেদখল ও অকার্যকর করার প্রতিযোগিতায় নেমেছেন। বিষয়টিকে এখন বলা হচ্ছে সাইবার-যুদ্ধ।

হ্যাকারদের ফেসবুক গ্রুপ, বিভিন্ন বাংলা ব্লগসাইটের একাধিক ব্লগে বাংলাদেশি হ্যাকারদের আক্রমণের হালনাগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশি হ্যাকার পরিচয় দানকারীরা বলছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্তে হত্যকাণ্ড ও অত্যাচার বন্ধের দাবিতে বাংলাদেশি হ্যাকাররা এই সাইবার-যুদ্ধ শুরু করেছেন। টিপাইমুখ বাঁধসহ অন্যান্য বিষয়ের কথাও তাঁরা বলছেন।

৯ ফেব্রুয়ারি ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউবে ভারত সরকারের প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে ‘বিডি ব্ল্যাকহ্যাট হ্যাকারস’। ভিডিওতে মুখোশ পরা একজন হ্যাকারকে যান্ত্রিক (রোবটিক) গলায় কথা বলতে দেখা যায়। তাঁর বক্তব্য হলো, ‘হ্যালো বাংলাদেশের নাগরিকরা, আমরা বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকারস। এখন সময় আমাদের চোখ খুলবার। বিএসএফ এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, তাদের গুলিতে আহত হয়েছে আরও ৯৮৭ বাংলাদেশি। অপহূত হয়েছে হাজারো মানুষ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা অবিচার করছে। সংকটময় এ মুহূর্তে বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে, আমরা চাই ভারত সরকার নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করা বন্ধ করুক। নতুবা আমরা ভারতীয়দের বিরুদ্ধে সাইবার-যুদ্ধ শুরু করব। এটি চলতেই থাকবে।’

তথ্যমতে, গত ১৫ দিনে ভারতের বিভিন্ন ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকাররা টুকটাক আক্রমণ চালালেও শুক্রবার রাত থেকে ব্যাপকভাবে আক্রমণ চলে ভারতীয় বিভিন্ন ওয়েবসাইটে। পাল্টা আক্রমণ হিসেবে ভারতীয় হ্যাকাররাও বাংলাদেশের সরকারি-বেসরকারি বেশ কিছু সাইট অচল করে দেন। তবে গতকাল রোববার দেখা যায় বাংলাদেশের বেশির ভাগ আক্রান্ত সাইট ঠিকঠাক করা হয়েছে।

অনলাইনের তথ্য অনুযায়ী, গতকাল রাত পর্যন্ত ভারতীয় প্রায় ১০ হাজার ওয়েবসাইটে হামলা চালানো হয়েছে বলে হ্যাকাররা দাবি করেছেন। এ ছাড়া হ্যাকাররা গতকাল বিএসএফের বিকল্প ওয়েবসাইট (bsf.nic.in) দখল করে সেটির প্রোগ্রামিং সংকেত (সোর্সকোড) উন্মুক্ত করে দেন। অপরদিকে ভারতীয় হ্যাকারদের দাবি অনুযায়ী বাংলাদেশের ৩০০ সাইটে আক্রমণ করা হয়েছে।

বাংলাদেশের ‘বাংলাদেশ সাইবার আর্মি’, ‘বিডি ব্ল্যাকহ্যাট হ্যাকারস’, ‘এক্সপায়ার সাইবার আর্মি’—এই তিনটি হ্যাকার দল এই সাইবার-যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। কয়েকজন হ্যাকার এই প্রতিবেদককে জানান, ‘বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দিয়েছে আন্তর্জাতিক হ্যাকার দল ‘অ্যানোনিমাস’। এ ছাড়া পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের শক্তিশালী হ্যাকাররা বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দিয়ে গতকাল থেকে ভারতীয় সাইটে আক্রমণ করছেন।


অপরদিকে ভারতের ‘ইন্ডিশেল’ হ্যাকার দল বাংলাদেশি সাইটগুলোতে আক্রমণে নেতৃত্ব দিচ্ছে। ইন্ডিশেল অনেকগুলো ভারতীয় ওয়েবসাইট থেকে বাংলাদেশি হ্যাকারদের হটিয়ে দিয়ে রোববার রাত পর্যন্ত সময় দিয়েছে। এই সময়ের মধ্যে ভারতের সাইটগুলোতে আক্রমণ বন্ধ না করলে বাংলাদেশের ওয়েবসাইটগুলো আক্ষরিক অর্থেই গুঁড়িয়ে দেওয়া হবে বলে ইন্ডিশেল হুমকি দিয়েছে।
প্রথম আলোয় পাঠানো ব্ল্যাকহ্যাট হ্যাকারস দলের একটি ই-মেইলে বলা হয়েছে, এই আক্রমণ চলতেই থাকবে। ওই ই-মেইলে বাংলাদেশের কোনো সাইট আক্রান্ত হলে বা আক্রমণ ঠেকাতে ওয়েবমাস্টারদের কী করতে হবে, তার পরামর্শও দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাইবার-যুদ্ধের মতো কোনো ঘটনার কথা আমাদের জানা নেই। আমাদের সরকারি পাঁচটি সাইট গত শনিবার ঘণ্টা দেড়েকের জন্য বন্ধ ছিল, তবে তা হ্যাকিং কি না, নিশ্চিত নই।’ সচিব আরও বলেন, ‘সরকারি ওয়েবসাইটগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় রক্ষণাবেক্ষণ করে। আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে অনেক সময় বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকি।’

তথ্যপ্রযুক্তির নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা বিডি সার্টের (কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম) চেয়ারম্যান সুমন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এসব হ্যাকিংয়ের ঘটনা মূলত তরুণ প্রজন্মের প্রোগ্রামাররা ঘটিয়ে থাকেন। তবে যেহেতু পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে, তাই আমাদের দিক থেকে সতর্ক থাকতে হবে। আর এই হ্যাকিংকে রাজনীতির সঙ্গে জড়ানো ঠিক হবে না। হ্যাকারদের অন্য কোনো উপায়ে দমন না করে সচেতন করতে হবে। তাঁদের বোঝাতে হবে, এসব করে কোনো ইতিবাচক ফল আসে না।’

ছদ্মনামধারী বাংলাদেশি কয়েকজন হ্যাকার প্রথম আলোকে জানান, এখন বিচ্ছিন্নভাবে ভারতীয় ওয়েবসাইটে আক্রমণ চালানো হচ্ছে। সারা বিশ্বে এখন প্রায় এক হাজার হ্যাকার এতে সক্রিয় আছেন। তিনি হুমকি দিয়ে বলেন, ‘১০ হাজার ওয়েবসাইটে আক্রমণ কিছুই না। আমাদের আসল আক্রমণ শুরুই হয়নি।’

আরও কয়েকজন হ্যাকার জানিয়েছেন, বিএসএফ সীমান্তে হত্যা বন্ধ করছে না। বারবার বলেও কোনো কাজ হচ্ছে না। তাই এই আক্রমণ। ভারতের সাইট হ্যাক করলে দুনিয়াজুড়ে বাংলাদেশের দাবিদাওয়া ছড়িয়ে যাবে। তাই আক্রমণ চলছে। ভারত সরকার দাবি মেনে নিলে আক্রমণ বন্ধ হবে।

হ্যাকিং শিখার ১০০টির বেশী ই-বুকস ফ্রী ডাউনলোড

আবারো এই সিরিজের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। এর আগে ৭ পর্বে মোট ৭০টি হ্যাকিং এ বুক শেয়ার করেছি আমি। আজকের আরো ১০টি হ্যাকিং ই বুক নিয়ে হাজির হয়ে গেলাম। দুনিয়ার সব থেকে ভালো ভালো হ্যাকিং বই গুলো বেছে বেছে আপনাদের জন্য মিডিয়া ফায়ারে আপলোড করেছি আমরা। পার্ট বাই পার্ট করা হয়েছে যেনো সবাই সহজে ডাউনলোড করতে পারেন। আসলে ভাইয়া দেখুন, কিছুটা পড়াশুনা ছাড়া হ্যাকার হওয়া কনো দিন ও পসিবল না, আপনি হয়ত জানেন না। নিচে মিডিয়া ফায়ার ডাউনলোড লিংক আছে ডাউনলোড করে নিন এখুনি একদম ফ্রী অবশই।

আজকের পার্ট ৯ এ আপনারা পাবেন ১০টি বই। সব এক সাথে দিলে লাভ নাই জগা খিচুড়ি লেগে যাবে। হাহাহহা

এখানে ক্লিক করুন ফ্রী ডাউনলোড করতে

মিডিয়া কনভার্টার এর সিরিয়াল কী নিয়ে মহা বিপদে আছেন……এসে পড়েছি বিপদ থেকে উদ্ধার করতে!!!!

বিভিন্ন ধরণের মিডিয়া ফাইল বিভিন্ন কাজে আমাদের এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্ট করা প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় যে সব কনভার্টার আমরা ব্যবহার করি তার অধিকাংশই ট্রায়াল ভার্সন, ফলে কিছুদিন পর সিরিয়াল কী নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়……

অনেক সময় পাওয়া ও যায় না, তখন কি করা???

আর চিন্তা নয়! নিয়ে এসেছি এমন একটি কনভার্টার, যার কোন সিরিয়াল কী লাগে না। এবং সফটওয়্যার টি একদম ফ্রী!!! যার নাম “Format Factory”.

এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোন ধরণের ভিডিও, অডিও, পিকচার যে কোন ফরম্যাট এ কনভার্ট করতে পারবেন। তাই এখন আর কনভার্টার নিয়ে বা ট্রায়াল ভার্সন এর জন্য সিরিয়াল কী নিয়ে চিন্তার কোন দরকার আছে বলে আমি মনে করি না। নিশ্চিন্তে ব্যবহার করুন “Format Factory”.

ভাল থাকুন সবাই।

ধন্যবাদ।

Download Link: http://download.cnet.com/FormatFactory/3000-2194_4-10968547.html

রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

task managerছাড়াই এক ক্লিকে বন্ধ করুন হ্যাং হয়ে যাওয়াprogram

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর বিভিন্ন বিরক্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি হল প্রোগ্রাম রেসপন্স না করা অর্থাৎ হ্যাং হয়ে যাওয়া। র‌্যাম এর স্বল্পতা, ভাইরাস, নিম্নমানের প্রোগ্রাম ডিজাইন ইত্যাদি বিভিন্ন কারনে এই সমস্যা হতে পারে। যখন কোন সফটওয়্যার হ্যাং হয়ে যায় তখন আমরা সাধারনত Alt+Ctrl+Del চেপে টাস্ক ম্যানেজার ওপেন করে সেই সফটওয়্যার বন্ধ করে থাকি। তবে কিছু কিছু ক্ষেত্রে টাস্ক ম্যানেজার খুলতেও যথেস্ট সময় লাগে, কারন এটি শুধু সেই হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম নয় বরং আরও অনেক কিছু নিয়ে লোড হয়। আর তাই টাস্ক ম্যানেজার ওপেন না করে এক ক্লিকে হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম বন্ধ করে দিলে কেমন হয় ? দেখা যাক এটি কিভাবে করা যায়।
***প্রথমেই ডেস্কটপ এ রাইট ক্লিক করে New > Shortcut সিলেক্ট করুন।

***এবার একটি ডায়ালগ বক্স দেখা যাবে যেখানে আপনার শর্টকাট এর লোকেশন জানতে চাইবে। সেখানে নিচের লেখাটি কপি করে পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
taskkill.exe /f /fi “status eq not responding”

***শর্টকাটটির পছন্দমত একটি নাম দিন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। এখন কোন প্রোগ্রাম হ্যাং হয়ে গেলে শুধু এই শর্টকাটে ডাবল ক্লিক করলেই সেই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। টাস্ক ম্যানেজার ওপেন করার আর কোন ঝামেলা থাকল না।

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২

How You Can Test Your Internet Speed With Your PC

অনেকেই একটি বিষয় লক্ষ করে থাকবেন যে আমরা বিভিন্ন ভাবে ইন্টারনেটের গতি বৃদ্ধিকরন নিয়ে অনেক ধরনের লেখা পড়ে থাকি। অনেক সময় সেগুলো অনুসরণ করে ইন্টারনেটের গতি বৃদ্ধিকরার চেষ্টা করি। কিন্তু কিভাবে আপনি পরীক্ষা করে দেখবেন যে এই টিপসগুলো সত্যিকার অর্থে কাজ করে? বিষয়টি আপনি এখন খুব সহজেই বুঝতে পারবেন।
নিন্মের লেখা গুলো মনযোগ সহকারে পড়ে দেখুনঃ
১. প্রথমে আপনি ইন্টারনেটের গতি বিষয়ক টিপসগুলো অনুসরনের পূর্বে আপনার পিসিতে ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় যেকোন বড় আকারের ফাইল ডাউনলোড শুরু করুন। এটি হতে পারে 1MB বা অন্যকোন আকারের যাতে কিছু সময় অতিবাহিত হয়।
২. এখন, উক্ত সময়ের মধ্যে Run > taskmgr > Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার সক্রিয় করুন।
৩. এবার সেখান থেকে Networking ট্যাবটিতে যেয়ে দেখুন, আপনি আপনার provider -এর কাছথেকে কতটা সার্ভিস পাচ্ছেন বা আপনার সিষ্টেম, আপনার ইন্টারনেট সার্ভিসকে কতটা Utilize করতে পারছে। সেটি নিশ্চই 50% এর বেশি নয়?
খুব সুন্দরভাবে গ্রাফে চিত্রের মাধ্যমে সেটি কি দেখতে পেয়েছেন?
৪. এবার ডাউনলোড cancel করে ইন্টারনেটের গতি বিষয়ক টিপসগুলো অনুসরন করুন এবং একটি রিষ্টার্টের পরে পূনরায় টিপসের নিয়মগুলি মেনে ইন্টারনেট ব্যবহার আরাম্ভ করুন।
৫. এখন পূনরায় সেই বড় আকারের ফাইল ডাউনলোড শুরু করুন। তারপর, Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার ওপেন করুন এবং এবার সেখান থেকে Networking ট্যাবটিতে যেয়ে দেখুন, আপনার নেটওয়ার্কের Utilization কতটা বৃদ্ধি পেয়েছে!
এছাড়া ইন্টারনেটের মাধ্যমেও আপনি আপনার নেটওয়ার্কের গতি পরিমাপ করতে পারেন। এটি করতে www.speedtest.net ঠিকানায় যেয়ে সেখানের পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজগুলো সম্পন্ন করুন।

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১২

বাংলাদেশী PTC সাইট । এইবার টাকা নগদ পাবেন।

বাংলাদেশী PTC সাইট । এইবার টাকা নগদ পাবেন।

এই সাইট এ আপনি প্রতিদিন ০.১০ ডলার কামাতে পারবেন।

আপনার ২ ডলার হলে আপনি Hand Cash & BKash অথবা ALERTPAY আইগুলোর মাধ্যমে টাকা তুলতে পারবেন।

MORE DETAILS

Package Details:
Package Name:P1*
Membership For : Lifetime
Daily Links : 1 ~ 100
Duration : 10 Sec~30 Sec/Per Link
Monthly Income : Unlimited BDT +Paid To Read Bonus BDT
Reference Click Bonus : $10% (You Will Get $ 10% For Each Click By Your Members)
Reference : Unlimited
Registration Fee : FREE (For Limited Time Only)
Summary “You Don’t Have To Pay Any Money Just Register,Click,View & Earn” Instantly + Minimum Payout Is $ 2 !!
Payment Via : Hand Cash & BKash

তাহলে আর দেরি কেন এখনি রেজিস্টার করুন এখান থেকে।

রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১২

সিম না খুলেই জিপি মডেমে টাকার ব্যালেন্স দেখুন!!!!!!!!

কেমন আছেন সবাই>>>>আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোষ্ট করতে যাচ্ছি। পোষ্টটি গ্রামীণফোন মডেম ব্যবহারকারীদের জন্য।

গ্রামীণফোন মডেমে আপনার অবশিষ্ট ডাটার পরিমাণ আপনি ৫০০০ তে মেসেজ করেই জানতে পারবেন। But টাকার (*৫৬৬#) ব্যালেন্স জানতে হলে আপনাকে মডেম থেকে সিম টি খুলতেই হত! সিমটি খুলে মোবাইলে ভরে তারপর এতদিন ব্যালেন্স চেক করতেন। বারবার মডেম থেকে সিম খুলার কারণে বহু মডেম নষ্ট হয়ে গেছে। আসলে আমার মা’র অফিসের মডেমটি কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল বার বার সিম খুলার কারণে। এরপর মাথায় বুদ্ধি এল যে গুগলে সার্চ দিয়ে এর কোন সমাধান বের করতে পারি কিনা। অবশেষে সমাধান পেয়ে গেলাম। এখন সমাধানটি আমি আপনাদের সাথে শেয়ার করবো।

আর কোন মডেম নষ্ট হবে না>>>>>>সিম খোলার ঝামেলা অবশেষে শেষ>>>>>>>আমি আজ এমন একটি টিপস নিয়ে এলাম যার সাহায্যে সিম না খুলেই মডেমেই টাকার ব্যালেন্স সহ যেকোন ব্যালেন্স দেখতে পারবেন!!!!!!!!

এজন্য আপনাকে যা যা করতে হবেঃ

প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে USSD Activator Plugin নামক একটি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

http://www.mediafire.com/?26q071b0qqf9ltg

(বিঃদ্রঃ আপনার মডেম এর মডেল জানতে মডেম এর পিছনের দিকে লক্ষ্য করুন। সেখানে মডেল নম্বরটি জানতে পারবেন।)

ডাউনলোড এর শেষে সফটওয়্যারটি আনজিপ করে আপনার পিসিতে Install করুন।

এবার আপনার মডেম টি রির্ষ্টাট দিন। (জিপি ইন্টারনেট সফটওয়্যার বন্ধ করে মডেম টি আপনার পিসি থেকে খুলুন এবং তারপর আবার লাগান)

পুনরায় জিপি ইন্টারনেট সফটওয়্যারটি চালু করুন। এবার উপরের দিকে টুলবারের শেষে নতুন একটি টুল USSD যুক্ত হয়েছে। এখন ওই টুলে ক্লিক করেই আপনি *৫৬৬# ডায়াল করে ব্যালেন্স জেনে নিতে পারেন। এছাড়াও মোবাইলের মাধ্যমে যে সমস- কাজ করা যায় সেগুলোও আপনি এই টুলের সাহায্যে করতে পারবেন।

আশা করি এই পোষ্টটি আপনাদের উপকারে আসবে।

ধন্যবাদ।।।।।।।।।।।।

যুক্তরাজ্যে ভর্তি ও আবেদনের নির্দেশিকা বাংলায়

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য ও দরকারি নির্দেশিকা এখন থেকে বাংলাতেই পাওয়া যাবে। ভর্তি তথ্য, আবেদন, বৃত্তি, বিষয়ভিত্তিক ভর্তি যোগ্যতা, খরচ কেমন হবে- সব তথ্যই পাওয়া যাবে বাংলায়। বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য এসব তথ্য ও নির্দেশিকা সরবরাহ করছে ব্রিটিশ কাউন্সিল। অনলাইনে নির্দেশিকা পেতে ক্লিক করুন এ লিংকে- http://www.britishcouncil.org/bangladesh-education-study-in-uk-education-information-sheets-bangla.htm
শিক্ষাবিষয়ক এমন আরো তথ্য পেতে চোখ রাখুন এ সাইটে- www.studentcarebd.com

খোকাবাবু ( ইন্ডিয়ান বাংলা মুভি) [ Resume capability সহ]

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর পোস্ট করতে বসলাম। মনে চাইল তাই বসে পরলাম। আমরা যারা কলকাতার বাংলা মুভি দেখি তারা অবশ্যই খোকাবাবু মুভিটির জন্য অবশ্যই অপেক্ষা করছি। আর অপেক্ষা নয়। এখুনি ডাউনলোড করে নিন আপনার পছন্দের মুভি। নিচে লিঙ্ক দেওয়া হল ঃ


ডাউনলোড লিঙ্ক



ভাল লাগলে কমেন্ট করতে ভুল্বেন না।

[লক্ষ্য করুন]এবার আপনিও হতে পারবেন একটি Social Network এর মালিক! (কিংবা সোজা কথায় শেয়ারহোল্ডার!)


ফেসবুকের মাধ্যমে মার্ক জুকারবার্গ আজ বিলিয়নিয়ার।(17.5 Billion !!)

ভাবতে পারেন বাংলাদেশী টাকায় কত?

Peter Thiel
যিনি প্রথম ফেসবুকে তার টাকা ইনভেস্ট করেছিলেন তখন তিনি কি ভেবেছিলেন যে তার ৫ লক্ষ ডলার এর বিনিময়ে তিনি পরবর্তীতে ১০ মিলিয়ন ডলার আয় করবেন?

কি? এখন নিশ্চ্য আপনি ভাবছেন যে,ইশ ! এইরকম কোনো সুজুগ যদি আপ্নিও পেতেন। একটি সোশ্যাল নেটওয়ার্ক এর মালিক যদি হতে পারতেন,তাই না?

যদি এমন হয় একটি ওয়েবসাইট যেখানে আপনি জয়েন করার সাথে সাথে আপনাকে ownership অফার করে, চমৎকার হয় তাই না?

“Zurker” – A New Social Network owned By You

(যার মালিক এর সদস্যরা)

এই ওয়েবসাইটটির সাথে আমার প্রথম পরিচয় হয় John Chow এর একটি টুইটার টুইটের মাধ্যমে।
অন্যান্য social networking website এর মতই এই ওয়েবসাইট । ফারাক শুধু একটাই এই ওয়েবসাইট আপনাকে ওয়েবসাইটটির মালিক হতে সুযোগ দিচ্ছে।

ইউনিক আইডিয়া,তাই না। ব্যপারটা নিয়ে গুগল বাবাজির কাছে হাজির হলাম। দেখলাম নাহ ব্যাপাটা সত্যি এবং zurker এর Founder খুবই সিরিয়াস।

“If you ask zurker “What’s the point of Zurker since we already have Facebook and Google+?” their answer is, “Zurker is fundamentally better than FB. FB and G+ are driven by corporations with their corporate goals. Zurker is owned by its members. Its product is designed to do just one thing, work well for the members, and corporate revenue is passed on to the members.”

অর্থাৎ এই ওয়েবসাইটের মালিক হবেন আপনি,আমি আর সাধারণ ইউজার।

ব্যাপারটা আরো পরিস্কার করে বলছি—

ওয়েবসাইটটি এখন বেটা টেস্টে আছে। অন্যের কাছ থেকে ইনভাইট পেলেই শুধু আপনি সেখানে জয়েন করতে পারবেন। তখন আপনি যদি অন্য কাউকে ইনভাইট করেন (আপনার ফ্রেন্ড/ ফ্যামালি সদস্য), তারা যদি আপনার লিঙ্ক এ ক্লিক করে সরাসরি জয়েন করেন আপনি পাবেন 1 Vshare । আপনি চাইলে সরাসরি ক্যাশ টাকার মাধ্যমে শেয়ার কিন্তে পারবেন সেক্ষেত্রে 1 Vshare = 1 USD সমমূল্যের । প্রতি মেম্বার ৫০০ শেয়ার সংগ্রহ করতে কিংবা কিনতে পারবেন।
এই ব্যাপারটা কিছুটা জটিল, সরাসরি তাই লিংকটা দিয়ে দিলাম।

About Vshare

ওয়েবসাইটটি uk,us,india,Philippines, New Zealand, Australia এবং Canada এর ইউজারদের জন্য আলাদা ওয়েব পোর্টাল খুলেছে। সেইসাথে বাদবাকি দেশের ইউজার রা শুধু মাত্র জয়েন করতে পারবেন Worldwide পোর্টালের সাহায্যে । তবে ভিন্ন ভিন্ন পোর্টালের মাধ্যমে জয়েন করলেও আপনি Zurker Worlwide এর মেম্বার হয়ে সহজেই Zurker Uk কিংবা US, India এর মেম্বার সাথে কানেক্ট হতে পারবেন।

Zurker কি তবে User Owned Facebook Type Social Network? YES.

তাদের সাইট থেকে-
“Facebook is dominant right now, but it started off as a small startup nobody had ever heard of. Facebook had a clever strategy for growing quickly, and replaced the dominant social networks of the time (MySpace and Friendster). Zurker is starting off as a small startup nobody has ever heard, but we have a clever strategy for growing quickly and developing an awesome product until we replace the dominant social network of our time.”

মনে প্রশ্ন আস্তে পারে এই ওয়েবসাইট কি SCAM?

এখন পর্যন্ত না। তারা একটি ওপেন অ্যাকাউন্ট বই এর মাধ্যমে তাদের হিসাব নিকাশ সবার সাথে প্রকাশ করছে। তাই একজন শেয়ার হোল্ডার হিসেবে আপনি সবকিছু মনিটর করতে পারবেন।

যেহেতু zurker এ জয়েন করা free তাই আমার দৃষ্টিতে এখানে হারানোর কিছু নেই। তাই আপনি ও জয়েন করে দেখতে পারেন। এমন সুযোগ হাতছাড়া করবেন কেনো?

http://www.zurker.net/i-1818-stbsgmvynx

DISCLAIMER: zurker এ এখন শুধুমাত্র অন্যের কাছ থেকে ইনভাইট পেলেই জয়েন করা যায়। তাই আমি আমার রেফারেল লিংকটা এখানে শেয়ার করলাম। আপনি যদি এই রেফারেল লিঙ্ক এ ক্লিক করে জয়েন করেন আমি এর বিনিময়ে ১ টি Vshare পাবো (যা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে যখন আপনি কাউকে ইনভাইট করবেন।) ্যদি আপনার এখনও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে

Zuker FAQ পড়ুন।

জয়েন করার পর অবশ্যই

Zurker Guide টি পড়ে নিবেন ,তাহলে সাইটটির বিভিন্ন ফাংশন ,নেভিগেশন ইত্যাদি সম্পর্কে ধারণা পাবেন।

সবশেষে একটি প্রশ্ন আপনাদের জন্য,
আপনারা কি মনে করেন, এই google plus,facebook ,twitter এর মাঝে Zurker এর মত অন্য ধাঁচের social network কি জনপ্রিয়তা পাবে? আপনার মতামত কি?

প্রথম প্রকাশ >আমার সামহ্যোয়ার ইন ব্লগে

অ্যাডমিনিস্ট্রেটর user ছারা অন্য যে কোন users থেকে internet connection বিচ্ছিন্ন করতে চান না কি?

আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।আজ আমি আপনাদের দেখাব কি করে WIN7 এর অ্যাডমিনিস্ট্রেটরের user ছারা অন্য যে কোন users থেকে internet connection বিচ্ছিন্ন করবেন।

প্রথমে Search গিয়ে gpedit.msc টাইপ করেন এবং gpedit.msc ক্লিক করুন।

তা অপেন হওয়ার পর দেখাবে কম্পিউটার কনফিগারেশন ও ব্যবহারকারীর কনফিগারেশন আপনি ব্যবহারকারীর কনফিগারেশন ক্লিক করুন।

তারপর Administrative Templates→Network→ এখন, find Prohibit access to properties of components of a LAN connection setting, right ক্লিক করে Edit option ক্লিক করুন।

তারপর select Enabled button click OK.

তারপর আপনি যুদি চান Properties options hide করে দিতে তাও আপনি পারবেনা

আপনাকে যা করতে হবে Prohibit access to properties of a LAN connection গিয়ে select Enabled button click OK.

তার পর যখন অন্য কোন user কম্পিউটার অপেন করবে আর properties click করবে এরকোম ম্যাসেজ আসবে

আর যখন Properties options hide করে দিবেন তা হলেত আর কথাই নেই।

কাজ শেষ নাকে তেল দিয়ে ঘুমান।

সফটওয়্যার ছাড়াই মাত্র ৩০ সেকেন্ডেই পর্ণ সাইটগুলো ব্লক করুন

আসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজে আবার স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। শিরোনাম দেখেই চমকিত হইয়েন না। জ্বী, যেটা শিরোনাম দিয়েছি সেটা ১০০% ঠিক। তাহলে চলুন…

ইন্টারনেটে পর্ণ সাইটের অভাব নাই। সার্চ দিলেই হাজার হাজার এই সব আজাইরা সাইট চলে আছে। এই গুলো দূরে রাখতে আমরা বিভিন্ন ধরনের প্লাগইন্স ও সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু আজ আমি আপনাদের দেখব কিভাবে সফটওয়্যার বা প্লাগইনস ছাড়াই এই সব আজাইরা পর্ণ সাইটগুলো বন্ধ রাখা যায়।

প্রথমে Control Panel এ যান।

এখান থেকে Network and Sharing Center এ ক্লিক করুন।

এবার Local Area Connection এ ক্লিক করুন।

এবার Properties এ ক্লিক করুন।

এবার এখানের Internet Protocol Version 4 (TCP/IPv4) এ ক্লিক করে Properties এ ক্লিক করুন।

এবার এখান থেকে Use the following DNS server address এ ক্লিক করুন।
এবার Preferred DNS server এ দিনঃ 208 . 67 . 222 . 123
এবার Alternate DNS server এ দিনঃ 208 . 67 . 220 . 123
এবার Ok করুন। এবার চেষ্টা করে দেখুন পর্ণ সাইটগুলোতে ঢুকতে পারবেন না।

► ইন্টারনেটের গতি বৃদ্ধির গোপন টিপস !! ◄ Get Ready For a Speedy Internet Browsing

বেশ কয়েকদিন পরে আবার লিখতে বসলাম। আমরা ইন্টারনেট ব্যবহারের জন্য বিভিন্ন ব্রাউজার ব্যবহার করি। তো যারা মজিলা ফায়ারফক্স ব্রাউজার হিসেবে ব্যবহার করেন তারা সেটি Customize করে ইন্টারনেটের গতি বেশকিছুটা বৃদ্ধি করতে পারেন। এজন্য নীচের টিপসগুলো সতর্কতার সাথে অনুসরন করুন।

*** মজিলা ফায়ারফক্সের সাহজ্যে ইন্টারনেটের গতি বৃদ্ধি ***

১) আপনার ইন্টারনেটে Page খোলার সময় কমাতে চাইলে সহজেই পারবেন ফায়ারফক্সের পাইপলাইন সুবিধাটির মাধ্যমে। এজন্য আপনি Address bar এ গিয়ে about:config লিখে Enter করুন। কোন নোটিফিকেশন আসলে Ok করে দিন। এবার ফিল্টারে যেয়ে টাইপ করুন network.http

এখন নীচে আসা লিষ্ট থেকে ‘network.http.pipelining’ –এর উপর ডবল ক্লিক করে ‘true’ করে দিন।

২) একই উপায়ে ‘network.http.proxy.pipelining’ –এর উপর ডবল ক্লিক করে ‘true’ করুন।

৩) ‘network.http.pipelining.maxrequests’ –এর উপর Right Click করে Modify অপশনে ক্লিক করেন এবং ভ্যালুর ঘরে মান 30 দিয়ে Ok করে দিন।

এর অর্থ হল আপনার ব্রাউজার একই সময়ে সর্বোচ্চ 30টি অনুরোধ জানাতে পারবে।

৪) এই পৃষ্ঠার ফাঁকা স্থানে Right ক্লিক করে New থেকে Integer অপশনটি সিলেক্ট করেন। এর নাম Type করেন nglayout.initialpaint.delay । এরপর Ok করে মানের ঘরে 0 লিখে পূনরায় Ok করুন।

এর অর্থ হল আপনার ব্রাউজার তথ্য পেতে 0 সময় অপেক্ষা করবে।

৫) সবসময় ব্রাউজারের Log পরিষ্কার করুন।

৬) টেম্পরারি ইন্টারনেট ফাইলগুলো এবং ‘Cookies’ -ব্রাউজের পরে পরিষ্কার করুন।

৭) Recent Browsing History কিছু সময় পরপর Tools থেকে ক্লিয়ার করে দিন।

তবে এতে আপনার ভিজিট করা সকল সাইটের ঠিকানা মুছে যাবে। আপনি Back করে আগের Page -এ সরাসরি ব্রাউজার থেকে যেতে পারবেন না। সেক্ষেত্রে সাইটে থাকা Back অপশনে Click করতে হবে।

৮) যদি পারেন তো ব্রাউজারের Automatic Update অপশনটি নিস্ক্রিয় করে রাখুন।

৯) সম্ভ‌ব হলে ব্রাউজারের Tools > Option > Content থেকে Load Image Automatically থেকে টিক তুলে দিয়ে ইমেজ লোডকরা বন্ধ করে দিন। শুধু যখন প্রয়োজন ,তখন সুবিধাটি চালু করুন।

১০) পোর্টেবল ব্রাউজার ব্যবহার থেকে বিরত থাকার চেষ্টা করুন এবং পারলে সবসময় আপডেটেড ব্রাউজার ব্যাবহার করুন।

গতি আরো বৃদ্ধি করতে ইন্টারনেট ডাউনলোড এক্সেলেটর ব্যবহার করতে পারেন। Internet Download Accelerator মাত্র 8MB সাইজের এবং এটি আপনার ডাউনলোডের সময় অনেকটা কমিয়ে আনে।

এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন এবং ইনষ্ট‌ল করে নিন।
আশাকরি, আপনাদের এই টিপসগুলি একটুহলেও উপকারে আসবে। কোথাও কোন সমস্যা হলে আমাকে অবশ্যই স্বরণ করবেন। চেষ্টা করব সমাধান করার। আজকের জন্য এতটুকুই।

হার্ডওয়্যার পরিবর্তন ছাড়া ইন্টারনেটের গতি বাড়ানোর উপায় !� Get Ready For Fastest Internet Experience Without Changing Hardware

আমরা সবসময় ইন্টারনেটের সীমাহীন পরিমন্ডলে যথাসম্ভব দ্রুততার সাথে চলতে চাই। এই কারনে বিভিন্ন উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ষ্ঠানের সরণাপন্ন হই। ভাল ডেফিনেশনের কম্পিউটার ব্যাবহারের চেষ্টা করি। ইন্টারনেটের সারভারগুলোও সময়ের সাথে সাথে আপগ্রেড করা হয় উচ্চ গতির তথ্য বিনিময়ের উদ্দেশ্যে।

কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে অনেককিছুই পরিবর্তিত হলেও আমাদের ইন্টারনেটের গতি পড়ে আছে সেই মান্ধাতার আমলে। অনেক সময় দেখা যায়, উচ্চগতির ইন্টারনেট সংযোগ নেয়ার পরেও ব্যবহারের সময় আশানুরূপ গতি আমরা পাই না। এর বিভিন্ন কারন রয়েছে। নীচে আপনার ইন্টারনেটের গতি তুলনামূলক বৃদ্ধি করার কিছু উপায় দেয়া হল।

✦ ইন্টারনেটের গতি বৃদ্ধি করার বিভিন্ন উপায়ের মধ্যে ১০টি গুরূত্বপূর্ন উপায়: ✦

১) প্রথমে সফল ভাবে আপনি যে সংযোগটি ব্যবহার করেন, সেটি দিয়ে ইন্টারনেটে যুক্ত হোন।

এখন www.speedtest.net ঠিকানা থেকে আপনার বর্তমান ইন্টারনেটের গতি দেখে আসুন কিংবা আপনার পরিচিত কোন সাইট থেকে নিদৃষ্ট পরিমান সাইজের কোন ফাইল নামান। এটি হতে পারে 1MB এবং একই সাথে কত সময় লাগে ফাইলটি ডাউনলোড হতে তা লক্ষ করুন।
২)এবার কানেকশনটি Disconnect করে দিয়ে মডেম/ডিভাইসটি লাগানো অবস্থায় আপনি আপনার কম্পিউটারের Run এ গিয়ে লিখুন compmgmt.msc এবং কিবোর্ড থেকে Enter চাপ দিন। অথবা My Computer এর উপর Right Click করে Manage অপশনটি ক্লিক করুন। কম্পিউটার Management চালু হবে।

এবার বামে থাকা Device Manager ক্লিক করলে ডানে আপনি আপনার কম্পিউটারের ডিভাইসগুলোর লিষ্ট দেখতে পারবেন। এখান থেকে Ports(Com & Lpt) আইকনের বা’দিকের (+) চিন্হটিতে ক্লিক করুন। আপনার কম্পিউটারে সংযুক্ত সকল ডিভাইসের কমিউনিকেশনের পোর্ট দেখতে পাবেন। এখান থেকে Communications Port এর উপর ডবল Click করুন।

Properties Open হবে।

এখান থেকে Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। Data Bits সর্বোচ্চ (8) এবং Advance অপশনে যেয়ে রিসিভ এবং ট্রানেসফার বাফার High দেয়া আছে কি’না লক্ষ করুন।

৩) একই উপায়ে Communications Port এর নীচে থাকা আপনার মডেমটি যদি Show করে তবে সেটির ক্ষেত্রেও Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। Data Bits সর্বোচ্চ (8) এবং Advance অপশনে যেয়ে রিসিভ এবং ট্রানেসফার বাফার High দেয়া আছে কি’না লক্ষ করুন।

৪) Run > compmgmt.msc > Computer Management থুলে আপনার Modems অপশনটিতে ডবল ক্লিক করে Properties এ যান এবং Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। (অবশ্যই মডেমটি লাগানো ও ডিসকানেক্ট করা অবস্থায়)

৫) প্রতিবার ইন্টারনেটে যুক্ত হওয়ার পূর্বে Control Panel থেকে Network Connection এ যেয়ে আপনার কানেকশনটিতে ডবল ক্লিক করে Properties অপশনটিতে গিয়ে Configure অপশনটি ক্লিক করুন এবং Maximum Speed সর্বোচ্চ রয়েছে কি’না দেখুন।

না থাকলে সর্বোচ্চ মান (921600) ঠিক করে দু’বার Ok করুন। তবে অবশ্যই কানেকশনটি Disconnect করে দিয়ে মডেম/ডিভাইসটি লাগানো অবস্থায়।

৬) বারবার ৫ নং টিপসটি অবলম্বনের বিরম্বনা এড়াতে ‘Network Connection’ এ যেয়ে আপনার কানেকশনটির একটি Shortcut লিংক তৈরি করে Desktop এ রেখে দিন এবং পরবর্তিতে শর্টকাট ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হোন।

*** গোপন টিপসঃ

৭) ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় Run > taskmgr > Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার ওপেন করুন।

সেখানের Application ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কানেকশনের Application –টিতে Right/ডান ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে নেটওয়ার্ক কানেকশনের Application-টির প্রসেস দেখাবে।

উক্ত Process এর উপরে Right Click করে Set Priority থেকে ‘AboveNormal’ সিলেক্ট করে দিন।

৮) ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় টাস্ক ম্যানেজার ওপেন করুন।

সেখানের Application ট্যাব থেকে আপনার ইন্টারনেট ব্রাউজার Application (যেমন Mozilla Firefox) –টিতে Right ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে ইন্টারনেট ব্রাউজার Application-টির প্রসেস দেখাবে।

উক্ত Process এর উপরে Right Click করে ‘Set Priority’ থেকে ‘High’ সিলেক্ট করে দিন।

৯) ৭ এবং ৮ নং –এ বর্নিত কাজ প্রত্যেক বার Application চালু করার পরে করতে হবে।

কেননা Application বন্ধ করলে উক্ত সেটিংস পরিবর্তন হয়ে যায়।

এছাড়া অতিরিক্ত গতির আশায় Priority রিয়েল টাইমে দিবেন না। এতে করে আপনার কম্পিউটারে প্রসেসরের উপরে অতিরিক্ত চাপের সৃষ্টি হয় এবং কিছু সময় পরে আপনার কম্পিউটার রিষ্টার্ট নিতে পারে।

১০) এখন পূনরায় প্রথম পদ্ধতি অনুসরন করে দেখুন যে আপনার কম্পিউটারের গতি পূর্বাপেক্ষা বেড়েছে কি’না।

এখন এতটুকুই। ভাল লাগলে অনুপ্রেরনা দিতে ভুলবেন না। সকলে ভাল থাকবেন এই কামনায় আজকের মত আল্লাহ্হাফেয।

সহজেই আয় কোরুন সম্পূর্ণ ফ্রি বাংলাদেশি পিটিসি সাইট

“অনলাইনে টাকা আয়ের সেরা নতুন সাইট
সাইটটিতে রেজিস্ট্রেশন করতে হলে ক্লিক করুন
http://www.ptcforbd.com/?ref=shakilbd



হ্যা…..নতুন পিটিসি সাইট রিলিজ হয়েছে।কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি । কোন ইনভেস্ট লাগবেনা । কাজ ঠিক dolancer, skylancers এর মত/তারা এটিকে আক্ষায়িত করেছে বেস্ট ডিল হিসেবে।তাদের দাবি এটি আপনার পিটিসি সম্পরকে সব ধারনা পুরা পালটে দিবে। তবে অনান্য পিটিসি সাইট থেকে এটি ভিন্ন। কারন সম্পূর্ণ ফ্রি বাংলাদেশি পিটিসি সাইট।আপনি খুব সহজেই ২0 টি add click কোরে প্রতিদিন মাত্র 15 মিনিট সময় ব্যয় করে
ডলার কামাতে পারবেন প্রতিটি ADD এ সময় লাগে 15 সেকেন্ড ।এর ব্যবহার বিধি খুব সহজ হওয়ায় যেকেউ এর মাধ্যমে অনলাইনে টাকা কামাতে পারবেন।এর জন্য বাড়তি নলেজের প্রয়োজন নেই।যারা ফ্রীলান্সিং এ বিড করে করে ক্লান্ত তারা এখানে বলতে গেলে বিনা পরিশ্রমেই টাকা কামাতে পারবেন।পড়াশোনা বা চাকরির পাশাপাশিও করতে পারবেন।…এর জন্য তেমন বাড়তি সময় বা শ্রম দিতে হবে না। আপনি AlertPay Hand Cash,Mobile Recharge,BKash,DBBL মাধ্যমে সহজেই টাকা তুলতে পারবেন যখন তখন। 2$ হোলেই টাকা তুলতে পারবেন।

অনেকেই অভিযোগ করেন তারা পে আঊট করেছেন…… অথচ টাকা হাতে পান না। ফলে তাদের পুরো পরিশ্রমই বিফলে যায়।এই সাইটে এ রকম হওয়ার আশংকা নেই, কারন এই ব্যাপারে সাইট করতিপক্ষ আশস্থ করেছে।তাছাড়া এটি যেহেতু 2$ হোলেই পে করবে, তাই প্রথম 10 দিনেই পে আঊট করলেই বুঝতে পারবেন সত্যিই টাকা পাওয়া যায় কি না। কাজেই অনান্য সাইটের মত টাকা না পাওয়ার কারনে আফসোস করতেও হবে না।

ইতিমধ্যেই এর মেম্বার সংখ্যা ৩ দিনে ২৫০ ছারিয়ে গেছে। সাইটটি চাইলে এখনি রেজিস্ট্রেশন করতে পারবেন। শুধু তাই নয়, আপনার জন্য রেফারেল কালেক্ট করতে পারবেন এখন থেকেই, সেই সুযোগ দিয়েছে সাইটটি।

এখন রেজিস্ট্রেশন করলে কিছু বাড়তি সুবিধা পাবেন। কারন কিছু বোনাস ঘোশনা করা হয়েছে যারা আগে জয়েন করবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে এখুনি শুরু করে দিন টাকা কামানর নতুন মিশন।

সাইটটিতে রেজিস্ট্রেশন করতে হলে ক্লিক করুন
http://www.ptcforbd.com/?ref=shakilbd
*** সমস্যা হলে আমাকে জানাবেন ।
01619482424
01719482424
01919482424
01911604679



Checkout দেখপতেপারেন http://www.youtube.com/watch?v=c9AsqWLJNhQ&context=C3b2453bADOEgsToPDskKk4gdRhlBJOluFKGy4oZRd

http://www.youtube.com/watch?v=-jaoD4PeDaU&context=C32d34c2ADOEgsToPDskKg7wYCgXskUNjsSAoVdAGy

দেখপতেপারেন http://www.ptcforbd.com/pages/faq

Thanks

ইন্টারনেট এর মাধ্যমে টাকা উর্পাজন এর নির্ভরযোগ্য একটি ওয়েবসাইট ২ এবং এলার্টপে ও পেপাল থেকে mobile এ টাকা transfer করার পদ্ধতি

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমি আমার আগের পোস্টে একটি site সম্বন্ধে আলোচনা করেছিলাম….

আজ আমি আপনাদের ইন্টারনেট এ আয় করার আরেকটি reliable site সমন্ধে বলব…..যে site এ আপনারা click করে,Games খেলে এবং বিভিন্ন Task (কাজ) করে টাকা আয় করতে পারবেন…. যারা ইন্টারনেট এ সহজে আয় করতে চান তাদের জন্য এই পোস্ট টি….

সেই অভাবনীয় site টির নাম ….ClixSense…এখানে আপনি কোনো টাকা ছাড়া registration করতে পারবেন….এটি অন্যান্য PTC site এর মত নয়…আমি অনেক পিটিসি bux সাইটে কাজ করেছি তার ভিতর Clixsense সাইট টিতে দেখলাম Minimum Payout এ Reach করার পর ওরা সাথে সাথেই পেপাল এবং AlertPay তে পেমেন্ট দিয়ে থাকে ….

ClixSense এর কিছু ফিউচার দেওয়া হলো….

Membership fee: Free
Number of daily ads: 25+
Earning per own click: $0.05
Earning per referral click: $0.01
Minimum payout: $6.00 for Premium, $8.00 for Standard
Payment method: alertpay, paypal, liberty reserve
Payment request: instant
Earning from Games: $0.25
Earning from every Task: $0.10

এখানে বিভিন্ন Advertise এ ক্লিক করলে সরাসরি আপনার account এ টাকা জমা হবে এবং ClixSense যে কোনো PTC site এর তুলনায় অনেক বেশি পরিমান Ad দেয়….

ClixSense কিছু ছোটো ছোটো কাজ দিবে যার মাধ্যমে আপনি অল্প কষ্টে কম সময়ে বেশি টাকা income করতে পারবেন ….কাজ গুলো খুবই সহজ এবং মজার ….

CLIXSENSE, CLICK HERE TO REGISTER NOW



যে page আসবে তার উপরে ডান কোনায় Sign Up এ ক্লিক করুন …এর পর যে ঘরটা আসবে সেখানে আপনার তথ্য দিতে হবে। আপনার Alertpay অথবা PayPal একাউন্ট না থাকলে একটা ইমেইল ই সব জায়গায় ব্যবহার করুন।Postal code এর জায়গায় আপনার এলাকার পোস্টাল code দিন….

Registration complete হয়ে গেলে আপনার ইমেল ID তে একটা mail পাঠানো হবে…. সেটার লিঙ্ক এ ক্লিক করে Sign In করুন

লগিন হওয়ার পর একাউন্ট দেখার জন্য আপনার ইউজার নেম এর উপর ক্লিক করুন। আপনার একাউন্ট এর অবস্থা দেখতে পাবেন তারপর View Advertisements ক্লিক করুন।

এরপর আপনি এ্যডগুলো দেখতে পাবেন।এর যেকোন একটা তে ক্লিক করুন।একটা নতুন ট্যাব ওপেন হবে।ওই tab এর ছবি গুলোর মধ্যে শুধু বিড়াল (Cat) এর উপর ক্লিক করুন…. ৩ সেকেন্ড wait করলেই আপনের account এ টাকা জমা হয়ে যাবে……

Task Complete করতে:

Task tab এ ক্লিক করুন…. আপনাকে অনেক গুলো টাস্ক দেখাবে এবার পছন্দ মত টাস্ক select করুন… Instruction পড়ে কাজ complete করুন …. আপনার account এ $$ জমা হয়ে যাবে…Games এর জন্য “ClixGrid” tab ক্লিক করুন…

যদি direct referrals করতে পারেন তাহলেও আপনি অনেক ডলার $ earn করতে পারবেন তবে তাদের active থাকা লাগবে।



এখন দিন রাত টাকা কামানো শুরু করে দিন ….অন্য দের দ্বারা প্রতারিত হবেন না ….

TIPS:

1. যে কোনো PTC site এ ঢুকার আগে Scam check করে নিন

2. ওয়েব সাইটে সদস্য পদের জন্য যদি টাকা দাবি করে তাহলে ঢুকবেন না

3. Forum আছে কিনা দেখুন এবং

4. কত pay করেছে তা দেখে ঢুকুন ….



ALERTPAY:

আপনার AlertPay account থেকে টাকা mobile এ সহজেই ট্রান্সফার করতে পারবেন

এজন্য নিচের লিঙ্ক গুলো দেখুন…..

1. http://www.flexiload.biz.ly/

2. http://www.recharge24.net/

3. http://www.remit2cell.com/

লিঙ্ক এ গিয়ে ডান পাশের Instruction গুলো পড়ে নিন….

নিচে থেকে পড়ুন

Please read the following instructions to refill your cellphone account with Alertpay:

Enter the amount and your mobile number with country code.
Minimum recharge amount is 5 USD.
get 10% bonus for $10 USD up recharge amount (Offer valid till next Monday).
Click on donate button.
The site will redirect to your Alertpay login page.
After finishing process your requested number will be recharge within 2 minutes.
Only 5 % is our service charge.
For any delay or bug please give feed back at- support@Flexiload.biz.ly
Note: Please make sure that, your Mobile number and Country code is correct.

আপনার mobile number লিখুন এবং amount select করুন ….Donate button এ ক্লিক করে আপনার AlertPay account এ login করুন….

যাদের AlertPay account নেই,তারা এখানে

ALERTPAY, CLICK HERE TO GET FREE ACCOUNT



সবাইকে অনেক ধন্যবাদ,

ধৈর্য ধরে আমার পোস্ট টি পরার জন্য…

ভুল হলে ক্ষমাপ্রার্থী, ভালো লাগলে কমেন্ট করে উত্সাহিত করুন…..

*যেকোন মডেমের আনলক কোড জানার ট্রিকস

BREAK THE UNLOCK CODE OF HUAWAI MODEM

সবাইকে শুভেচ্ছা। বর্তমানে আমরা যেসব মডেম ব্যবহার করি, যেমন: গ্রামীন, বাংলালিংক ইত্যাদির সাধারন হুয়াই মডেম হয়ে থাকে। আগে এগুলোতে সহজ ট্রিকসের মাধ্যমে এক কোম্পানীর মডেম এ সকল সিম ব্যবহার করা যেত। কিন্তু এখন তারা একটু চালাক হয়েছে। তারা একটু জটিল পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু পাবলিক তার থেকেও বেশি ট্রিকস ব্যবহার করে সব সিমই ব্যবহার করছে। আমরা যারা জানি না তাদের জন্যই আমার এই লিখা।

প্রখমে আপনি এই সফটওয়্যার টা ডাউনলোড করুন। Huawei Unlocker.rar

খুব কম কিলোবাইটের একটি সফটওয়ার এটি। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল দিন। ডাবল ক্লিক করলেই ইন্সটল হবার কথা। কোন এরর মেসেজ দেখালে continue তে ক্লিক করুন। এইরকম একটি উইন্ডো আসবে।

এখন connection এর বাম পাশে Huawei ট্যাবে ক্লিক করুন। এইরকম একটা উইন্ড্রো আসবে।

নিচের imei এর ঘরে আপনি আপনার Huawei মডেমটার পিছন থেকে এর imei নং টা দেখে বসান। ঠিকভাবে বসাবেন।

এরপর calculate code বাটনে ক্লিক করুন। ছবির মত আপনি একটি করে আনলক কোড ও ফ্লাস কোড পাবেন। যেমন ছবিতে

আনলক কোড: 54247945 এবং

ফ্লাস কোড : 34630784

আপনি যখন আপনার মডেমে অন্যকোন ব্রান্ডের সিম লাগালে আনলক কোড চাবে তথন এই আনলক কোড দিয়ে দিবেন। তো হয়ে গেল আনলক কোড জানার ট্রিকস। এভাবে আপনি আপনার হুয়াই মডেমে যেকোন জি এস এম সিম ব্যবহার করতে পারবেন।

Capcha entry কাজ করুন বিড ছাড়া

লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলেও অনেক দিন থেকেই ফ্রিল্যান্সিং নিয়ে কৌতুহলী। এজন্যই কয়েকটি সাইটে(freelancer, odesk, minijob,microworker…etc) রেজিস্ট্রেশন করি। এবং সময় পেলে কাজের জন্য আবেদন করি বা কাজ করি। microworker এর মতো সাইটগুলোর সমস্যা হচ্ছে কাজ কম থাকে তাই পেমেন্ট পর্যন্ত পৌছাতে অনেকদিন সময় লাগে। অনেক কষ্টে একবার পে আউট করেছিলাম 2$। যাই হোক আমার আপানার মতো লোকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। আর অন্যান্য সাইটগুলোর বিডের কথা তো বাদ ই দিলাম। এত কিছু চিন্তা ভাবনা করে এক বড় ভাই এর কাছ থেকে capcha entry এর কাজ নিলাম। অনেক উৎসাহ নিয়ে ১২০০-১৩০০ এন্ট্রি করে টাকা নিলাম তারপর অনেক দিন আর কাজ করা হয়নি।

একদিন ফ্রিল্যান্সার থেকে একটি মেসেজ পেলাম ক্যাপচা সলভ এর বায়ার পাকিস্তানি বলছে 5k=5000 data solve করে তার সাথে যোগাযোগ করতে বুঝলাম পেমেন্ট রিস্ক তাই আমি milestone চাইলাম কিন্তু আর কোন রিপ্লাই পাই নি।

তাই হতাশ হয়ে কিছুদিন আর ঘাটাঘাটি করলাম না। পরে আবার চেস্টা করলাম। কিন্তু কোনো কাজ পেলাম না, হয়তো আমার অযোগ্যতার কারনে। কাজ না পেলেও যা শিখেছি তা অনেক!!!!!।

যারা নতুন তাদের জন্য আমার মতো এ রকম সমস্যা অহরহ-ই হচ্ছে। কেউ প্রকাশ করে কেউ করে না। যারা এই capcha entry কাজ করতে চান তাদের জন্য বলছি, এই সাইটটি দেখতে পারেন। আমি গুগলিং+ personally খোজ নিয়ে দেখেছি সাইটটা scam না। আমার মতে যারা নতুন তাদের জন্য এটি অদর্শ সাইট তবে যারা অন্যান্য সার্ভার(qlink, buck) এ কাজ করছেন তাদের জন্য বলছি এইটাতে কাজ করে দেখতে পারেন কারন এইটা অরোও ফাস্ট ।


একনজরে সুবিধাসমূহ দেখে নিন :

১. প্রতিটি ক্যাপচা = ৭ ক্রেডিট

২. ১০০ ক্রেডিট = ১ সেন্ট

৩. পে আউট $১ অথবা ১০০০০ ক্রেডিট অথাৎ আপনাকে ১৪৩০ টি ক্যাপচা entry করতে হবে।

alertpay=1.00$

paypal=2.5$

৪. রেফারেল সুবিধা

৫. সাপোর্ট Alertpay, paypal(তবে paypal এ extra charge আছে)

৬. সার্ভার = ফাস্ট(আমি যত গুলো দেখেছি)

৭. একাধিক একাউন্ট সাপোর্ট করে।

৮. সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর পর data আসে আর timer show করে কতক্ষণ পর পরবর্তী data আসবে।

পরামর্শ: নতুন একাউন্টে প্রথমে 45 second পর data আসে আর একটু কাজ করলে 5-15 second এ ডাটা আসে।

এখানে!!!

এর সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট পাইনি। তাই কাজ করতে পারেন। আর যদি পমেন্ট নিয়ে ঝামেলা মনে হয় তাহলে আমার কাছ থেকে কাজ নিতে পারেন এই সাইটে-ই কাজ আমি 1000 entry=58tk দেব আপনি যেভাবে চান মানে মোবাইল বা হাতে হাতে বা ব্যাংক।যাদের typing speed কম মানে ২০-২৫wpm এর নীচে তারা আগে speed develop করুন।

কোন কিছু বুঝতে সমস্যা হলে বা কোন অভিযোগ থাকলে বলতে পারেন।

Transcend এর পেনড্রাইভ ডেড হয়ে গেছে ? NO চিন্তা Do ফূর্তি

আমার পেন ড্রাইভ অটো-ওপেন হয়।কিন্তু কোন option এল না কেন ? যাহোক কোনো একটা কিছু হয়েছে বোধ হয়। যাকগে My Computer থেকেই ঢুকি। আমার পেনড্রাইভের আইকনে ডাবল ক্লিক করলাম। ও মা এ কী মেসেজ দিচ্ছে ? ‘Please insert a disk into Drive M’ ।

ভাবলাম আমার OS (অপারেটিং সিস্টেম) এ কোনো অসুবিধা হয়েছে। PC রিস্টার্ট করলাম ।অনেক সময় কোনো সমস্যা হলে এরকম করলে ঠিক হয়ে যায়।।কিন্তু আজ আমার কপাল খারাপ। পেন ড্রাইভ খুলতে গিয়ে আবার একই মেসেজ। মনটা খারাপ হয়ে গেল। এই Transcend এর পেনড্রাইভটা আমার সর্বক্ষণের সাথি। সবসময় কাছে থাকে।

-বাবা , আমার দুকপি পাসপোর্ট কালার ফটো প্রিন্ট করে দাও না।

তুমি প্রথমে এখান থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড কর

এরপর ওটাকে extract করে নাও । 7Zip দিয়েও করতে পার।

Extract করলে তোমার প্রথম কাজ শষ হল।



এবারপেনড্রাইভটা usb তে ঢোকাও। তুমি ঐ সফটওয়্যারটার ওপর ডাবল ক্লিক কর।সফটওয়্যারটা open হবে।

যদি তোমার পেনড্রাইভ ইনসার্ট করা না থাকে তবে এই মেসেজ দেখাবে।

আর যদি পেনড্রাইভ ইনসার্ট করা থাকে তবে এই মেসেজ আসবে।

এখানে ডিফল্ট হিসাবে 512 M.B করা থাকে। তুমি তোমার পেনড্রাইভের যে সাইজ সেটা এখান থেকে ঠিক করে দাও।যেমন এই পেনড্রাইভের সাইজ 2 G.B তাই আমি সিলেক্ট করে দিচ্ছি।এটা যদি ঠিক করে না দাও তবে নানা এরর মেসেজ দেখাতে পারে ,তাই মনে করে সঠিক মাপটা নির্ধারণ করে দিতে হবে।

এরপর এই মেসেজ দিয়ে সার্চিং শুরু হবে।

এরপরে তোমার নিচের মেসেজ আসবে।তুমি প্রথম অপসনRepair drive & erase all data তে টিকচিহ্ন করে দাও এবং নিচের লালবক্স করা জায়গার Start বাটনে ক্লিক কর।তুমি যদি repair drive & keep existing data-তে ক্লিক কর তবে সঠিকভাবে Pendrive রিপেয়ার নাও হতে পারে।তাই এটা সিলেক্ট করার দরকার নেই।

এরপর নিচে দেখানো মেসেজ আসবে Format in progress …Please Do Not press Exit পেনড্রাইভটাকে ফরম্যাট হতে দাও। ফরম্যাট কমপ্লিট হবার পর Exit বাটনে ক্লিক কর।


এবার পেনড্রাইভটাকে খুলে নাও এবং তারপরে আবার usb পোর্টে গুঁজে দাও, এই দেখ তোমার পেনড্রাইভ আবার আগের মতোই কাজ করছে।

আমি অবাক হয়ে দেখি , সত্যি পেনড্রাইভ আগের মতো কাজ করছে।
আমার এই লেখাটি প্রথমে http://www.techspate.com/sobujer-abhijan/4051/ তে প্রকাশিত ।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More